সংকেত

বাঁশির সংকেত :

সংকেতের অর্থ :

  1. একটি দীর্ঘ ধ্বনি – চুপকর/সােজা হও/পরবর্তী নির্দেশের জন্য প্রস্তুত হও।
  2. অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ধ্বনি – সকলে একত্রিত হও/কাছে আসাে।
  3. তিনটি ক্ষুদ্র এবং একটি দীর্ঘ ধ্বনি – উপদল নেতাকে ডাকা হচ্ছে/উপদল নেতা কাছে এসাে।
  4. দুটি ক্ষুদ্র একটি দীর্ঘ ধ্বনি – সিনিয়র উপদল নেতাকে ডাকা হচ্ছে। সিনিয়র উপদল কাছে এসাে।
  5. একটি ক্ষুদ্র ধ্বনি অতপরঃ দীর্ঘ ধ্বনি – নেতা/সেবক উপদল নেতা এসাে।
  6. একটি ক্ষুদ্র একটি দীর্ঘ এভাবে কয়েকবার – সংকেত দাতা বিপদ গ্রস্থ সাহায্যের প্রয়ােজন।
  7. পর্যায়ক্রমে প্রলম্বিত ধীর আওয়াজ সংকেত – বিপদ সংকেত, দূরে সরে যাও, লুকিয়ে পরাে।

হস্ত সংকেত :

ক. হাত মাথার উপর তুলে হাতের তালুকে মাথার সামনে পেছনে দ্রুত সঞ্চালন – ছত্রভঙ্গ।

খ. মাথার উপরে হাত তুলে হাতের তালু খােলা অবস্থায় রাখা – থামাে।

গ. মাথার উপরে হাত তুলে তালু খােলা রেখে আঙ্গুলগুলাে কয়েকবার দ্রুত ভাজ করে তালুর উপর রাখা এবং আবার আঙ্গুলগুলাে সােজা করা – আমার দিকে আসাে।

ঘ. হাত মুষ্টিবদ্ধ রেখে হাতকে মাটির দিকে এবং উপরে ক্রমান্বয়ে উঠানাে ও নামানাে – দ্রুত চল, দৌড় দাও।

ঙ. দুই হাতকেই সামনের দিকে রেখে সঞ্চালন করা – অশ্ব খুরকৃিতিতে (HORSE SHOE) দাঁড়াও।

চ. হাতের তালুকে খােলা রেখে একটা হাত মাথার ওপর রাখা – অর্ধবৃত্তাকারে দাঁড়াও।

ছ. হাতের তালু খােলা দু হাতের আঙ্গুলগুলােকে মাথার উপর রাখা – বৃত্তাকারে দাঁড়াও।

জ. দুই হাতকে শরীরের দুই পাশে কাঁধ বরাবর রাখা – একই লাইনে দাঁড়াও।

ঝ. দুই হাতকে শরীরে দুই পাশের কাঁধ বরাবর তুলে এক হাতকে একটু নিচু এবং অপর হাতকে একটু উপরে রাখা – যে হাত নিচে আছে সেই দিকে ছােটরা এবং যে হাত উঁচুতে আছে সেই দিকে বড়রা দাঁড়াও।


0 0 votes
Article Rating
guest
66 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments