জীবন শিক্ষা ও সমাজ শিক্ষা
বাড়ির কাজ :
ক) বাড়ীতে ভালাে কাজ করা। প্রতিটি স্কাউটের কর্তব্য হলাে বাড়ির সবার সাথে ভালাে ব্যবহার করা এবং ভাল কাজ করা। বাড়িঘর পরিস্কার রাখা এবং পিতা-মাতাকে বিভিন্ন কাজে সাহায্য করা। যে ধরণের কাজে নিজেকে নিয়ােজিত করা যায়। যেমন : কাপড় ধােয়া, ইস্ত্রি করা, রান্নার কাজে সাহায্য করা, ঘর গােছানাে, পরিস্কার পরিচ্ছন্নতা কাজে সাহায্য করা, হাড়ি পাতিল ধােয়া, চুলার আগুন জ্বালানাে, মাছ-মাংস কেটে দেয়া, চাল বেছে দেয়া, ভাতের মাড় গাড়িয়ে দেয়া, তরকারির মাচান লাগিয়ে দেয়া, মেঝে ঝেড়ে দেয়াসহ অন্যান্য নিত্য প্রয়ােজনীয় কাজে অংশগ্রহণ।
- বাবাকে সাহায্য করা।
- চিঠি পােস্ট করে দেয়া।
- দোকান থেকে জিনিস কিনে এনে দেয়া।
- বাজার করে দেয়া।
- বাড়ির টেলিফোন, ইলেকট্রিক বিল ও ট্যাক্সের অর্থ জমা দেয়া।
- বাড়ির অন্যান্য কাজে বাবাকে সাহায্য করা ইত্যাদি।
তােমাকে আরাে যে সব কাজ করতে হবে, তা হলাে :
- নিজের বিছানা নিজে গােছানাে।
- নিজের টেবিল ও বই-পুস্তক গােছানাে।
- নিজের খাবার প্লেট নিজে বােয়া ও ছােটদের পড়াশুনায় সাহায্য করা।
- বাথরুম পরিস্কার রাখা।
- নিজের কাপড় নিজে ধােয়া এবং নিজেই কাপড় ইস্ত্রি করা।
- নিয়মিত নামাজ পড়া।
- নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা।
এই বিষয়টি উত্তীর্ণ হবার জন্য তােমার পিতা-মাতাকে সাহায্য করেছে, এরকম একটি সার্টিফিকেট বাবা মা এর নিকট থেকে অর্জন করতে হবে।
এটাও মনে রাখতে হবে যে, বাড়ির বড়দের শ্রদ্ধা ও ছােটদের স্নেহ করা বাড়িতে ভালাে কাজ করার অন্যতম উপায়।
খ) ছােট ভাই বােনদের পড়ালেখায় সাহায্য করা।
গ) বাড়ির কেনাকাটায় সাহায্য করা।
ঘ) বড়দের নিদের্শনা অনুযায়ী অন্যান্য কাজে সহযােগিতা করা।