ক্যাম্পুরি/জাম্বুরী/মুট/সমাবেশ


প্রশ্ন: কাব স্কাউট অভিযান কী?
উত্তর: কাব স্কাউট প্রোগ্রাম বাস্তবায়নের জন্য চিহ্ন দেখে অজানার উদ্দেশ্যে যাত্রা।

প্রশ্ন: কাব হলিডে কী?
উত্তর: কাব স্কাউটদের জন্য একদিনের প্রোগ্রাম বাস্তবায়ন সমাবেশ।

প্রশ্ন: কাব ক্যাম্পুরী কী?
উত্তর: কাব স্কাউটদের বড় সমাবেশকে (৩ থেকে ৪ দিনের) ক্যাম্পুরী বলে।

প্রশ্ন: কাব কার্ণিভাল কাকে বলে?
উত্তর: কার্ণিভাল মানে আনন্দ মেলা। কাব কার্ণিভাল কাব স্কাউটদের নিজস্ব আনন্দমেলা।

প্রশ্ন: ট্রেইল কাকে বলে?
উত্তর: কাব স্কাউট অভিযানে ব্যবহৃত দলের রঙ অনুযায়ী চিহ্ন।

প্রশ্ন: গ্র্যান্ড ইয়েল কি?
উত্তর: অভিবাদন জানাবার জন্য কাব স্কাউটদের নিজস্ব পদ্ধতি।

প্রশ্ন: ওয়ান ডে ক্যাম্প কাকে বলে?
উত্তর: স্কাউটদের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য একদিনের মিলিত হওয়াকে ওয়ান ডে ক্যাম্প বলে।

প্রশ্ন: বি. পি দিবস কাকে বলে?
উত্তর: স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্ম দিবস পালনকে বি. পি দিবস বলে।

প্রশ্ন: পি. এল কোর্স কী?
উত্তর: প্যাট্রোল লিডার বা উপদল নেতা প্রশিক্ষণ কোর্সকে পি. এল কোর্স বলে।

প্রশ্ন: ষষ্ঠক নেতা কোর্স কী?
উত্তর: ষষ্ঠক নেতাদের জন্য প্রশিক্ষণ কোর্সকে ষষ্ঠক নেতা কোর্স বলে।

প্রশ্ন: ব্যাজ কোর্স কাকে বলে?
উত্তর: ব্যাজের বিষয় ভিত্তিক কোর্সকে ব্যাজ কোর্স বলে।

প্রশ্ন: স্কাউট সমাবেশ কাকে বলে?
উত্তর: স্কাউটদের বার্ষিক প্রোগ্রাম বাস্তবায়নের জন্য মিলিত হওয়াকে স্কাউট সমাবেশ বলে।

প্রশ্ন: জাম্বুরী কাকে বলে?
উত্তর: জাতীয় পর্যায়ের স্কাউটদের মহা সমাবেশকে (৭ থেকে ৮ দিনের) জাম্বুরী বলে।

প্রশ্ন: জাম্বুরী অন দ্যা ট্রেন কাকে বলে?
উত্তর: ট্রেনের মধ্যে অনুষ্ঠিত স্কাউটদের জাতীয় পর্যায়ের সমাবেশকে জাম্বুরী অন দ্যা ট্রেন বলে।

প্রশ্ন: ইন্টারনেট জাম্বুরী কাকে বলে?
উত্তর: ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠিত স্কাউটদের সমাবেশকে ইন্টারনেট জাম্বুরী বলে।

প্রশ্ন: মুট কাকে বলে?
উত্তর: রোভার স্কাউটদের সমাবেশকে (৫ থেকে ৬ দিনের) রোভার মুট বলে।

প্রশ্ন: কমডেকা কাকে বলে?
উত্তর: সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশগ্রহণের জন্য স্কাউটদের সমাবেশকে কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প বা সমাজ উন্নয়ন ক্যাম্প বা কমডেকা বলে।

প্রশ্ন: হাইকিং কী?
উত্তর: হাইকিং অর্থ উদ্দেশ্যমূলক পরিভ্রমণ। স্কাউটদের নির্দিষ্ট চিহ্ন ধরে পায়ে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো।

প্রশ্ন: র‍্যাম্বলিং কাকে বলে?
উত্তর: রোভার স্কাউটদের একটি প্রোগ্রাম র‍্যাম্বলিং, যাকে পরিভ্রমণ বলা হয়। এই প্রোগ্রামে ৫ দিনে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার অথবা নৌকা যোগে ২৫০ কিলোমিটার পরিভ্রমণ করতে হয়।


ক্যাম্পুরি/জাম্বুরী/মুট/সমাবেশ – সমাপ্ত