স্কাউটস পোশাক


প্রশ্ন : কাব স্কাউট (ছেলে) পােশাক কেমন?

উত্তর : বুকের উপর প্লেটযুক্ত ছাই রং এর জামা , দুই পকেটে প্লেটসহ ঢাকনা এবং গ্যালিসযুক্ত নেভীব্র প্যান্ট, সাদা মােজা, কালাে জুতা, স্কাউট বেল্ট, নেভীর টুপি ও লাল স্কার্ফ, নেমপ্লেট, দল পরিচিতি ব্যাজ, ব্রাদারহুড ব্যাজ, জাতীয় পতাকার রেপলিকা, অঞ্চল পরিচিতি ব্যাজ, বাংলাদেশ লেখা ব্যাজ ও দড়ি।


প্রশ্ন : কাব স্কাউট (মেয়ে) পােশাক কেমন?

উত্তর : কাব স্কাউট মেয়েদের পােশাক ছাই রঙের মাঝখানে প্লেটসহ জামা,দুই পকেটে প্লেটসহ ঢাকনা, সেলেজযুক্ত নীল স্কার্ট, বেল্ট, সাদা মােজা, কালাে জুতা, ও লাল স্কার্ফ, নেম প্লেট, দল পরিচিতি ব্যাজ, নেমপ্লেট, ব্রাদারহুড ব্যাজ, জাতীয় পতাকার রেপলিকা, অঞ্চল পরিচিতি ব্যাজ, বাংলাদেশ লেখা ব্যাজ ও দড়ি।


প্রশ্ন : স্কাউট (ছেলে) পােশাক কেমন?

উত্তর : ছাইরঙের দুই পকেটে প্লেটসহ ঢাকনাযুক্ত জামা, নীল প্যান্ট, মােজা, কালাে জুতা, দলীয় স্কার্ফ, বেল্ট, নীল টুপি, নেম প্লেট, দল পরিচিতি ব্যাজ, ব্রাদারহুড ব্যাজ, জাতীয়। পতাকার রেপলিকা, অঞ্চল পরিচিতি ব্যাজ, বাংলাদেশ লেখা ব্যাজ ও দড়ি।


প্রশ্ন : স্কাউট (মেয়ে) পােশাক কেমন?

উত্তর : ছাইরঙের লম্বা কামিজ, নীল ওড়না, নীল পায়জামা, মােজা, কালাে জুতা, নীল টুপি, দলীয় স্কার্প, নেমপ্লেট, দল পরিচিতি ব্যাজ, ব্রাদারহুড ব্যাজ, জাতীয় পতাকার রেপলিকা, অঞ্চল পরিচিতি ব্যাজ, বাংলাদেশ লেখা ব্যাজ ও দড়ি।


প্রশ্ন : রােভার স্কাউট (ছেলে) পােশাক কেমন?

উত্তর : ছাইরঙের দুই পকেটে ঢাকনাযুক্ত পেটসহ কাঁধে সােল্ডার জামা, নীল প্যান্ট, মােজা, কালাে জুতা, বেল্ট, নীল টুপি, দলীয় স্কার্ফ, নেমপ্লেট, দল পরিচিতি ব্যাজ, ব্রাদারহুড ব্যাজ, জাতীয় পতাকার রেপলিকা, অঞ্চল পরিচিতি ব্যাজ,বাংলাদেশ লেখা ব্যাজ ও দড়ি।


প্রশ্ন : রােভার স্কাউট (মেয়ে) পােশাক কেমন?

উত্তর : ছাইরঙের কামিজ, নীল ওড়না, নীল পায়জামা, মােজা, কালাে জুতা, নীল টুপি, দলীয় স্কার্ফ, নেমপ্লেট, দল পরিচিতি ব্যাজ, ব্রাদারহুড ব্যাজ, জাতীয়পতাকার রেপলিকা, অঞ্চল পরিচিতি ব্যাজ, বাংলাদেশ লেখা ব্যাজ ও দড়ি।


প্রশ্ন : ইউনিট লিডার (পুরুষ) পােশাক কেমন?

উত্তর : ছাইরঙের দুই পকেট ঢাকনাযুক্ত প্লেটসহ জামা, নীল প্যান্ট, মােজা, কালাে জুতা, বেল্ট, নীল টুপি এবং নির্ধারিত স্কার্ফ, নেমপ্লেট, ব্রাদারহুড ব্যাজ, জাতীয় পতাকার রেপলিকা, অঞ্চল পরিচিতি ব্যাজ, ও বাংলাদেশ লেখা ব্যাজ।


প্রশ্ন : ইউনিট লিডার (মহিলা) পােশাক কেমন?

উত্তর : ছাইরঙের শাড়ী, নীল ব্লাউজ, মােজা, কালাে জুতা, নির্ধারিত স্কার্ফ, নেমপ্লেট, ব্রাদারহুড ব্যাজ, জাতীয় পতাকার রেপলিকা, অঞ্চল পরিচিতি ব্যাজ ও বাংলাদেশ লেখা ব্যাজ।


প্রশ্ন : স্কাউটদের স্কার্ফ কী?

উত্তর : স্কার্ফ স্কাউটদের নিজস্ব পােশাকের একটি অংশ। যা কাপড়ের তৈরী এবং পরিচিতি বহন করে।


প্রশ্ন : একটি পূর্ণাঙ্গ স্কার্ফের মাপ কত?

উত্তর : একটি পূর্ণাঙ্গ স্কার্ফের মাপ ভূমি ৫৪ ইঞ্চি এবং দুই পাশের প্রতি পাশ ৩৮ ইঞ্চি।


প্রশ্ন : একটি স্কার্ফের কী কী থাকে?

উত্তর : একটি স্কার্ফে ১টি বেস বা ভূমি, ২টি প্রান্ত ও ১টি শীর্ষ থাকে।


প্রশ্ন : একটি স্কার্ফ দ্বারা কি কি উপকার পাওয়া যায়?

উত্তর : একটি স্কার্ফ দ্বারা নিম্নলিখিত উপকারগুলাে পাওয়া যায় –

  • ব্যান্ডেজের কাজ করে।
  • রােদে টুপির বিকল্প হিসেবে কাজ করে।
  • বিপদে সংকেত প্রদানের ফ্লাগ হিসেবে কাজ করে।
  • কয়েকটি জোড়া দিয়ে দড়ির বিকল্প হিসেবে কাজ করে।

প্রশ্ন : স্কাউটদের ওয়াগল কী?

উত্তর : স্কাউটদের ওয়াগল হলাে স্কার্ফকে পরিপাটি ভাবে ধরে রাখার জন্য একটি বন্ধনী এবং পরিচিতি বহনের চিহ্ন।


প্রশ্ন : স্যাশ কাকে বলে?

উত্তর : ১২ সে.মি. চওড়া ছাই রঙের নীল বর্ডার বিশিষ্ট একটি লম্বা কাপড়ের টুকরা।


প্রশ্ন : স্যাশ কি কাজে লাগে?

উত্তর : কাব/স্কাউটদের অর্জিত পারদর্শিতা ব্যাজ পরিধানের জন্য স্যাশ ব্যবহার করা হয়।


প্রশ্ন : স্যাশ কিভাবে পরিধান করতে হয়?

উত্তর : পােশাকের শার্টের ডান কাধে ঝুলিয়ে দেহের উভয় পাশে ঘুরিয়ে কোমরের বাম পাশে যুক্ত করা হয়।


প্রশ্ন : কয়টি পারদর্শিতা ব্যাজেরর জন্য স্যাশ ব্যবহার করা হয়?

উত্তর : ১০টির অধিক পারদর্শিতা ব্যাজের জন্য স্যাশ ব্যবহার করা হয়।