প্রশ্ন: বিশ্বের প্রধান স্কাউটের নাম কী?
উত্তর: বিশ্বের প্রধান স্কাউটের নাম ব্যাডেন পাওয়েল।
প্রশ্ন: প্রথম কতজন সদস্য নিয়ে স্কাউটিং শুরু হয়?
উত্তর: মাত্র ২০ জন সদস্য নিয়ে স্কাউটিং শুরু হয়।
প্রশ্ন: প্রথম ক্যাম্প কতদিন স্থায়ী হয়েছিল?
উত্তর: প্রথম ক্যাম্প ১৯০৭ সালের ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিন স্থায়ী হয়েছিল।
প্রশ্ন: বিশ্বের প্রথম ক্যাম্প কী কী উপদলে ভাগ করা হয়েছিল?
উত্তর: বিশ্বের প্রথম ক্যাম্প চখা, দাঁড়কাক, হরিণ, নেকড়ে এই চারটি উপদলে ভাগ করা হয়েছিল।
প্রশ্ন: বিশ্বের প্রথম ও প্রধান স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের নাম কী?
উত্তর: বিশ্বের প্রথম ও প্রধান স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ইংল্যান্ডের গিলওয়েল পার্ক।
প্রশ্ন: বিশ্বের প্রথম স্কাউট সংগ্রহের কাজে বি. পি-কে কারা সাহায্য করেন?
উত্তর: বিশ্বের প্রথম স্কাউট সংগ্রহের কাজে বি. পি-কে সাহায্য করেন এইচ রবসন ও জি. ডব্লিউ গ্রীন নামক দুইজন ব্যক্তি।
প্রশ্ন: প্রথম পরীক্ষামূলক ক্যাম্প পরিচালনা কাজে বি. পি-কে কারা সাহায্য করেন?
উত্তর: পরীক্ষামূলক ক্যাম্প পরিচালনা কাজে বি. পি-কে পি, ডব্লিউ এভারেস্ট ও মেজর কেনথ ম্যাকলায়েন সাহায্য করেন।
প্রশ্ন: কত সালে এবং কোথায় প্রথম স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯২০ সালের ইংল্যান্ডের অলিম্পিয়াতে প্রথম স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: কত সালে এবং কোথায় সর্বভারতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩৭ সালে নয়াদিল্লিতে সর্বভারতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: কাদের প্রচেষ্টায় ইস্ট বেঙ্গল বয় স্কাউট অ্যাসোসিয়েশন গড়ে ওঠে?
উত্তর: জনাব সলিমুল্লাহ ফাহমী, এ, এফ, এম, আব্দুল হক ফরিদী, এইচ, জি, এম, বিভার, ওয়াকিল আহমেদ আব্বাসী, মিঃ ভি, সি, প্রিন্সসহ স্কাউট নেতৃবৃন্দের প্রচেষ্টায় গড়ে ওঠে।
প্রশ্ন: বিদেশের কোন সমাবেশে প্রথম একজন বাঙালি স্কাউট যোগদান করেন?
উত্তর: ১৯৪৯ সালে নরওয়েতে অনুষ্ঠিত ৪র্থ রোভার মুটে প্রথম একজন বাঙালি স্কাউট যোগদান করেন।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম চীফ স্কাউট কে?
উত্তর: বাংলাদেশের প্রথম চীফ স্কাউট শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের প্রথম সভাপতি কে?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের প্রথম সভাপতি জনাব তাজউদ্দিন আহমেদ।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় কমিশনার কে?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় কমিশনার জনাব পি. এ. নাজির।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের প্রথম রাষ্ট্রপতি রোভার স্কাউট কে?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের প্রথম রাষ্ট্রপতি রোভার স্কাউট জনাব মোঃ আবুল কালাম আজাদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম কোন ব্যক্তি বিশ্ব স্কাউট কমিটির সদস্য মনোনীত হন?
উত্তর: বাংলাদেশের জনাব মোঃ হাবিবুল আলম বীর প্রতীক প্রথম বিশ্ব স্কাউট কমিটির সদস্য মনোনীত হন।
প্রশ্ন: বিপির লেখা “স্কাউটিং ফর বয়েজ” বইটি কে প্রথম বাংলায় অনুবাদ করেন?
উত্তর: মরহুম এম. ওয়াজেদ আলী বিপির লেখা “স্কাউটিং ফর বয়েজ” বইটি প্রথম বাংলায় অনুবাদ করেন।
প্রশ্ন: বাংলায় অনুবাদকৃত “স্কাউটিং ফর বয়েজ” বইটির কী নামকরণ করা হয়?
উত্তর: “স্কাউটিং ফর বয়েজ” বইটির বাংলায় নামকরণ করা হয় “বালকদের স্কাউট শিক্ষা”।
প্রশ্ন: বিপির লেখা “উলফ কাব হ্যান্ডবুক” বইটি কে প্রথম বাংলায় অনুবাদ করেন?
উত্তর: জনাব তরিকুল আলম বিপির লেখা “উলফ কাব হ্যান্ডবুক” বইটি প্রথম বাংলায় অনুবাদ করেন।
প্রশ্ন: বাংলায় অনুবাদকৃত “উলফ কাব হ্যান্ডবুক” বইটির কী নামকরণ করা হয়?
উত্তর: “উলফ কাব হ্যান্ডবুক” বইটির বাংলায় নামকরণ করা হয় “কাব স্কাউট শিক্ষা”।
প্রশ্ন: বিপির লেখা স্কাউটদের জন্য স্তরভিত্তিক বইগুলির নাম কী?
উত্তর: বিপির লেখা স্কাউটদের জন্য স্তরভিত্তিক বইগুলির নাম “টেন্ডারফুট”, “সেকেন্ড ক্লাস”, “ফার্স্ট ক্লাস” ইত্যাদি।
প্রশ্ন: স্কাউটদের জন্য বিপির লেখা স্তরভিত্তিক বাংলা অনুবাদকৃত বইগুলির নাম কী?
উত্তর: স্কাউটদের জন্য বিপির লেখা স্তরভিত্তিক বাংলা অনুবাদকৃত বইগুলির নাম “কচি কদম”, “দ্বিতীয় কদম”, “দৃপ্ত কদম”।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের প্রথম প্রকাশিত গঠনতন্ত্রের নাম কী?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের প্রথম প্রকাশিত গঠনতন্ত্রের নাম “বাংলাদেশ স্কাউট সমিতি”।
প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের প্রথম গঠনতন্ত্র কত সালে প্রকাশিত হয়?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের প্রথম গঠনতন্ত্র ১৯৭৫ সালে প্রকাশিত হয়।
প্রশ্ন: কত সালে বাংলাদেশ স্কাউটসের গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে বর্তমান নামকরণ করা হয়?
উত্তর: ১৯৮৪ সালে বাংলাদেশ স্কাউটসের গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে বর্তমান নামকরণ ‘গঠন ও নিয়ম’ করা হয়।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাতীয় স্কাউট সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৪ সালে পুলেরহাট, যশোরে বাংলাদেশের প্রথম জাতীয় স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: বাংলাদেশে কত সালে এবং কোথায় প্রথম জাতীয় কাব কাম্পুরী অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৭ সালে ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশের প্রথম জাতীয় কাব কাম্পুরী অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: বাংলাদেশে কত সালে এবং কোথায় প্রথম জাতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৮ সালে ঢাকার মৌচাকে বাংলাদেশের প্রথম জাতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: বাংলাদেশে কত সালে এবং কোথায় প্রথম রোভার মুট অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৮ সালে ঢাকার মৌচাকে প্রথম জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: বাংলাদেশে কত সালে এবং কোথায় প্রথম কমডেকা অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯৪ সালে ঢাকার বাহাদুরপুরে প্রথম জাতীয় কমডেকা অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: বাংলাদেশে কত সালে এবং কোথায় প্রথম সানসো স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়?
উত্তর: ২০১৪ সালের ৪ থেকে ১১ এপ্রিল গাজীপুর মৌচাকে প্রথম সানসো স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: আসাম বাংলায় কত সালে প্রথম স্কাউট আন্দোলন শুরু হয়?
উত্তর: আসাম বাংলায় ১৯১৪ সালে প্রথম স্কাউট আন্দোলন শুরু হয়।
প্রশ্ন: বাংলায় কোন প্রতিষ্ঠানে প্রথম স্কাউট দল খোলা হয়?
উত্তর: বাংলায় ঢাকার সেন্ট গ্রেগরী হাই স্কুলে প্রথম স্কাউট দল খোলা হয়।
প্রশ্ন: বাংলায় প্রথম স্কাউট দল সেন্ট গ্রেগরী হাই স্কুলের স্কাউট দলের ইউনিট লিডার হিসেবে কে দায়িত্ব পালন করেন?
উত্তর: বাংলায় প্রথম স্কাউট দল সেন্ট গ্রেগরী হাই স্কুল স্কাউট দলের ইউনিট লিডার হিসেবে স্কাউটার নিকোলাস ডি রোজারিও দায়িত্ব পালন করেন।
প্রশ্ন: বাংলাদেশে কত সালে এবং কোথায় প্রথম জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত হয়?
উত্তর: প্রথম জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প ১০-১৫ সেপ্টেম্বর ২০১৫ গাজীপুর মৌচাকে অনুষ্ঠিত হয়।
Leave a Reply