দীক্ষা ও ব্যাজ প্রদান


প্রশ্ন : দীক্ষা অনুষ্ঠান কী?

উত্তর : স্কাউটিং এর যে কোন শাখায় আনুষ্ঠানিকভাবে একজন নবাগত ছেলে/মেয়েকে গ্রহনের বা সদস্যপদ প্রদানের জন্য যে পদ্ধতিতে প্রতিজ্ঞা পাঠের পর সদস্য ব্যাজ প্রদান করা হয় তাকে দীক্ষা অনুষ্ঠান বলে।


প্রশ্ন : কখন দীক্ষা প্রদান করা হয়?

উত্তর : একজন নবাগত ছেলে বা মেয়ে স্কাউটিং বিষয়ে তিন মাস কাজ করার পর, যােগ্য বলে বিবেচিত হলে দীক্ষা প্রদান করা হয়।


প্রশ্ন : একজন নবাগত কাব স্কাউটকে কে দীক্ষা প্রদান করেন?

উত্তর : একজন নবাগত কাব স্কাউটকে তার ইউনিট লিডার দীক্ষা প্রদান করেন।


প্রশ্ন : কাবদের কোথায় দীক্ষা অনুষ্ঠিত হয়?

উত্তর : কাবদের পতাকা দন্ডের সামনে দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


প্রশ্ন : কাব স্কাউটদের দীক্ষা অনুষ্ঠানে কোন পতাকা উত্তোলন করা হয়?

উত্তর : কাব/স্কাউটদের দীক্ষা অনুষ্ঠানে কাব/স্কাউট দলের পতাকা উত্তোলন করা হয়।


প্রশ্ন : দীক্ষা পেতে কাব স্কাউটদের কমপক্ষে কয়টি প্যাক মিটিং-এ অংশগ্রহণ করতে হয়?

উত্তর : দীক্ষা পেতে কাব/স্কাউটদের কমপক্ষে ৪টি প্যাক মিটিং-এ অংশগ্রহন করতে হয়।


প্রশ্ন : একজন নবাগত স্কাউটকে কে দীক্ষা প্রদান করেন?

উত্তর : একজন নবাগত স্কাউটকে তার ইউনিট লিডার দীক্ষা প্রদান করেন।


প্রশ্ন : স্কাউট দীক্ষা অনুষ্ঠানে কোন পতাকা উত্তােলন করা হয়?

উত্তর : স্কাউট দীক্ষা অনুষ্ঠানে স্কাউট ইউনিটের পতাকা উত্তোলন করা হয়।


প্রশ্ন : দীক্ষা অনুষ্ঠানে কে পতাকা ধরে থাকে?

উত্তর : দীক্ষা অনুষ্ঠানে সিনিয়র প্যাট্রোল লিডার স্কাউট পতাকা ধরে থাকে।


প্রশ্ন : স্কাউটদের কোথায় দীক্ষা অনুষ্ঠিত হয়?

উত্তর : স্কাউট পতাকা দন্ডের সামনে স্কাউটদের দীক্ষা অনুষ্ঠিত হয়।


প্রশ্ন : দীক্ষা অনুষ্ঠানে কে সদস্য ব্যাজ প্রদান করেন?

উত্তর : দীক্ষা অনুষ্ঠানে দীক্ষা প্রার্থীর ইউনিট লিডার সদস্য ব্যাজ প্রদান করে।


প্রশ্ন : ব্যাজ প্রদান অনুষ্ঠান কী?

উত্তর : স্কাউটিং এর যে কোন শাখায় প্রােগ্রাম ভিত্তিক কাজ করার পর একজন ছেলে/মেয়েকে তার যােগ্যতা ভিত্তিক যে ব্যাজ অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়, তাকে ব্যাজ প্রদান অনুষ্ঠান বলে।