প্রশ্ন: কবে থেকে বাংলাদেশে স্কাউটিং চালু হয় বা শুরু হয়?
উত্তর: ১৯৭২ সালের ৯ এপ্রিল থেকে বাংলাদেশে স্কাউটিং চালু বা শুরু হয়।
প্রশ্ন: বাংলাদেশ কত সালে বিশ্ব স্কাউট সংস্থার স্বীকৃতি লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালের ১ জুন বিশ্ব স্কাউট সংস্থা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটস প্রথমে বিশ্ব স্কাউট সংস্থা থেকে কী নামে স্বীকৃতি লাভ করে?
উত্তর: বাংলাদেশ স্কাউট প্রথমে বিশ্ব স্কাউট সংস্থা থেকে “বাংলাদেশ বয় স্কাউট সমিতি” নামে স্বীকৃতি লাভ করে।
প্রশ্ন: বাংলাদেশ বয় স্কাউট সমিতির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ছিল?
উত্তর: বাংলাদেশ বয় স্কাউট সমিতির প্রধান কার্যালয় ছিল ৬৭/ক পুরানা পল্টন, ঢাকা। এই ঠিকানায় যা বর্তমানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পূর্ব কোণে অবস্থিত।
প্রশ্ন: কত সালে “বাংলাদেশ বয় স্কাউট সমিতি” এর নাম পরিবর্তন করে “বাংলাদেশ স্কাউটস” করা হয়?
উত্তর: ১৯৭৮ সালের ১৮ জুন “বাংলাদেশ বয় স্কাউট সমিতি” এর নাম পরিবর্তন করে “বাংলাদেশ স্কাউটস” রাখা হয়।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটস বিশ্ব স্কাউট সংস্থার কত তম সদস্য?
উত্তর: বাংলাদেশ স্কাউটস বিশ্ব স্কাউট সংস্থার ১০৫তম সদস্য।
প্রশ্ন: বিশ্ব স্কাউটস-এ বাংলাদেশের বর্তমান স্থান কত (সংখ্যাগত দিক)?
উত্তর: বিশ্ব স্কাউটস-এ বাংলাদেশের বর্তমান অবস্থান পঞ্চম (সদস্য সংখ্যার দিক থেকে)।
প্রশ্ন: কত সালে বাংলাদেশে মেয়েদের জন্য গার্ল-ইন-স্কাউটিং শুরু হয়?
উত্তর: ১৯৯৪ সালে বাংলাদেশে মেয়েদের জন্য গার্ল-ইন-স্কাউটিং শুরু হয়।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের সাংগঠনিক কাঠামো কেমন?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের সাংগঠনিক কাঠামো নিম্নরূপ:
- বাংলাদেশ স্কাউটস-জাতীয় কাউন্সিল-জাতীয় নির্বাহী কমিটি-জাতীয় সদর দফতর
- আঞ্চলিক স্কাউটস-আঞ্চলিক কাউন্সিল-আঞ্চলিক নির্বাহী কমিটি-আঞ্চলিক কার্যালয়
- জেলা স্কাউটস-জেলা কাউন্সিল-জেলা নির্বাহী কমিটি-জেলা স্কাউটস কার্যালয়
- উপজেলা স্কাউটস-উপজেলা কাউন্সিল-উপজেলা নির্বাহী কমিটি-উপজেলা স্কাউটস কার্যালয়
- স্কাউট গ্রুপ-গ্রুপ স্কাউটস কাউন্সিল-গ্রুপ স্কাউটস কমিটি-গ্রুপ স্কাউটারস কাউন্সিল
- কাব স্কাউট/স্কাউট/রোভার স্কাউট ইউনিট—ইউনিট লিডার, সহকারী ইউনিট লিডার-উপদল নেতা পরিষদ, উপদল পরিষদ, উপদল নেতা, সহকারী উপদল নেতা, সদস্য।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের বর্তমান জাতীয় সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: ৬০, আনজুমান মফিদুল ইসলাম রোড, কাকরাইল, ঢাকায় অবস্থিত।
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশ স্কাউটসের কয়টি বিভাগ কাজ করছে?
উত্তর: বর্তমানে বাংলাদেশ স্কাউটসের মোট ২২টি বিভাগ কাজ করছে।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের বিভাগগুলি কী কী?
উত্তর: বর্তমানে বাংলাদেশ স্কাউটসের বিভাগগুলি যথাক্রমে:
- সংগঠন
- প্রোগ্রাম
- প্রশিক্ষণ
- সমাজ উন্নয়ন
- আন্তর্জাতিক
- গবেষণা ও মূল্যায়ন
- জনসংযোগ ও মার্কেটিং
- বিধি
- গার্ল ইন স্কাউটিং
- অ্যাডাল্ট রিসোর্স
- এক্সটেনশন স্কাউটিং
- ফাউন্ডেশন
- আইসিটি
- প্রকল্প
- ভূ-সম্পত্তি
- অডিট ও আর্থিক ব্যবস্থাপনা
- স্পেশাল ইভেন্ট
- মেম্বারশিপ গ্রোথ
- মেম্বারশিপ রেজিস্ট্রেশন
- প্রকাশনা
- স্বাস্থ্য
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?
উত্তর: বাংলাদেশ স্কাউটসকে ১৩টি অঞ্চলে ভাগ করা হয়েছে।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের অঞ্চলগুলোর নাম কি?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের অঞ্চলগুলো যথাক্রমে:
১। ঢাকা অঞ্চল
২। চট্টগ্রাম অঞ্চল
৩। রাজশাহী অঞ্চল
৪। খুলনা অঞ্চল
৫। বরিশাল অঞ্চল
৬। সিলেট অঞ্চল
৭। কুমিল্লা অঞ্চল
৮। দিনাজপুর অঞ্চল
৯। ময়মনসিংহ অঞ্চল
১০। রোভার অঞ্চল
১১। রেলওয়ে অঞ্চল
১২। এয়ার অঞ্চল
১৩ নৌ অঞ্চল
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসকে কয়টি জেলায় ভাগ করা হয়েছে?
উত্তর: বাংলাদেশ স্কাউটসকে ১৫৩টি জেলায় ভাগ করা হয়েছে (রোভার, রেলওয়ে, নৌ, এয়ার, মেট্রোপলিটনসহ)।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসকে কয়টি উপজেলায় ভাগ করা হয়েছে?
উত্তর: বাংলাদেশ স্কাউটসকে ৪৮৩টি উপজেলায় ভাগ করা হয়েছে।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর জেলার মৌচাকে বাংলাদেশ স্কাউটসের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় বৃহত্তম প্রশিক্ষণ কেন্দ্র কোনটি?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় বৃহত্তম প্রশিক্ষণ কেন্দ্র পুলেরহাট, যশোর।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের কতটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের ১০টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো কী কী?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো যথাক্রমে:
ঢাকা অঞ্চল | ময়মনসিংহ | মুক্তাগাছা |
খুলনা অঞ্চল | যশোর | পুলেরহাট |
কুমিল্লা অঞ্চল | কুমিলা | লালমাই |
রাজশাহী অঞ্চল | রাজশাহী | নওদাপাড়া |
বরিশাল অঞ্চল | বগুড়া | নওদাপাড়া |
সিলেট অঞ্চল | বরিশাল | রুপাতলী |
চট্টগ্রাম অঞ্চল | সিলেট | লক্ষনাবন্দ |
দিনাজপুর অঞ্চল | পটিয়া | দৌলতপুর |
ময়মনসিংহ অঞ্চল | ১০ মাইল | ১০ মাইল |
রোভার অঞ্চল | গাজীপুর | বাহাদুরপুর |
প্রশ্ন: বাংলাদেশের চীফ স্কাউট কে হবেন?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট বাংলাদেশের চীফ স্কাউট।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের সভাপতি কে হবেন?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের সভাপতি হবেন জাতীয় কাউন্সিলরদের মাধ্যমে নির্বাচিত একজন স্কাউট ব্যক্তিত্ব।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার কে হবেন?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হবেন জাতীয় কাউন্সিলরদের মাধ্যমে নির্বাচিত একজন স্কাউট ব্যক্তিত্ব।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার কতজন?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ১৫ জন।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার কতজন?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার ৩০ জন।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক কে হবেন?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক হবেন সার্বক্ষণিক কর্মকর্তাদের মধ্যে জৈষ্ঠ্য একজন কর্মকর্তা।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসে কতজন প্রধান জাতীয় কমিশনারের দায়িত্ব পালন করেছেন?
উত্তর: বাংলাদেশ স্কাউটসে এ যাবত ছয়জন প্রধান জাতীয় কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসে দায়িত্ব পালনকারী প্রধান জাতীয় কমিশনারবৃন্দের নাম কি?
উত্তর: বাংলাদেশ স্কাউটসে দায়িত্ব পালনকারী প্রধান জাতীয় কমিশনারবৃন্দ হলেন:
- জনাব পি.এ নাজির
- জনাব নুরুল ইসলাম শামস
- জনাব মনযুর উল করীম
- মুহঃ ফজলুর রহমান
- জনাব মোঃ আবুল কালাম আজাদ
- ড. মোঃ মোজাম্মেল হক খান
প্রশ্ন: সর্বশেষ বাংলাদেশ স্কাউটসের কোন ব্যক্তিত্ব ব্রোঞ্জ উলফ পদক লাভ করেন?
উত্তর: জনাব মোঃ হাবিবুল আলম বীর প্রতীক।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ডের নাম কি?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র”।
প্রশ্ন: বাংলাদেশে কতটি এপিআর জাম্বুরী অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: বাংলাদেশে ২টি এপিআর জাম্বুরী হয়েছে (১৯৯৪ সাল পর্যন্ত)।
প্রশ্ন: বাংলাদেশে কতটি জাতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: বাংলাদেশে ৯টি জাতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়েছে (২০১৪ সাল পর্যন্ত)।
প্রশ্ন: বাংলাদেশে কতটি জাতীয় কাব কাম্পুরী অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: বাংলাদেশে ৮টি জাতীয় কাব কাম্পুরী অনুষ্ঠিত হয়েছে (২০১৬ সাল পর্যন্ত)।
প্রশ্ন: বাংলাদেশে কতটি জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: বাংলাদেশে ১০টি জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্ন: বাংলাদেশে কয়টি কমডেকা অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: বাংলাদেশে ৫টি কমডেকা অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্ন: বাংলাদেশে কয়টি ইন্টারন্যাশনাল কমডেকা অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: বাংলাদেশে ১টি ইন্টারন্যাশনাল কমডেকা অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্ন: বাংলাদেশে কয়টি জাম্বুরী অন দ্যা ট্রেন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: বাংলাদেশে ১টি জাম্বুরী অন দ্যা ট্রেন অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের একমাত্র মাসিক পত্রিকা বা মুখপত্রের নাম কি?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের একমাত্র মাসিক পত্রিকা বা মুখপত্রের নাম ‘অগ্রদত’।
প্রশ্ন: কত সালে বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ ম্যানুয়াল প্রকাশিত হয়?
উত্তর: ১৯৮১ সালে বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ ম্যানুয়াল প্রকাশিত হয়।
প্রশ্ন: কত সালে বাংলাদেশ স্কাউটসের ট্রেনার্স হ্যান্ড বুক প্রকাশিত হয়?
উত্তর: ২০০৩ সালে বাংলাদেশ স্কাউটসের ট্রেনার্স হ্যান্ড বুক প্রকাশিত হয়।
প্রশ্ন: স্কাউট আন্দোলনের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয় কোন সালে?
উত্তর: স্কাউট আন্দোলনের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয় ২০০৭ সালে।
প্রশ্ন: স্কাউট আন্দোলনের শতবর্ষ উদযাপন কর্মসূচিতে শতবর্ষ সূর্যোদয় উদযাপিত হয় কোন তারিখে?
উত্তর: স্কাউট আন্দোলনের শতবর্ষ উদযাপন কর্মসূচিতে শতবর্ষ সূর্যোদয় উদযাপিত হয় ২০০৭ সালের ১ আগস্ট তারিখে।
প্রশ্ন: বাংলাদেশের সকল উপজেলার একযোগে প্রথম স্বাস্থ্য ক্যাম্পের আওতায় পিএল কোর্স কোন তারিখে অনুষ্ঠিত হয়?
উত্তর: বাংলাদেশের সকল উপজেলার একযোগে প্রথম স্বাস্থ্য ক্যাম্পের আওতায় পিএল কোর্স অনুষ্ঠিত হয় ২০০৯ সালের মার্চ মাসে।
প্রশ্ন: বাংলাদেশের সকল উপজেলার একযোগে প্রথম বিদ্যুৎ ক্যাম্পের আওতায় পিএল কোর্স কখন অনুষ্ঠিত হয়?
উত্তর: বাংলাদেশের সকল উপজেলার একযোগে প্রথম বিদ্যুৎ ক্যাম্পের আওতায় পিএল কোর্স অনুষ্ঠিত হয় ১৮ থেকে ২১ ডিসেম্বর ২০১১ তারিখে।
প্রশ্ন: ২০১২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রোগ্রামের নাম কি?
উত্তর: ২০১২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রোগ্রামের নাম এশিয়া প্যাসেফিক রিজিওনাল স্কাউট কনফারেন্স।
Leave a Reply