স্কাউট সেবা

স্কাউটরা সেবা প্রদানে সদা প্রফুল্ল।

সমাজ সেবা ও সমাজ উন্নয়নের মধ্যে পার্থক্য নিম্নে আলােচনা করা হল :

পার্থক্যের বিষয়সমাজ সেবাসমাজ উন্নয়ন
সংজ্ঞাঃসমাজের মানুষের জন্য স্কাউট উদ্যোগী হয়ে যে কাজ সম্পাদন করে তাকে সমাজ সেবা বলে।সমাজের বা এলাকাবাসীর কোন সমস্যা বা সম্ভাবনা বা সমাধান চিহ্নিত করে তা সমাধানে
স্কাউটদের নেতৃত্বে বা উদ্যোগে এলাকাবাসী এবং স্কাউটদের যৌথ অংশগ্রহনের মাধ্যমে চিহ্নিত ঐ নির্দিষ্ট সমস্যা বা সম্ভবনা সমাধানকে সমাজ উন্নয়ন বলে।
জনশক্তিসমাজ সেবা একজন দ্বারা করা যায়।সমাজ উন্নয়নে অধিক লােক সংখ্যা অথবা উপদল ভিত্তিক জনশক্তির প্রয়ােজন।
সহযােগিতাসমাজ সেবা কাজে সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের সহযােগিতার প্রয়ােজন নেই।সমাজ উন্নয়নে সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের সহযােগিতা গ্রহণ করা যেতে পারে।
অর্থএ কাজে অর্থের প্রয়ােজন হতেও পারে নাও হতে পারে। যদি প্রয়ােজন হয় তাহলে নিজেই এর ব্যবস্থা করতে পারবে।এ কাজে অর্থের প্রয়ােজন রয়েছে। স্কাউটরা ও এলাকাবাসী অথবা অন্য কোন উৎস হতে অর্থের সংস্থান করতে পারে।
সিদ্ধান্তএ কাজ করার জন্য নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।এ কাজ করার জন্য স্কাউটরা এবং এলাকাবাসী/মুরুব্বিদের সাথে আলােচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।
ফলাফলএ কাজের ফলাফল স্বল্প সময়ের জন্য হয়ে থাকে।এ কাজের ফলাফল দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

পাড়া-প্রতিবেশীর বিভিন্ন কাজে সাহায্য করা। যেমন –

  • চিঠি পােস্ট করে দেয়া।
  • দোকান হতে কোন জিনিস এনে দেয়া।
  • বাজার করে দেয়া।
  • কোন প্রতিবেশীর অনুষ্ঠানে সহায়তা করা।
  • প্রতিবেশীর ইলেকট্রিক বিল, টেলিফোন বিল ও মােবাইল ফোনে টাকা লােড/রিচার্জ করে দেয়া।
  • ঔষধ এনে দেয়া।
  • অসুস্থ হলে ডাক্তারের নিকট নিয়ে যেতে সাহায্য করা ইত্যাদি।

স্কাউট ডেন ও শিক্ষা প্রতিষ্ঠানের যত্ন –

স্কাউট ডেন হচ্ছে স্কাউটদের ঠিকানা এবং সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু, তাই স্কাউট ডেনকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা সকলের কর্তব্য। স্কাউট ডেনে সাধারণত প্রত্যেকটি উপদলের একটি পেট্রল কর্ণার থাকে যেখানে সংশ্লিষ্ট উপদলের নিজস্ব জিনিসপত্র গুছিয়ে রাখা হয়। পাশাপাশি উপদলের মিটিং ও অন্যান্য কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়। তােমরা তােমাদের স্কাউট ডেন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়মিত পরিস্কার করবে এবং যে কোন কার্যক্রমের শেষে গুছিয়ে রাখবে।


0 0 votes
Article Rating
guest
58 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments