কোড এন্ড সাইফার, এস্টিমেশন


প্রশ্ন: ট্রাকিং সাইন কী?
উত্তর: ট্রাকিং অর্থ অনুসরক এবং সাইন অর্থ চিহ্ন; অর্থাৎ অনুসরক চিহ্নকেই ট্রাকিং সাইন বলা হয়।

প্রশ্ন: স্কাউটিং এ অনুসরক চিহ্ন কখন ব্যবহার করা হয়?
উত্তর: স্কাউটিং এ হাইকিং, অভিযান, এবং র‍্যামলিং এ অনুসরক চিহ্ন ব্যবহার করা হয়।

প্রশ্ন: এস্টিমেশন বা অনুমান কাকে বলে?
উত্তর: কোন লক্ষ্যবস্তুকে সরাসরি না মেপে অনুমান করে লক্ষ্যবস্তু উচ্চতা, দূরত্ব ও গভীরতা নির্ণয় করার কৌশলকে অনুমান বলে।

প্রশ্ন: স্কাউটিং এ কোড কাকে বলে?
উত্তর: কোন খবর গোপন করে পাঠানোর জন্য যে বর্ণ বা শব্দসমূহকে নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করা হয় তাকে কোড বলে।

প্রশ্ন: সাইফার কাকে বলে?
উত্তর: কোন লেখা বা খবর বা বার্তা অন্যের নিকট থেকে গোপন করে তৃতীয় কোন ব্যক্তির নিকট পাঠানোর পদ্ধতিকে সাইফার বলে।

প্রশ্ন: ডিকোডিং কাকে বলে?
উত্তর: আগে থেকে ঠিক করা নিয়মানুযায়ী বার্তার অক্ষরকে কোড করে পরিবর্তনের মাধ্যমে সাইফার থেকে মূল বার্তা পুনরুদ্ধার করাকে ডিকোডিং বলে।

প্রশ্ন: কয়েকটি কোড পদ্ধতির নাম কী?
উত্তর: কয়েকটি কোড পদ্ধতির নাম যথা:
(১) অক্ষরের স্থানে সংখ্যা কোড পদ্ধতি,
(২) উল্টো বর্ণমালা কোড পদ্ধতি,
(৩) ধারাবাহিক অক্ষর সরণ পদ্ধতি,
(৪) চাবি অক্ষর পদ্ধতি,
(৫) চাবি শব্দ পদ্ধতি,
(৬) কলাম পদ্ধতি,
(৭) জায়গা বদল পদ্ধতি,
(৮) জায়গা বদল চাবি পদ্ধতি,
(৯) প্রতিকায়ন পদ্ধতি ইত্যাদি।

প্রশ্ন: কয়েকটি এস্টিমেশন বা অনুমান পদ্ধতির নাম উল্লেখ কর।
উত্তর: কয়েকটি এস্টিমেশন বা অনুমান পদ্ধতির নাম যথা:
(১) ইঞ্চি-ফুট পদ্ধতি,
(২) ডেসিমিটার-মিটার পদ্ধতি,
(৩) প্রতিফলন পদ্ধতি,
(৪) পেন্সিল পদ্ধতি,
(৫) ছায়া পদ্ধতি,
(৬) টি পদ্ধতি,
(৭) লাম্বার পদ্ধতি,
(৮) জার্মান পদ্ধতি,
(৯) হ্যাট ব্রিম পদ্ধতি,
(১০) থাম্ব পদ্ধতি,
(১১) জ্যামিতিক পদ্ধতি,
(১২) আলোক শব্দ পদ্ধতি ইত্যাদি।

প্রশ্ন: দূরত্ব মাপার কয়েকটি পদ্ধতির নাম কী?
উত্তর: দূরত্ব মাপার কয়েকটি পদ্ধতির নাম: থাম্ব মেথড, জার্মান পদ্ধতি, স্কাউট পদ্ধতি ইত্যাদি।

প্রশ্ন: উচ্চতা মাপার কয়েকটি পদ্ধতির নাম কী?
উত্তর: উচ্চতা মাপার কয়েকটি পদ্ধতির নাম: রেড ইন্ডিয়ান পদ্ধতি, ত্রিকোণী বা ট্রাংগুলার পদ্ধতি, টি পদ্ধতি ইত্যাদি।


কোড এন্ড সাইফার, এস্টিমেশন – সমাপ্ত