দীক্ষা গ্রহণ

দীক্ষা অনুষ্ঠান : দীক্ষা গ্রণের মাধ্যমে একজন নবাগত স্কাউট জীবনে প্রবেশ করে আর এ কারণেই দীক্ষা অনুষ্ঠান স্কাউটদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা তার জীবনের। প্রতিটি মুহূর্তে স্কাউট প্রতিজ্ঞা ও আইনের প্রতিফলন ঘটিয়ে থাকে। দীক্ষার পূর্বে কেউ সদস্য ব্যাজ ও স্কার্ফ পরতে পারে না। ইউনিট লিডার দীক্ষা অনুষ্ঠান পরিচালনা করবেন।

প্রস্তুতি : দীক্ষা অনুষ্ঠান পরিচালনারর জন্য বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয় । তারিখ এবং সময় গ্রুপ কমিটি কর্তৃক অনুমােদিত হতে হবে। দীক্ষা প্রার্থীর করণীয় বিষয় সমূহ ভাল ভাবে মহড়া দিয়ে নিতে হবে। প্রার্থীর সদস্য ব্যাজ, স্কার্ফ, ওয়াগল, কাধের ব্যাজ, মাই প্রােগ্রেস বই, টুপি ইত্যাদি সহ স্কাউট পতাকা সংগ্রহ করে হাতের কাছে রাখতে হবে।

অনুষ্ঠান পরিচালনা : অবস্থান-পতাকাকে সামনে রেখে স্কাউটরা অশ্বরাকৃতিতে। আরামে দাঁড়াবে। দীক্ষা প্রাথী নিজ উপদলের সদস্যদের সংঙ্গে তার জায়গায় দাড়াবে। স্কাউট লিডার পতাকা দন্ডকে ডানে রেখে এবং গ্রুপ স্কাউট লিডার পতাকা বামে রেখে এক কদম পিছনে দাঁড়াবেন। সিনিয়র উপদল নেতা লাঠিতে বাঁধা স্কাউট পতাকা নিয়ে স্কাউট লিডারের বামে একই লাইনে দাঁড়াবে। সহকারী স্কাউট লিডারগন স্কাউট লিডারের এক কদম পিছনে একই লাইনে দাঁড়াবেন। আমন্ত্রিত ব্যক্তিগর্ব স্কাউটারদের পিছনে নির্ধারিত জায়গায় বসবেন।

শুরু : গ্রুপ স্কাউট লিডার “দল সােজা হও” বলবেন। এর পর দীক্ষা অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করে স্কাউট লিডারকে অনুষ্ঠান পরিচালনার অনুরােধ জানাবেন। স্কাউট লিডার ধন্যবাদ জ্ঞাপন করে দীক্ষা প্রাণীকে তার সামনে উপস্থিত করার জন্য তার উপদল নেতাকে আদেশ দিবেন। উপদল নেতা এক কদম সামনে এসে বামে ঘুরে সামনে যেয়ে এক কদম সামনে আসতে বলবে এবং নিজে ডানে ঘুরে প্রার্থীকে বলবে আমার সাথে চল । সে স্কাউট লিডারের সামনে উপস্থিত হয়ে সালাম করে বলবে “স্যার আমার উপদলের দীক্ষা প্রার্থী ‘ক’ সদস্য ব্যাজের সকল প্রােগ্রাম সমাপ্ত করেছে। তাকে দীক্ষা দেয়ার জন্য বিনীত অনুরােধ জানাচ্ছি।” স্কাউট লিডার ধন্যবাদ জানালে সে এক কদম পিছনে গিয়ে দাঁড়াবে। এবার স্কাউট লিডার দীক্ষাপ্রার্থীকে নিমােক্ত প্রশ্ন করবেন। এবং দীক্ষাপ্রার্থী তার জবাব দেবে।

স্কাউট লিডার : তুমি কি তােমার আত্মমর্যাদা বুঝ?

প্রার্থী : হ্যাঁ, জনাব।

স্কাউট লিডার : এর অর্থ কি?

প্রার্থী : এর অর্থ আমি সৎ ও সত্যবাদী হব।

স্কাউট লিডার : তুমি কি স্কাউট আইন জান?

প্রার্থী : হ্যাঁ, জনাব ।

স্কাউট লিডার : আমি কি বিশ্বাস করতে পারি যে, তুমি তােমার আত্মমর্যাদার উপর নির্ভর করে, আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে, স্কাউট আইন মেনে চলতে তুমি তােমার যথাসাধ্য চেষ্টা করবে?

প্রার্থী : হ্যা, জনাব ।

স্কাউট লিডার : তাহলে স্কাউট চিহ্ন দেখাও।

সিনিয়র উপদল নেতা তখন পতাকার শীর্ষ দীক্ষা প্রার্থী ও স্কাউট লিডারের মাঝখানে ধরবে। স্কাউট লিডার এবং দীক্ষা প্রার্থী উভয়ে বাম হাত দিয়ে পতাকা দন্ডের মাথা ধরবেন এবং স্কাউট লিডার তখন ধীরে ধীরে প্রতিজ্ঞা পাঠ করতে থাকবে এবং সাথে সাথে প্রার্থীও পাঠ করবে।

প্রতিজ্ঞা পাঠ শেষে চিহ্ন নামানাের সঙ্গে সঙ্গে পতাকা দন্ড ছেড়ে দিবে। সিনিয়র উপদল নেতা পতাকা দন্ড সরিয়ে নিবে। প্রতিজ্ঞা পাঠের সময় স্কাউটরা এবং দীক্ষা প্রাপ্ত স্কাউটরা এবং দীক্ষা প্রাপ্ত স্কাউটরাও স্কাউট চিহ্ন দেখাবে। এবার স্কাউট লিডার সদস্য ব্যাজ পরিয়ে সালাম দেবেন এবং করমর্দন করে তাকে বিশ্ব স্কাউট ভ্রাতৃত্বের একজন সদস্য হিসেবে স্বাগত জানিয়ে শুভ কামনা করে নিজ অবস্থান হতে বামে এক কদম পাশে সরে দাঁড়াবেন। গ্রুপ স্কাউট লিডার এবার নবদীক্ষিত স্কাউটের সামনে এসে স্কার্ফ ওয়াগল পরিয়ে দিয়ে সালাম ও করমর্দন করে শুভ কামনা করে তার জায়গায় চলে আসবেন। এরপর সহকারী স্কাউটার টুপি পরিয়ে সালাম ও করমর্দন করে শুভ কামনা করে নিজেদের জায়গায় ফিরে যাওয়ার পর উপদল নেতা নবদীক্ষিত স্কাউটের সামনে এসে সালাম ও করমর্দন করে অভিনন্দন জানিয়ে তার বাম দিকে স্কাউট লিডারের মুখােমুখি হয়ে দাঁড়াবে। স্কাউট লিডার উপদল নেতা এবং নবদীক্ষিতকে উল্টা দিকে ঘুরতে আদেশ দিবেন। দলকে সালাম করার জন্য নব দীক্ষিত স্কাউটকে আদেশ দিবেন। দলের সকলেই তার সালামের উত্তর দেবে। এরপর স্কাউট লিডার উপদল নেতাকে নব দীক্ষিতকে তার উপদলে নিয়ে যেতে বলবেন। উপদলে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে সিনিয়র উপদল নেতা ইয়েলের মাধ্যমে নবদীক্ষিতকে। স্বাগত জানাবে। এরপরই গ্রুপ স্কাউট লিডার সকলকে আরামে দাঁড় করিয়ে অভ্যাগত অতিথিদের বক্তব্য রাখতে অনুরােধ জানাবেন। বক্তব্য শেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘােষণা করবেন। দীক্ষা অনুষ্ঠানের পর বিচিত্রানুষ্ঠান করা যেতে পারে।


0 0 votes
Article Rating
guest
58 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments