অ্যাওয়ার্ড


প্রশ্ন: শাপলা কাব অ্যাওয়ার্ড কী?
উত্তর: বাংলাদেশের কাব স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড হলো শাপলা কাব অ্যাওয়ার্ড।

প্রশ্ন: শাপলা কাব অ্যাওয়ার্ড কে প্রদান করেন?
উত্তর: শাপলা কাব অ্যাওয়ার্ড মাননীয় প্রধানমন্ত্রী প্রদান করেন।

প্রশ্ন: কত সাল থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়?
উত্তর: ১৯৯৬ সাল থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়।

প্রশ্ন: শাপলা কাব অ্যাওয়ার্ড কোথায় পরিধান করতে হয়?
উত্তর: কাব স্কাউট পোশাকের বাম বুক পকেটের ঢাকনার উপরে খালি অংশে শাপলা কাব অ্যাওয়ার্ড পরিধান করতে হয়।

প্রশ্ন: স্কাউটদের জন্য কয়টি অ্যাওয়ার্ড চালু আছে?
উত্তর: স্কাউটদের জন্য দুটি অ্যাওয়ার্ড চালু আছে।

প্রশ্ন: স্কাউটদের অ্যাওয়ার্ডগুলো কী কী?
উত্তর: স্কাউটদের অ্যাওয়ার্ডগুলো যথাক্রমে:
১) প্রেসিডেন্ট’স স্কাউটস অ্যাওয়ার্ড
২) সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড।

প্রশ্ন: স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ডের নাম কী?
উত্তর: বাংলাদেশের স্কাউটদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ডের নাম প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড।

প্রশ্ন: প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড কে প্রদান করেন?
উত্তর: মহামান্য রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট- প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করেন।

প্রশ্ন: প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড কোথায় পরিধান করতে হয়?
উত্তর: প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী, তার স্কাউট পোশাকের শার্ট বা কামিজের বাম হাতার কুনই ও কাঁধের মাঝখানে সার্ভিস ব্যাজের উপরে পরবে।

প্রশ্ন: রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ডের নাম কী?
উত্তর: বাংলাদেশের রোভারদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ডের নাম প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড।

প্রশ্ন: প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড কে প্রদান করেন?
উত্তর: মহামান্য রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট- প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করেন।

প্রশ্ন: সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড কী?
উত্তর: বাংলাদেশের স্কাউটদের সমাজ উন্নয়ন কাজের স্বীকৃতিস্বরূপ প্রদেয় অ্যাওয়ার্ডকে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বলে।

প্রশ্ন: রৌপ্য ব্যাঘ্র কী?
উত্তর: বাংলাদেশের অ্যাডাল্ট স্কাউট লিডারদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড হলো রৌপ্য ব্যাঘ্র।

প্রশ্ন: রৌপ্য ইলিশ কী?
উত্তর: বাংলাদেশের অ্যাডাল্ট স্কাউট লিডারদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড হলো রৌপ্য ইলিশ।

প্রশ্ন: উডব্যাজ কী?
উত্তর: স্কাউট লিডারদের একটি ডিগ্রি। বাংলাদেশ স্কাউটসের ইউনিট লিডারদের জন্য পাঁচ স্তরের প্রশিক্ষণ সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ প্রদত্ত ডিগ্রি হলো উডব্যাজ।

প্রশ্ন: উডব্যাজ কিসের তৈরি?
উত্তর: জুলু প্রধান দিনি জুলু প্রদত্ত মূল কণ্ঠহারের অবিকল নকল দুইটি কাঠের টুকরো।

প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের অ্যাডাল্ট লিডারদের জন্য অ্যাওয়ার্ডের নাম কী?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের অ্যাডাল্ট লিডারদের কয়েকটি অ্যাওয়ার্ডের নাম যথাক্রমে:
১. ন্যাশনাল সার্টিফিকেট
২. মেডেল অফ মেরিট
৩. বার টু দ্য মেডেল অব মেরিট
৪. সি এন সিস অ্যাওয়ার্ড
৫. রৌপ্য ইলিশ
৬. রৌপ্য ব্যাঘ্র
৭. সভাপতি অ্যাওয়ার্ড
৮. গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড
৯. প্রশংসাপত্র
১০. ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড
১১. নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড
১২. লং সার্ভিস ডেকোরেশন
১৩. লং সার্ভিস অ্যাওয়ার্ড।

প্রশ্ন: বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন অ্যাওয়ার্ড কোথায় পরিধান করতে হয়?
উত্তর: বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন অ্যাওয়ার্ড স্কাউট জামার বাম বুক পকেটের ঢাকনার সেলাইয়ের উপরে নির্দিষ্ট স্থানে পর্যায়ক্রমে পরিধান করতে হয়।


অ্যাওয়ার্ড – সমাপ্ত