ব্যাডেন পাওয়েল


প্রশ্ন: বি. পি কে?
উত্তর: স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল বা বি, পি।

প্রশ্ন: বি. পি’র পূর্ণ নাম কী?
উত্তর: রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল।

প্রশ্ন: বি. পি কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি বি. পি জন্মগ্রহণ করেন।

প্রশ্ন: বি. পি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বি. পি লন্ডনের হাইড পার্কে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন: বি. পি’র বাবার নাম কী?
উত্তর: বি. পি’র বাবার নাম প্রফেসর রেভারেন্ড এইচ জি ব্যাডেন পাওয়েল।

প্রশ্ন: বি. পি’র মায়ের নাম কী?
উত্তর: বি. পি’র মায়ের নাম হেনরিয়েটা গ্রেসা।

প্রশ্ন: বি. পি’র ভাই ও বোনের সংখ্যা কত?
উত্তর: বি. পি’রা ছিলেন সাত ভাই ও বোন।

প্রশ্ন: বি. পি’র স্ত্রীর নাম কী?
উত্তর: বি. পি’র স্ত্রীর নাম ওলাভ সোয়েমস।

প্রশ্ন: বি. পি’র সন্তান সংখ্যা কত?
উত্তর: বি. পি’র তিনটি সন্তান। এক ছেলে ও দুই মেয়ে।

প্রশ্ন: বি. পি’র ছেলে-মেয়েদের নাম কী?
উত্তর: বি. পি’র ছেলের নাম পিটার এবং মেয়েদের নাম হিতার ও বেটি।

প্রশ্ন: কত সালে বি. পি প্রধান স্কাউট হিসেবে ভারতে আসেন?
উত্তর: ১৯২১ সালে বিশ্বের প্রধান স্কাউট হিসেবে ভারতে আসেন।

প্রশ্ন: বি. পি কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৪১ সালের ৮ জানুয়ারি বি. পি মৃত্যুবরণ করেন।

প্রশ্ন: বি. পি কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: কেনিয়ার নাইরোবিতে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন: বি. পি কখন মেয়েদের জন্য গার্ল গাইড প্রবর্তন করেন?
উত্তর: ১৯১০ সালে গার্ল গাইড প্রবর্তন করেন।

প্রশ্ন: কত সালে রোভারিং প্রবর্তন করেন?
উত্তর: ১৯১৮ সালে রোভারিং প্রবর্তন করেন।

প্রশ্ন: প্রতিবন্ধীদের জন্য কত সালে স্কাউটিং প্রবর্তিত হয়?
উত্তর: ১৯২৬ সালে প্রতিবন্ধীদের জন্য স্কাউটিং প্রবর্তন করেন।

প্রশ্ন: কত সালে গ্রুপ স্কাউট পদ্ধতি প্রবর্তিত হয়?
উত্তর: ১৯২৭ সালে গ্রুপ স্কাউট পদ্ধতি প্রবর্তিত হয়।

প্রশ্ন: বি. পি কত সালে এবং কতদিন ম্যাফেকিং যুদ্ধে অবরুদ্ধ ছিলেন?
উত্তর: বি. পি ১৮৯৯-১৯০০ সালের ২১৭ দিন ম্যাফেকিং যুদ্ধে অবরুদ্ধ ছিলেন।


ব্যাডেন পাওয়েল – সমাপ্ত