প্রশ্ন: প্রাথমিক প্রতিবিধান কী?
উত্তর: কোন ব্যক্তি দুর্ঘটনায় পতিত হলে ডাক্তারের কাছে নেওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত রোগীকে সুস্থ রাখার জন্য যে কাজ করা হয় তাকে প্রাথমিক প্রতিবিধান বলে।
প্রশ্ন: প্রাথমিক প্রতিবিধানকারী কে?
উত্তর: যিনি রোগীকে প্রাথমিক প্রতিবিধান প্রদান করেন তাকে প্রাথমিক প্রতিবিধানকারী বলা হয়।
প্রশ্ন: প্রাথমিক প্রতিবিধানকারীর প্রধান কাজ কয়টি?
উত্তর: প্রাথমিক প্রতিবিধানকারীর কাজ প্রধানত তিনটি।
প্রশ্ন: প্রাথমিক প্রতিবিধানকারীর কাজগুলো কী কী?
উত্তর: প্রাথমিক প্রতিবিধানকারীর কাজগুলো যথাক্রমে:
D = Diagonosis বা রোগ নির্ণয়
T = Treatment বা চিকিৎসা
R = Remove বা স্থানান্তর
প্রশ্ন: প্রাথমিক প্রতিবিধানের উপকরণ কী কী?
উত্তর: প্রাথমিক প্রতিবিধানের উপকরণগুলি যথাক্রমে:
১) ড্রেসিং
২) লিন্ট
৩) প্যাড
৪) স্পিলিন্ট
৫) ব্যান্ডেজ ইত্যাদি।
প্রশ্ন: ব্যান্ডেজ কাকে বলে?
উত্তর: ক্ষত স্থানে লিন্ট, প্যাড দিয়ে যে পট্টি বাঁধা বা আবরণ দেওয়া হয় তাকে ব্যান্ডেজ বলে।
প্রশ্ন: ব্যান্ডেজ সাধারণত কত প্রকার ও কী কী?
উত্তর: ব্যান্ডেজ সাধারণত দুই প্রকার। যথা:
১) রোলার ব্যান্ডেজ
২) ত্রিকোণী ব্যান্ডেজ
প্রশ্ন: একটি ত্রিকোণী ব্যান্ডেজের কী কী থাকে?
উত্তর: একটি ত্রিকোণী ব্যান্ডেজের ১টি ভূমি, ২টি পার্শ্ব ও ১টি শীর্ষ থাকে।
প্রশ্ন: একটি ত্রিকোণী ব্যান্ডেজের মাপ কত?
উত্তর: একটি ত্রিকোণী ব্যান্ডেজের মাপ ভূমি ৫৪ ইঞ্চি এবং দুই পার্শ্ব প্রতি ৩৮ ইঞ্চি করে।
প্রশ্ন: ড্রেসিং কাকে বলে?
উত্তর: কোন ক্ষতস্থানে জীবাণুমুক্ত ও পরিস্কার রাখার প্রক্রিয়াকে ড্রেসিং বলে।
প্রশ্ন: লিন্ট কাকে বলে?
উত্তর: ক্ষতস্থানে লাগাবার জন্য ঔষধযুক্ত ও জীবানুমুক্ত একখন্ড কাপড়কে লিন্ট বলে।
প্রশ্ন: প্যাড কাকে বলে?
উত্তর: ব্যান্ডেজের নিচে তুলা বা অন্য কোন নরম কাপড় দ্বারা আরাম অনুভবের জন্য যা ব্যবহার করা হয় তাকে প্যাড বলে।
প্রশ্ন: স্পিলিন্ট কী?
উত্তর: শরীরের হাড় ভেঙ্গে গেলে জোড়া লাগার জন্য ব্যান্ডেজের নিচে যে চটা বা পাতলা কাঠ ব্যবহার করা হয় তাকে স্পিলিন্ট বলে।
প্রশ্ন: টুর্নিকেট কী?
উত্তর: সাপে কাটার পর ক্ষতস্থানের নিচে এবং উপরে বাঁধন দেওয়া হয়। এই বাঁধন মজবুত করার জন্য একটি ছোট কাঠি বা লাঠি ব্যবহার করা হয়, সেটাই টুর্ণিকেট।
প্রশ্ন: সিলিং মানে কী?
উত্তর: সাধারণ অর্থে সিলিং মানে ঝুলানো। হাড় ভেঙ্গে গেলে যে পদ্ধতিতে জোড়া লাগানোর জন্য ঝুলানো হয়, সেটাই সিলিং।
প্রশ্ন: কয়েকটি সিলিং এর নাম উল্লেখ কর।
উত্তর: কয়েকটি সিলিং এর নাম যথাক্রমে:
১) লার্জ আর্ম সিলিং
২) স্মল আর্ম সিলিং
৩) কলার এন্ড কাফ সিলিং
৪) ট্রাঙ্গুলার সিলিং ইত্যাদি।
প্রশ্ন: কৃত্রিম শ্বাস-প্রশ্বাস প্রদানের পদ্ধতির নাম কি?
উত্তর: কৃত্রিম শ্বাস-প্রশ্বাস প্রদান পদ্ধতি যথা:
১) মুখ থেকে মুখ পদ্ধতি
২) মুখ থেকে নাক পদ্ধতি
৩) সিলভেস্টার পদ্ধতি
৪) শেফার পদ্ধতি
৫) হলজার নেলসন পদ্ধতি
প্রশ্ন: কয়েকটি অস্থি ভঙ্গের নাম কী?
উত্তর: কয়েকটি অস্থি ভঙ্গের নাম যথা-
১) সরল অস্থি ভঙ্গি
২) মিশ্র অস্থি ভঙ্গি
৩) জটিল অস্থি ভঙ্গি
৪) বহু ভঙ্গ
৫) সংবিদ্ধ অস্থি ভঙ্গি
৬) গ্রীনস্টিক
৭) ডিপ্রেসড ইত্যাদি।
প্রশ্ন: কয়েক প্রকার ক্ষত এর নাম লিখ।
উত্তর: কয়েক প্রকার ক্ষত এর নাম যথা-
১) কাটা জনিত ক্ষত
২) ছিন্নভিন্ন ক্ষত
৩) পিষ্ট ক্ষত
৪) বিদ্ধ ক্ষত ইত্যাদি।
প্রশ্ন: স্কাউটদের কাছের ব্যান্ডেজ কোনটি?
উত্তর: স্কার্ফ স্কাউটদের সবচেয়ে কাছের ব্যান্ডেজ।
প্রশ্ন: শিশুদের ছয়টি মারাত্মক রোগের নাম কী?
উত্তর: শিশুদের ছয়টি মারাত্নক রোগের নাম যথাক্রমে-
১) ডিপথেরিয়া
২) হুপিংকাশি
৩) ধনুষ্টংকার
৪) হাম
৫) পোলিও
৬) যক্ষা।
প্রশ্ন: কয়েকটি রোগী বহন পদ্ধতির নাম লিখ।
উত্তর: কয়েকটি রোগী বহন পদ্ধতির নাম যথা-
১) ক্রেডেল পদ্ধতি
২) হিউম্যান ক্র্যাচ পদ্ধতি
৩) পিক এ ব্যাক পদ্ধতি
৪) ফায়ারম্যান্স লিফট এন্ড ক্যারি পদ্ধতি
৫) ফোর হ্যান্ড গ্রীফ পদ্ধতি
৬) টু হ্যান্ড গ্রীফ পদ্ধতি
৭) দি ফোর এন্ড এফট পদ্ধতি ইত্যাদি।
Leave a Reply