অভিযান

ইংরেজি এক্সপ্লোরেশন (exploration) কথাটির বাংলা অর্থ অভিযান।

অভিযান বলতে কি বােঝায়?

স্কাউটিং করতে হলে তােমাকে নতুন নতুন জায়গায় নতুন নতুন পরিবেশে গিয়ে থাকতে হবে। সেখানে গিয়ে অথবা যাবার সময় বা রওনা হবার আগেই তােমাকে খোঁজ নিতে হবে জায়গাটা কি রকম, কোথায় ডাকঘর আছে, কোথায় হাসপাতাল আছে, কোথায় বাজার আছে, কোথায় পানি পাওয়া যাবে, রাস্তাঘাট কি রকম ইত্যাদি। এছাড়া রাস্তায় কোথায় তুমি কি দেখেছ, কোন বৈচিত্র্যপূর্ণ বা দর্শনীয় কিছু আছে কি না ইত্যাদিও জানা দরকার । জায়গাটির এবং রাস্তার একটি নকশা তােমাকে অবশ্যই তৈরি করতে হবে।

অভিযান তিন উপায়ে সম্পূর্ণ করা যেতে পারে। যেমন –

  • প্রথম শ্রেণীর ভ্রমণ (গন্তব্য স্থান ও পথ জানা থাকে)
  • পায়ে হাঁটা এবং
  • পথের চিহ্ন।

স্ট্যান্ডার্ড ব্যাজের অভিযানকারী হিসেবে একজন নতুন স্কাউটকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে দিনের বেলায় মােট ৬ কি. মি. পথ স্কাউট নেতার দেওয়া পরিকল্পনা মত গিয়ে ফিরে আসতে হবে। ফিরে এসে স্কাউট নেতার কাছে মৌখিক বা লিখিত রিপাের্ট দিতে হবে। লিখিত রিপাের্টের সঙ্গে একটি নকশা থাকলে ভাল হয়। তােমার রিপাের্টে থাকতে হবে রওয়ানার জায়গা ও সময়, পথে চোখে পড়ার মত চিহ্ন, কোন ঘটনা যদি ঘটে থাকে, গন্তব্যে পৌছে সেখানকার জন্য দেওয়া। কাজকর্মের বিবরণ ইত্যাদি।

স্কাউট কদমে/চলার কৌশল : স্কাউট হাঁটে না, দৌড়ায়। অর্থাৎ স্কাউট কর্মকাণ্ড অধিক দক্ষতা, দ্রুততা ও সততার সঙ্গে সম্পন্ন করতে হয়। স্কাউট কদমে মােটামুটি ১২ মিনিটে সােয়া এক কিলােমিটার পথ পার হওয়া যায়। বিশ কদম হাঁটা ও বিশ কদম দৌড়ানাের পর আবার বিশ কদম হাঁটা ও বিশ কদম দৌড়ানাে-এভাবে চলাকে স্কাউট কদম বলে। লম্বা পথ পাড়ি দিতে হলে স্কাউট কদম সবচেয়ে সহজ চলার পদ্ধতি।

■ উপদল বা দলের একজন স্কাউটের সাথে দিনের বেলায় রুট অনুসরন করে ৫ কিঃমিঃ যাওয়া। ফেরত এসে সে সম্পর্কে লিখিত বা মৌখিক রিপাের্ট প্রদান করতে হবে। রিপাের্ট লেখা বা উপস্থাপনের সময় যা যা উপস্থাপন করতে হবে সেগুলাে হলাে ও সঙ্গী, সঙ্গীর দায়িত্ব, যাত্রা সময়, আবহাওয়া, চলার পথে ডান- বাম দিকে কি কি উল্লেখযােগ্য দৃশ্য দেখা গেল। কোন বিশেষ ব্যক্তির সাথে আলােচনা, গন্তব্য স্থানে পৌছার সময়, মন্তব্য ইত্যাদি।

0 0 votes
Article Rating
guest
73 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments