স্কাউটিং কি এবং কেন?


প্রশ্ন : স্কাউটিং কী?

উত্তর : স্কাউটিং হচ্ছে যুব সম্প্রদায়ের জন্য একটি শিক্ষামূলক গতিশীল এবং বয়স্ক নেতাদের সহায়তায় পরিচালিত আন্দোলন যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক আন্দোলন।


প্রশ্ন : স্কাউটিং কেন?

উত্তর : যুব সম্প্রদায়কে শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্নিক শিক্ষা দিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগতভাবে সৎ, সুন্দর, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং।


প্রশ্ন : বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের মূলনীতি কী?

উত্তর : বিশ্বব্যাপী স্কাউট আন্দোলন নিম্নেবর্ণিত ৩টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত –

  1. স্রষ্টার প্রতি কর্তব্য পালন (আধ্যাত্নিক দিক),
  2. নিজের প্রতি কর্তব্য পালন (ব্যক্তিগত দিক),
  3. অপরের প্রতি কর্তব্য পালন (সামাজিক দিক)।

প্রশ্ন : স্কাউটিং এর মূলনীতিকে ইংরেজীতে কী ভাবে বলা হয়?

উত্তর : স্কাউটিং এর ৩টি মূলনীতিকে ইংরেজিতে বলা হয় –

  • Duty to God,
  • Duty to Self and
  • Duty to Other.

প্রশ্ন : স্কাউটিং পদ্ধতি কী?

উত্তর : স্কাউটিং পদ্ধতি একটি ধারাবাহিক স্ব-শিক্ষামূলক প্রক্রিয়া, যার উপাদানগুলি হচ্ছে :

  1. প্রতিজ্ঞা ও আইনের চর্চা এবং তার প্রতিফলন।
  2. হাতে কলমে শিক্ষা।
  3. ছােট ছােট দলের সদস্য হিসেবে কাজ করা (যেমন – ষষ্টক/উপদল পদ্ধতি)।
  4. ক্রমােন্নতিশীল ও উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম (ব্যাজ পদ্ধতি)।
  5. বয়স্ক নেতার সহায়তা।
  6. প্রকৃতি পর্যবেক্ষণ।
  7. প্রতীকি কাঠামাে।

প্রশ্ন : স্কাউট প্রােগ্রামের লক্ষ্য কী?

উত্তর : স্কাউট প্রােগ্রামের লক্ষ্য যথাক্রমে :

  1. শেখার জন্য কাজ।
  2. উপার্জনের জন্য শেখা।
  3. বাঁচার জন্য উপার্জন।
  4. সেবা কাজের জন্য বাঁচা।

প্রশ্ন : স্কাউট প্রােগ্রামের উদ্দেশ্য কী?

উত্তর : স্কাউট প্রােগ্রামের উদ্দেশ্য যথাক্রমে :

  • নাগরিকত্ববােধ উন্নয়ন।
  • বুদ্ধিমত্তার উন্নয়ন।
  • শারীরিক উন্নয়ন।
  • আধ্যাত্নিক উন্নয…
  • সৃজনী শক্তির বিকাশ সাধন।
  • নেতৃত্ববােধের বিকাশ সাধন।
  • সমাজ উন্নয়ন।
  • আত্ননির্ভরশীলতা।

প্রশ্ন : স্কাউটিং কবে থেকে শুরু হয়?

উত্তর : ১৯০৭ সাল থেকে স্কাউটিং শুরু হয়।


প্রশ্ন : কোথা থেকে স্কাউটিং শুরু হয়?

উত্তর : লন্ডনের পােল হারবারে অবস্থিত ব্রাউনসী দ্বীপ থেকে স্কাউটিং শুরু হয়।


প্রশ্ন : স্কাউট আন্দোলন কে শুরু করেন?

উত্তর : রবার্ট স্টীফেনশন স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়ের (Robert Stephenson Smyth lord Baden Powell) নামের একজন ব্যক্তি স্কাউট আন্দোলন শুরু করেন।


প্রশ্ন : বাংলাদেশে স্কাউটিং এর কয়টি শাখা আছে?

উত্তর : বাংলাদেশে স্কাউটিং এর তিনটি শাখা আছে।


প্রশ্ন : স্কাউটিং এর শাখাগুলি কী কী?

উত্তর : স্কাউটিং এর শাখাগুলি যথাক্রমে :

  • কাব স্কাউট।
  • স্কাউট ও
  • রােভার স্কাউট।

প্রশ্ন : কাদের কাব স্কাউট বলা হয়?

উত্তর : স্কাউটিং এর প্রাথমিক স্তর ৬ থেকে ১০+ বৎসর বয়সী শিশুদের কাব স্কাউট বলা হয়।


প্রশ্ন : কাদের স্কাউট বলা হয়?

উত্তর : স্কাউটিং এর মাধ্যমিক স্তর ১১ থেকে ১৬+ বৎসর বয়সী কিশাের-কিশােরীদের স্কাউট বলা হয়।


প্রশ্ন : কাদের রােভার স্কাউট বলা হয় ?

উত্তর : স্কাউটিং এর শেষ স্তর ১৭ থেকে ২৫ বৎসর বয়সী যুবক-যুবতীদের রােভার স্কাউট বলা হয়। এরা সাধারণত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।


প্রশ্ন : স্কাউটিং এ এডাল্ট লিডার কাদের বলা হয়?

উত্তর : স্কাউটিং এ অভিজ্ঞ শিক্ষক, নেতৃত্বদানকারী অভিজ্ঞ ব্যক্তিবর্গকে এ্যাডাল্ট লিডার বলা হয়।


প্রশ্ন : স্কাউটসের মূলমন্ত্র বা মটো কী?

উত্তর : স্কাউটসের মূলমন্ত্র বা মটো “সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা”।


প্রশ্ন : ইংরেজীতে স্কাউটসের মূলমন্ত্র বা মটো কেমন হবে?

উত্তর : ইংরেজীতে স্কাউটসের মূলমন্ত্র বা মটো – Do your best to be prepared for service.


প্রশ্ন : রােভার স্কাউটদের মটো কী?

উত্তর : রােভার স্কাউটদের মটো “সেবা” (Service)


প্রশ্ন : ইংরেজীতে স্কাউট (scout) বানানকে কী ভাবে ব্যাখ্যা করা যায়?

উত্তর : ইংরেজীতে স্কাউট (scout) বানানকে নিম্নলিখিত ভাবে ব্যাখ্যা করা যায় –

  • S = smart = চটপটে।
  • C = Clever = চালাক অথবা Careful = যত্নশীল।
  • O = Obedient = বিশ্বস্ত।
  • U = Universal =সার্বজনীন অথবা Unity = একতাবদ্ধ।
  • T = Truthful = সত্যবাদী।


5 1 vote
Article Rating
guest
10 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Reaz Shikder Shwapno

Reaz Shikder Shwapno
Palong Tulasar Gurudas Government High School
Class: 10
Roll : 06
Group : Humanities

Maliha MR

It is so freaking much helpful, thanks .com for bringing such a informative thing, that will help people to gain a lot knowledge about scouting
THANKS….

Majharul islam

It is so freaking much helpful, thanks .com for bringing such a informative thing, that will help people to gain a lot knowledge about scouting
THANKS….

Md Junaidur Rahman Sifat

Thanks for this.
Because it is very helpful for all scouts.

Faiyaz Ahmed

It is so freaking much helpful, thanks .com for bringing such a informative thing, that will help people to gain a lot knowledge about scouting
THANKS….

Md.Awal Miah

খুব ভাল লাগল।

Phone
1878040569
TALUKDER MOHAMMAD TASIN

It’s very helpful.I know many things from these. Thanks for this important things…..

Phone
1835452982
Monzurul Islam

It’s good. But I have a question. It is what is scout log book and my progress book?
I didn’t find here.

Phone
1312052591
Last edited 9 months ago by Monzurul Islam