স্কাউট প্রতিজ্ঞা
আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,
- আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
- সর্বদা অপরকে সাহায্য করতে
- স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথা সাধ্য চেষ্টা করব।
ইংরেজীতে স্কাউট প্রতিজ্ঞা:
Scout Promise
On my honor, I promise that I will do my best
- To do my duty to God and my country.
- To help other people at all times.
- To obey the scout law.
প্রতিজ্ঞার ব্যাখ্যা এবং তাৎপর্য বর্ণনাঃ
স্কাউটদের প্রতিজ্ঞা একটি এবং এর তিনটি অংশ আছে। প্রতিটি অংশই খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক স্কাউটের কর্তব্য হলো প্রতিজ্ঞার তিনটি অংশ মেনে চলা। এখানে উল্লেখ্য যে, যারা অন্য ধর্মালম্বী তারা আল্লাহ শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার নাম বলবে। একজন স্কাউটের কাছে অসম্ভব বলে কিছু নেই। তার কাছে প্রায় সবই সম্ভব। যখন তুমি স্কাউট প্রতিজ্ঞা পাঠ করবে, তখন তোমাকে মনে রাখতে হবে, তুমি তোমার নিজের জন্য, আল্লাহর জন্য, অপরের জন্য, দেশের জন্য কিছু না কিছু করবে। তোমার আত্মমর্যাদার উপর নির্ভর করে তুমি প্রতিজ্ঞা করবে। অর্থাৎ তোমাকে বিশ্বাস করতে হবে যে, তোমার আত্মমর্যাদা সুরক্ষার জন্য এই প্রতিজ্ঞা তোমাকে মেনে চলতেই হবে।
প্রতিজ্ঞা নেয়ার সময় থেকে স্কাউট হিসেবে তোমার নতুন জীবন শুরু হবে। তুমি নতুন দায়িত্ব নিবে। আর সেজন্য প্রতিজ্ঞার প্রতিটি কথার অর্থ বোঝা দরকার। প্রথম দিকে স্কাউট প্রতিজ্ঞা ও আইন মেনে জীবন চলার কিছুটা কঠিন মনে হবে। অনেক ত্যাগ ও ধৈর্য্য ধারণ করতে হবে। কিন্তু স্কাউট নিয়মে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করলে আস্তে আস্তে তুমি একজন ভালো স্কাউট হয়ে উঠবে।
কোন বিষয়ে প্রতিজ্ঞা নেয়ার অর্থ হলো, সে বিষয়টি সঠিকভাবে ও দায়িত্ব নিয়ে সম্পন্ন করা। তাই কাজের মাধ্যমে দেখিয়ে দিতে হবে যে, তুমি শুধু প্রতিজ্ঞা পাঠই করোনি বরং তা পালনও করেছো।
প্রতিজ্ঞার প্রতিটি অংশের তাৎপর্য:
আত্মমর্যাদা ও সাধারণভাবে একজন মানুষের নিজের সম্মানকেই তার আত্মমর্যাদা বুঝায়। আত্মমর্যাদাহীন কোন ব্যক্তিকে সুস্থ্য, বিবেকবান মানুষ বলা যায় না। আত্মমর্যাদাহীন ব্যক্তিকে কেউ বিশ্বাস করতে পারেনা। অন্যদিকে একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি নিজের প্রতি অত্যন্ত আস্থাশীল, ব্যক্তিত্বসম্পন্ন, সৎ, সত্যবাদী ও বিশ্বাসী হয়। সকলে তাকে বিনা দ্বিধায় বিশ্বাস করতে পারে। তাই স্কাউট প্রতিজ্ঞায় আত্মমর্যাদার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে।
সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য পালন: স্কাউটিং কেবলমাত্র আস্তিকের জন্য অর্থাৎ যারা কোন না কোন ধর্মের অনুসারী। যারা আল্লাহ বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারাই শুধু স্কাউট হতে পারে। আল্লাহ মানুষকে শুধু সৃষ্টির সেরা হিসেবেই সৃষ্টি করেননি, বরং মানুষের জন্যই সৃষ্টি করেছেন গাছ-পালা, ফল-মূল, পশু-পাখি, পাহাড় পর্বত, পানি, বায়ুসহ সবকিছু । জমিতে ফসল, মাটির নিচে পানি আর খনিজ সম্পদ দিয়েছেন সবকিছুই মানুষের ভোগের জন্য। মানুষ শুধুমাত্র তার বুদ্ধি ব্যবহার করে নিত্যদিন সে সব আহরণ করছে আর ভোগ করছে। নানান উদ্ভিদ, লতা-পাতা, বৃক্ষরাজীর মধ্যে আবার প্রদান করেছে নানান বর্ণ, মনোহর ফুল, সুস্বাদু ফল আর ভেষজ গুনাগুন। মানুষের প্রতি সৃষ্টিকর্তার এই উদারতার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য।
দেশের প্রতি কর্তব্য পালন: পৃথিবীর সকল ধর্মেই নিজের দেশকে ভালবাসা, নিজের জাতির জন্য মঙ্গলকর কাজ করার তাগিদ রয়েছে। ইসলাম ধর্মে মাতৃভূমিকে ভালবাসা ঈমানের অংশ হিসেবে বলা হয়েছে। দেশ বা রাষ্ট্র তার নাগরিকের সুখ-শান্তিতে বসবাস, শিক্ষা, কর্মসংস্থান উপার্জন, নিরাপত্তাসহ নাগরিক সকল বিষয়ের নিশ্চয়তা প্রদান করে। আর সেজন্যই দেশের নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করা, দেশের মঙ্গল হয় এমন চিন্তা করা, দেশের আইন শ্রদ্ধার সাথে মেনে চলা সকলের একান্ত জরুরি বিষয়। দেশপ্রেম এবং উন্নত নাগরিক চেতনাকে সভ্যতার মানদণ্ড হিসেবেও চিহ্নিত করা হয়।
সে জন্য দেশের প্রতি কর্তব্য পালনের উপর স্কাউট প্রতিজ্ঞায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
“পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন প্রাণ সকলই দাও,
পরের কারণে মরনেও সুখ আপনার কথা ভুলিয়া যাও।”
অথবা বলা যায়,
“মানুষ মানুষের জন্য,
জীবন জীবনের জন্য।”
কবির এই সব অমর কথা পৃথিবীতে আবির্ভূত মহামনীষীদের মহান বাণীরই প্রতিধ্বনি । অন্যের সাহায্যের জন্য এগিয়ে যাওয়া বা অন্যের জন্য সামান্য হলেও কিছু করতে পারায় যে তৃপ্তি পাওয়া যায় তা অন্য কোন কাজে পাওয়া যায়না। সর্বকালের ও সর্বযুগের মহান ব্যক্তিগণ অপরকে সাহায্যের মাধ্যমে মানব জীবনের পরম প্রশান্তি লাভের কথা তুলে ধরেছেন। তাই স্কাউট প্রতিজ্ঞায় সর্বদা অপরকে সাহায্যের তাগিদ রয়েছে।
সর্বদা অপরকে সাহায্য করা: স্কাউটদের মূলমন্ত্রকে বাস্তবায়ন করার জন্য সর্বদা অপরকে সাহায্য করতে বলা হয়েছে। চাইলেই অন্যদেরকে বিভিন্ন উপায়ে সাহায্য করা যায়। এই সাহায্য ছোট হতে পারে আবার কখনো বড়ও হতে পারে। সকলের উচিত সর্বদা অপরকে সাহায্য করার চেষ্টা করা।
স্কাউট আইন মেনে চলা: স্কাউটদের সাতটি আইন আছে। এগুলোকে মেনে চলতে পারলে খুব বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রতিটি আইনকে আকঁড়ে ধরতে পারলে কোন মানুষেই কখনো বিপথগামী হতে পারে না। বরং সে সকলের জন্য আদর্শ হিসেবে বেঁচে থাকতে পারে।
যথাসাধ্য চেষ্টা করা: জীবনে সফলতা লাভের মূল চাবিকাঠি হচ্ছে চেষ্টা। চেষ্টা করার মাধ্যমে স্কাউটদের সাতটি আইন মেনে চলতে পারলে যে কোন কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। সবকিছু সব সময় সফল করা যায় না। তবে সফলতার জন্য তুমি যে চেষ্টা করবে তার মূল্য অনেক কাজে প্রমান করতে না পারলেও তোমার সাধ্যমত চেষ্টা করার জন্যই অনেকের কল্যাণ হবে এবং কাজের লক্ষ্য অর্জনের পথ খুলে যাবে।
Is so suscribe