প্রশ্ন: বিশ্ব স্কাউটস সংস্থা কী?
উত্তর: স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূলনীতি ও পদ্ধতিতে পরিচালিত শিশু, কিশোর ও যুবদের জন্য একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন এর বিশ্বব্যাপী নিয়ন্ত্রণকারী সংস্থা।
প্রশ্ন: বিশ্ব স্কাউট সংস্থা কীভাবে গঠিত হয়?
উত্তর: স্কাউট আন্দোলনের সদস্যভুক্ত দেশ সমূহের নির্বাচিত সদস্যদের নিয়ে বিশ্ব স্কাউট সংস্থা গঠিত হয়।
প্রশ্ন: বিশ্ব স্কাউট সংস্থা কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: ১৯২০ সালে বিশ্ব স্কাউট সংস্থা প্রতিষ্ঠা লাভ করে।
প্রশ্ন: বিশ্ব স্কাউট সংস্থার সদস্য দেশের সংখ্যা কত?
উত্তর: বিশ্ব স্কাউট সংস্থার সদস্য দেশের সংখ্যা ১৬১টি।
প্রশ্ন: বিশ্ব স্কাউট সংস্থার সাংগাঠনিক কাঠামো কী?
উত্তর: বিশ্ব স্কাউট সংস্থার সাংগাঠনিক কাঠামো যথাক্রমে: ১. ওয়াল্ড স্কাউট কনফারেন্স
২. ওয়ার্ল্ড স্কাউট কমিটি
৩. ওয়ার্ল্ড স্কাউট ব্যুরো
প্রশ্ন: ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স কী?
উত্তর: স্কাউট আন্দোলনের সদস্যভুক্ত দেশ সমূহের জাতীয় স্কাউট সংগঠনের নির্বাচিত ৬ জন সদস্যের সমন্বয়ে গঠিত কনফারেন্সকে ওয়াল্ড স্কাউট কনফারেন্স বলে।
প্রশ্ন: ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স এর কাজ কী?
উত্তর: ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স এর কাজ হলো বিশ্ব স্কাউট সংস্থার নীতি নির্ধারণ এবং প্রোগ্রাম প্রণয়ণ করা।
প্রশ্ন: ওয়ার্ল্ড স্কাউট কমিটি কী?
উত্তর: ওয়ার্ল্ড স্কাউট কমিটি বিশ্ব স্কাউট সংস্থার নির্বাহী অঙ্গ। ওয়াল্ড স্কাউট কনফারেন্সের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য গঠিত কমিটিকে ওয়াল্ড স্কাউট কমিটি বলে।
প্রশ্ন: ওয়ার্ল্ড স্কাউট কমিটির সদস্য সংখ্যা কত?
উত্তর: ওয়ার্ল্ড স্কাউট কমিটির সদস্য সংখ্যা মোট ১৪ জন। একজন সেক্রেটারি, একজন ট্রেজারার এবং ১২ জন সদস্য নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হয়।
প্রশ্ন: ওয়ার্ল্ড স্কাউট কমিটির মেয়াদ কত?
উত্তর: ওয়ার্ল্ড স্কাউট কমিটির মেয়াদ ৬ বছর। প্রতি ত্রৈমাসিক অধিবেশনে ৬ জন সদস্য অবসর গ্রহণ করেন এবং পুনঃনির্বাচনের মাধ্যমে শূন্য পদে সদস্য নিয়োগ করা হয়।
প্রশ্ন: ওয়ার্ল্ড স্কাউট ব্যুরো কী?
উত্তর: ওয়ার্ল্ড স্কাউট ব্যুরো হচ্ছে বিশ্ব স্কাউট সংস্থার সচিবালয় যা বিশ্ব স্কাউট কমিটি এবং বিশ্ব স্কাউট কনফারেন্সের নির্বাহী বাহু স্বরূপ।
প্রশ্ন: ওয়ার্ল্ড স্কাউট ব্যুরোর প্রধান সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: ওয়ার্ল্ড স্কাউট ব্যুরোর প্রধান সদর দফতর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত।
প্রশ্ন: বর্তমান ওয়ার্ল্ড স্কাউট সাপোর্ট সেন্টার কোন দেশে অবস্থিত?
উত্তর: বর্তমান ওয়ার্ল্ড স্কাউট সাপোর্ট সেন্টার সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
প্রশ্ন: ওয়ার্ল্ড স্কাউট ব্যুরোর প্রধান প্রশাসনিক অফিসার কে?
উত্তর: বিশ্ব স্কাউট সংস্থার সেক্রেটারি জেনারেলই ওয়াল্ড স্কাউট ব্যুরোর প্রধান প্রশাসনিক অফিসার।
প্রশ্ন: বিশ্ব স্কাউট সংস্থার বর্তমান সেক্রেটারি জেনারেল এর নাম কী?
উত্তর: বিশ্ব স্কাউট সংস্থার বর্তমান সেক্রেটারি জেনারেল এর নাম জনাব আহম্মেদ আল হেন ডাই।
প্রশ্ন: বিশ্ব স্কাউট সংস্থার বর্তমান চেয়ারম্যান এর নাম কী?
উত্তর: বিশ্ব স্কাউট সংস্থার বর্তমান চেয়ারম্যান এর নাম মিঃ জোয়াও আরমাঙ্গো গলক্যানভেস।
প্রশ্ন: বিশ্ব স্কাউট সংস্থাকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?
উত্তর: বিশ্ব স্কাউট সংস্থাকে ৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে।
প্রশ্ন: বিশ্ব স্কাউট সংস্থার অঞ্চলগুলোর নাম কী?
উত্তর: বিশ্ব স্কাউট সংস্থার অঞ্চলগুলো যথাক্রমে: ১. আফ্রিকা অঞ্চল
২. আরব অঞ্চল
৩. ইউরোপ অঞ্চল
৪. এশিয়া প্যাসিফিক অঞ্চল
৫. আমেরিকা অঞ্চল
৬. ইউরেশিয়া অঞ্চল
প্রশ্ন: বাংলাদেশ কোন স্কাউট অঞ্চলের সদস্য দেশ?
উত্তর: বাংলাদেশ এশিয়া প্যাসিফিক স্কাউট অঞ্চলের সদস্য দেশ।
প্রশ্ন: এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: ফিলিপাইনের মাকাতি শহরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদর দফতর অবস্থিত।
প্রশ্ন: এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল ডাইরেক্টরের নাম কী?
উত্তর: মিঃ জোস রিজাল পালগিলিয়ান।
প্রশ্ন: এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদর দফতরে একজন বাঙালী স্কাউট লিডার সার্বক্ষণিক কাজ করেছেন তার নাম কী?
উত্তর: জনাব মোঃ গোলাম সাত্তার।
প্রশ্ন: বাংলাদেশের দুজন ব্যক্তি এশিয়া প্যাসিফিক অঞ্চলের সভাপতির দায়িত্ব পালন করেছেন, তাদের নাম কী?
উত্তর: জনাব মোহাম্মদ আবু হেনা এবং জনাব মনযূর-উল করীম।
প্রশ্ন: বিশ্ব স্কাউট সংস্থার সর্বোচ্চ অ্যাওয়ার্ডের নাম কী?
উত্তর: বিশ্ব স্কাউট সংস্থার সর্বোচ্চ অ্যাওয়ার্ডের নাম ব্রোঞ্জ উলফ।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের যে সকল স্কাউট ব্যক্তিত্ব বিশ্ব স্কাউট সংস্থার অ্যাওয়ার্ড অর্জন করেছেন তাদের নাম কী?
উত্তর: জনাব মনযূর-উল করীম, জনাব মোহাম্মদ আবু হেনা, জনাব মোঃ সাইফুল ইসলাম খান, জনাব মোঃ হাবিবুল আলম বীর প্রতীক।
প্রশ্ন: এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: দক্ষিণ কোরিয়ায়।
প্রশ্ন: বিশ্ব স্কাউট সংস্থার অঞ্চলসমূহের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: বিশ্ব স্কাউট সংস্থার অঞ্চলসমূহের সদর দফতর এবং দেশগুলি:
অঞ্চলসমূহের | দেশ | সদর দফতর |
১. এশিয়া প্যাসিফিক অঞ্চল | ফিলিপাইন | মাকাতি |
২. ইউরোপ অঞ্চল | সুইজারল্যান্ড | জেনেভা |
৩. ইউরেশিয়া অঞ্চল | ইউক্রেন | ইয়ালটা |
৪. আফ্রিকা অঞ্চল | কেনিয়া | নাইরোবি |
৫. আরব অঞ্চল | মিশর | কায়রো |
৬. ইন্টার আমেরিকা অঞ্চল | সান্টিয়াগো | চিলি |
প্রশ্ন: এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য দেশের সংখ্যা কত?
উত্তর: এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য দেশের সংখ্যা প্রধান ২৬টি এবং সহযোগী ১২টি, মোট ৩৮টি।
প্রশ্ন: এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য দেশগুলো কী কী?
উত্তর: এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য দেশগুলো হলো:
- প্রধান সদস্য দেশ: বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ব্রুনেই, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ফিজি, ভুটান, কম্পোডিয়া, মায়ানমার, জাপান, নিউজিল্যান্ড, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, সিংগাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড, মালদ্বীপ, কিরিবাতি, মংগোলিয়া, ম্যাকাও।
- সহযোগী সদস্য দেশ: ফ্রেন্স পলিনেশিয়া, আফগানিস্তান, ইস্ট তাইমোর, চায়না, ইরান, নাইরো, সামোয়া, স্যালমন দীপপুঞ্জ, টোংগা, টুভালু, ভানুয়াতু, ভিয়েতনাম।
প্রশ্ন: এশিয়া প্যাসিফিক রিজিয়ন প্রথমে কী নামে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: এশিয়া প্যাসিফিক রিজিয়ন প্রথমে ফারইস্ট রিজিয়ন নামে প্রতিষ্ঠা লাভ করে।
প্রশ্ন: এশিয়া প্যাসিফিক রিজিয়ন কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: এশিয়া প্যাসিফিক রিজিয়ন ১৯৫৬ সালে ১০টি সদস্য দেশ নিয়ে প্রতিষ্ঠা লাভ করে।
প্রশ্ন: ২২তম বিশ্ব স্কাউট জাম্বুরী কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: সুইডেন।
প্রশ্ন: ২৩তম বিশ্ব স্কাউট জাম্বুরী কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: জাপানে।
প্রশ্ন: ২৩তম বিশ্ব স্কাউট জাম্বুরী কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৩তম বিশ্ব স্কাউট জাম্বুরী ২০১৫ সালে অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: ২৩তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে বাংলাদেশ থেকে কতজন সদস্য অংশগ্রহণ করে?
উত্তর: ২৩তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে বাংলাদেশ থেকে ৪৩৬ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করে।
প্রশ্ন: কত বছর পর পর বিশ্ব স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়?
উত্তর: ৪ বছর পর পর বিশ্ব স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: ২৪তম বিশ্ব স্কাউট জাম্বুরী কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২৪তম বিশ্ব স্কাউট জাম্বুরী তিনটি দেশের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। দেশগুলো হলো আমেরিকা, ক্যানাডা, এবং মেক্সিকো।
প্রশ্ন: ২৪তম বিশ্ব স্কাউট জাম্বুরী কত সালে অনুষ্ঠিত হবে?
উত্তর: ২৪তম বিশ্ব স্কাউট জাম্বুরী ২০১৯ সালে অনুষ্ঠিত হবে।
Leave a Reply