ব্যাজ পরিধান


প্রশ্ন : ব্যাজ কাকে বলে?

উত্তর : কাব/স্কাউটদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রােগ্রাম ভিত্তিক যে প্রতীক বা চিহ্ন প্রদান করা হয় তাকে ব্যাজ বলে।


প্রশ্ন : সদস্য ব্যাজ কোথায় পরিধান করতে হয়?

উত্তর : স্কাউট পােশাকের বাম বুক পকেটের মাঝখানে সদস্য ব্যাজ পরিধান করতে হয়। (সকল শাখার জন্য একই নিয়ম প্রযােজ্য)


প্রশ্ন : কাব/স্কাউটরা কোথায় দক্ষতা ব্যাজ পরিধান করে থাকে?

উত্তর : কাব/স্কাউটেরা বাম হাতের কাঁধ থেকে কনুই এর মাঝখান পর্যন্ত দক্ষতা ব্যাজ পরিধান করে থাকে।


প্রশ্ন : কাব/স্কাউটরা কোথায় পারদর্শিতা ব্যাজ পরিধান করে থাকে?

উত্তর : কাব/স্কাউটেরা ডান হাতার কাঁধ থেকে কনুই এর মাঝখান পর্যন্ত পারদর্শিতা ব্যাজ পরিধান করে থাকে।


প্রশ্ন : ব্রাদারহুড ব্যাজ কী?

উত্তর : বিশ্ব স্কাউট সংস্থার মনােগ্রাম খচিত বিশ্ব স্কাউট সংস্থার সদস্য ব্যাজ।


প্রশ্ন : ব্রাদারহুড ব্যাজ কোথায় পরিধান করতে হয় ?

উত্তর : স্কাউট পােশাকের ডান বুক পকেটের মাঝখানে ব্রাদারহুড ব্যাজ পরিধান করতে হয়।


প্রশ্ন : জাতীয় পতাকার রেপলিকা কোথায় পরিধান করতে হয়?

উত্তর : স্কাউট পােশাকের ডান বুক পকেটের ঢাকনার ২/৩ সে.মি. উপরে জাতীয় পতাকার রেপলিকা পরিধান করতে হয়।


প্রশ্ন : বাংলাদেশ লেখা ব্যাজ কোথায় পরিধান করতে হয়?

উত্তর : স্কাউট জামার কাঁধে সেলাইয়ের নীচে বাম পাশে বাংলা এবং ডান পাশে ইংরেজীতে বাংলাদেশ লেখা ব্যাজ পরিধান করতে হয়।


প্রশ্ন : অঞ্চল পরিচিতি ব্যাজ কাকে বলে?

উত্তর : বিভিন্ন অঞ্চলের কৃষ্টি ও সংস্কৃতির উপর ভিত্তি করে নির্মিত ব্যাজকে অঞ্চল পরিচিতি ব্যাজ বলে।


প্রশ্ন : অঞ্চল পরিচিতি ব্যাজ কোথায় পরিধান করতে হয়?

উত্তর : বাংলাদেশ লেখা ব্যাজের নিচে অঞ্চল পরিচিতি ব্যাজ পরিধান করতে হয়।


প্রশ্ন : কাব স্কাউটদের গ্রুপ পরিচিতি ব্যাজ কী?

উত্তর : ডিম্বাকৃতির লাল পটভূমিতে সাদা রংয়ে লেখা গ্রুপ নম্বরসহ পরিচিতি ব্যাজকে গ্রুপ পরিচিতি ব্যাজ বলে।


প্রশ্ন : স্কাউটদের গ্রুপ পরিচিতি ব্যাজ কী ?

উত্তর : ডিম্বাকৃতির সবুজ পটভূমিতে সাদা রংয়ে লেখা গ্রুপ নম্বরসহ পরিচিতি ব্যাজকে গ্রুপ পরিচিতি ব্যাজ বলে।


প্রশ্ন : গ্রুপ পরিচিতি ব্যাজ কোথায় পরিধান করতে হয়?

উত্তর : স্কাউট পােশাকের উভয় হাতার উপরের অংশে অঞ্চল পরিচিতি ব্যাজের নিচে গ্রুপ পরিচিতি ব্যাজ সেলাই করে পরিধান করতে হয়।


প্রশ্ন : জাম্বুরী, র‍্যালি বা সমাবেশ ব্যাজ কোথায় পরিধান করতে হয়?

উত্তর : স্কাউট পােশাকের বাম বুক পকেটের ঢাকনার উপরে জাম্বুরী, র‍্যালি বা সমাবেশ ব্যাজ সেলাই করে পরতে হয়।


প্রশ্ন : ক্যাম্পুরী বা সমাবেশ ব্যাজ কোথায় পরিধান করতে হয়?

উত্তর : কাব/স্কাউট পােশাকের বাম বুক পকেটের ঢাকনার উপরে ক্যাম্পুরী বা সমাবেশ ব্যাজ সেলাই করে পরিধান করতে হয়।


প্রশ্ন : ক্যাম্পুরী বা সমাবেশ ব্যাজ কতদিন পরিধান করতে পারবে?

উত্তর : কাব স্কাউট, স্কাউট ও রােভার স্কাউটগণ ক্যাম্পুরী বা সমাবেশ চলাকালে এবং পরে অনুর্ধ্ব তিন মাস পর্যন্ত ক্যাম্পুরী বা সমাবেশ ব্যাজ পরিধান করতে পারবে।


প্রশ্ন : স্কাউট নয় এমন ব্যক্তিরা কতদিন ক্যাম্পুরী বা সমাবেশ ব্যাজ পরিধান করতে পারবেন?

উত্তর : ক্যাম্পুরী বা সমাবেশ সংশ্লিষ্ট ব্যক্তিগণ শুধুমাত্র অনুষ্ঠান চলাকালীন সময় পর্যন্ত ক্যাম্পুরী বা সমাবেশ ব্যাজ পরিধান করতে পারবেন।


প্রশ্ন : সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড স্কিম এর জন্য কয়টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হবে?

উত্তর : সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড স্কিম এর জন্য সাধারণ শিশু স্বাস্থ্য বিভাগ থেকে ৩টি পারদর্শিতা ব্যাজ এবং সমাজ উন্নয়ন সংক্রান্ত আরাে ৪টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হবে।


প্রশ্ন : সাধারণ শিশু স্বাস্থ পারদর্শিতা ব্যাজগুলি কী কী?

উত্তর : সাধারণ শিশু স্বাস্থ্য পারদর্শিতা ব্যাজগুলাে যথাক্রমে :

  • টিকাদান কর্মী ব্যাজ।
  • পুষ্টি স্যালাইন ব্যাজ।
  • শিশু স্বাস্থ্যকর্মী ব্যাজ।

প্রশ্ন : কোন ব্যাজ অর্জনের পর একজন স্কাউট সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জনের জন্য কাজ করতে পারবে?

উত্তর : একজন স্কাউট স্ট্যান্ডার্ড ব্যাজ অর্জনের পর সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড এর জন্য কাজ করতে পারবে।


0 0 votes
Article Rating
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sahiba yeasmin