প্রাথমিক প্রতিবিধান কি?
প্রাথমিক প্রতিবিধান এর ইংরেজি হলাে ফাস্ট এইড (FIRST AID)। FIRST অর্থ প্রথম আর AID এর অর্থ সাহায্য। সুতরাং FIRST AID অর্থ প্রথম সাহায্য। কোন আহত বা অসুস্থ ব্যক্তিকে হাতের কাছে প্রাপ্ত উপকরণ দিয়ে অনতিবিলম্বে যে সাহায্য করা হয়, তাই প্রাথমিক প্রতিবিধান। প্রাথমিক প্রতিবিধানের উদ্দেশ্য তিনটি –
- জীবন রক্ষা করা (Preserve Life)
- অবস্থার যাতে আরাে অবনতি না হয় তার ব্যবস্থা করা (Prevent for then Harm)
- অবস্থার উন্নতি করা (Promote Recovery)
প্রাথমিক প্রতিবিধানের সংজ্ঞা এভাবে দেয়া যেতে পারে : কোন অসুস্থ অথবা দূর্ঘটনা কবলিত ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পূর্বে বা ডাক্তার আসার পূর্বে রােগীর অবস্থার উন্নতি ঘটানাের জন্য বা আর যাতে অবনতি না হয় সেজন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক প্রতিবিধান বলে।
প্রাথমিক প্রতিবিধানকারী : যে ব্যক্তি প্রাথমিক প্রতিবিধান কাজে অংশ নেন, তিনিই প্রাথমিক প্রতিবিধানকারী । একজন স্কাউটও প্রাথমিক প্রতিবিধানকারী হতে পারে। জরুরী অবস্থায় প্রত্যক্ষ সাহায্য করা ছাড়াও আহত ব্যক্তির চারদিকে জড়াে হওয়া মানুষকে সরিয়ে দিয়ে রােগীর গায়ে বাতাস লাগতে সাহায্য করা। ডাক্তার ডেকে আনা, ডাক্তারের কাছে রােগীকে নিয়ে। যাওয়া ইত্যাদি কর্ম দক্ষতাও প্রাথমিক প্রতিবিধান কাজের অংশ।
প্রাথমিক প্রতিবিধানকারীর কাজ :
প্রাথমিক প্রতিবিধানকারীর কাজ প্রধানত তিনটি। যাকে সংক্ষেপে DTR বলা হয়। যেমন-
- D – Diagnosis বা রােগ নির্ণয় করা।
- T – Treatment বা চিকিৎসা করা।
- R – Remove বা স্থানান্তর করা।
Diagnosis বা রােগ নির্ণয় করা : কি কারণে অসুস্থতার সৃষ্টি হয়েছে, তা খুঁজে বের করা প্রাথমিক প্রতিবিধানকারীর প্রথম কাজ। রােগের লক্ষণ, চিহ্ন বা ইতিহাস থেকে রােগ নির্ণয় করা সম্ভব।
Treatment বা চিকিৎসা : মনে রাখতে হবে, প্রাথমিক প্রতিবিধানকারী কোন অবস্থাতেই একজন ডাক্তার নয়। কাজেই প্রাথমিক প্রতিবিধানকারীর চিকিৎসা পদ্ধতি ডাক্তারের মতাে হবে না। কি এবং কতটুকু চিকিৎসার প্রয়ােজন তা নির্ণয় করে ডাক্তার আসা পর্যন্ত অবস্থার অবনতি না ঘটানাের জন্য বা অবস্থার উন্নতি করার জন্য কাজ করাই হবে প্রাথমিক প্রতিবিধানকারীর কর্তব্য।
Remove বা স্থানান্তর করা : রােগীকে নিরাপদ জায়গার স্থানান্তর করতে হবে। প্রয়ােজন হলে ডাক্তারের কাছে বা হাসপাতালে স্থানান্তর করতে হবে।
প্রাথমিক প্রতিবিধানের উপকরণ
- ড্রেসিং,
- লিন্ট,
- প্যাড,
- প্রিন্ট,
- ব্যান্ডেজ ইত্যাদি।
ড্রেসিং : ক্ষতস্থানকে জীবানুমুক্ত রাখার জন্য যে ব্যবস্থা নেয়া হয়, তাকে ড্রেসিং বলে।
যে কারণে ড্রেসিং এর ব্যবহার :
- রক্তক্ষরণ বন্ধ করা।
- জীবাণুমুক্ত করা।
- ক্ষতস্থানে যাতে আবার আঘাত না লাগে তার ব্যবস্থা করা।
- বাইরে থেকে দূষিত বস্তু ক্ষত স্থানকে যাতে আক্রান্ত করতে পারে সেই ব্যবস্থা করা ।
লিন্ট : জীবাণুমুক্ত বা ঔষধযুক্ত এক খন্ড কাপড়ই হলাে লিন্ট । ক্ষতস্থান ভাল করে পরিস্কার করে নিয়ে ক্ষতস্থানে এমনভাবে লিন্ট স্থাপন করতে হবে, যাতে ক্ষতস্থান সম্পূর্ণ রূপে ঢেকে থাকে।
প্যাড : ক্ষতস্থানকে আরাম দেয়ার জন্য কাপড়ের তৈরি মােটা যে বস্তু ব্যবহার করা হয় তাকে প্যাড বলে। প্যাড তুলা বা জীবাণুমুক্ত নরম কাপড়ের হতে পারে। লিন্টের উপরে প্যাড লাগাতে হয়। প্যাড ব্যবহারের সময় লক্ষ্য রাখতে হবে যেন সম্পূর্ণ ক্ষতস্থান জুড়ে তা অবস্থান করে।
স্প্লিন্ট : ভাঙ্গা অস্থিকে সােজা রাখার জন্য যে চটি ব্যবহার করা হয় তাকে স্প্লিন্ট বলে। ভগ্ন অস্থির আকৃতির উপর ভিত্তি করে প্রিন্ট বিভিন্ন সাইজের হয়ে। থাকে। পাতলা কাঠ, হার্ডবাের্ড বা বাঁশের চটা দিয়ে স্প্লিন্ট তৈরি করা যায়। স্প্লিন্ট ব্যবহার করার পূর্বে প্যাড ব্যবহার করতে হবে।
ব্যান্ডেজ : লিন্ট, প্যাড বা স্পিন্ট যথাস্থানে রাখার জন্য এবং ভগ্নাস্থি স্থির করে রাখার জন্য ব্যান্ডেজ ব্যবহার করা হয়। ব্যান্ডেজ ব্যবহারে সময় খেয়াল রাখতে হবে, ক্ষতস্থানের ঠিক উপরে যাতে ব্যান্ডেজের গেরাে না পড়ে।
ব্যান্ডেজ দুইধরনের হয়ে থাকে। যেমন –
- রােলার ব্যান্ডেজ।
- ত্রিকোণী ব্যান্ডেজ।
Leave a Reply