অনুসরক চিহ্ন (TRACKING SIGN)
ট্রাকিং অর্থ রেখে যাওয়া চিহ্ন ধরে অগ্রসর হওয়া। স্কাউটদের ভালভাবে খুঁটিয়ে দেখার অভ্যাস তৈরি করার প্রাথমিক হাতেখড়ি দেয়া হয় অনুসরক চিহ্ন দিয়ে। স্কাউট হিসেবে তােমরা এগুলাে ভালােভাবে দিতে ও পাঠ করতে শিখবে। প্রথমে খােলা ময়দানে, বনে-বাদাড়ে, রাস্তা-ঘাটে, পায়ে চলা পথে ২০ গজ দূরে দূরে রাস্তার ডান ধারে এরূপ অনুসরক চিহ্ন দিয়ে পিছনে খুঁজে বের করা অভ্যাস করবে। ভাল করে অভ্যস্ত হয়ে গেলে ক্রমে দূরত্ব বাড়াবে এবং পথের দুইদিকে এরকম চিহ্ন ও গােপন ভাষার ইঙ্গিত দেবে যা দলের সদস্য ছাড়া অন্য কেউ বুঝবে না। দরকার মতাে তােমরা তােমাদের নিজ নিজ কৌশল তৈরি করে নিতে পার। মনে রাখবে খােলা ময়দানের কাজে অনুসরণ চিহ্নের ব্যাপক ব্যবহার রয়েছে।
কয়লা, চুন, কালি, নুড়ি পাথর, গাছের পাতা, ডাল, ঘাস বা ছুরি দিয়ে মাটিতে, পথের ধারে, গাছের গায়ে খােদাই করে বা ঝােপ জঙ্গলে এরূপ চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে।
এবার এসাে আমরা অনুসরক চিহ্নগুলাে জেনে নেই।
■ এই দিকে যাও:
এই চিহ্ন কাঠ-কয়লা, চক দিয়ে দেয়ালে বা চাকু দিয়ে গাছের ছাল কেটে দেয়া যেতে পারে। মাটিতেও আঁচড় কেটে দেয় যেতে পারে।
■ এই দিকে যাও:
ঘাসের মাথা একত্রে বেঁধে মাথাটি যে দিকে থাকবে সেদিকে যাওয়ার নির্দেশ থাকবে।
■ এই দিকে যাও:
কোন গাছের সরু ডাল ভেঙে এই চিহ্ন দেয়া হয়। ডালের সামনের অংশ রাস্তার দিকে এ নির্দেশ করবে। ডালটি গাছের সাথে সংযুক্ত থাকলে ডালের সম্মুখ ভাগ দিক নির্দেশ করবে।
■ এই দিকে যাও:
একটি পাথরের বা মাটির ঢেলার ওপর একটি ছােট পাথর বা ঢেলা রেখে তার সামনে একটি পাথর বা মাটির ঢেলা রাখলে সামনে রাখা। পাথর বা ঢেলা যে দিক নির্দেশ করবে সেই দিকে যেতে হবে।
■ এই দিকে যাও:
কোন গাছের ওপরে একটি চৌকো ঘর চাকু দিয়ে খােদাই করে তার উপর অপেক্ষাকৃত ছােট একটি চৌকো ঘর খােদাই করে যদি নিচের খােদাইকৃত চৌকা ঘরের সামনে আর একটি ঘর খােদাই করা হয় তাহলে সামনের চৌকো ঘর যে দিকে নির্দেশ করবে এই চিহ্ন সেই দিকে যাওয়ার নির্দেশ দেবে।
■ এই দিকে যেওনা:
কাঠ, কয়লা, চক, চুন ইত্যাদি দিয়ে দেয়া যেতে পারে।
■ এই দিকে যেওনা:
ঘাসের মাথা একত্রে বেঁধে মাথার উপরের অংশটি উপরের দিকে রাখলে এ রাস্তা বা ঐ রাস্তায় যেতে মানা এটা মনে রাখতে হবে।
■ এই দিকে যেওনা:
পরস্পর তিনটি পাথর বা মাটির ঢেলা রাখা থাকলে এ রাস্তা বন্ধ বা ঐ রাস্তায় যাওয়া নিষেধ মনে করতে হবে।
■ এই দিকে যেওনা:
কোন গাছের নিচের থেকে ওপরের দিকে বা ওপর থেকে নিচের দিকে পরস্পর তিনটি চৌকো ঘর তৈরি করা হলে এ রাস্তা বন্ধ বা ঐ রাস্তায় যাওয়া নিষেধ মনে করতে হবে।
■ খবর লুকানাে আছে:
মাটিতে বা গাছে চাকু দিয়ে একটি চৌকো ঘর তৈরি করে তার মধ্যে কোন সংখ্যা বসাতে হবে। খােদাইকৃত চৌকো ঘরে যে সংখ্যা লেখা থাকবে ঐ চৌকো ঘর থেকে তত কদম দূরে তীর চিহ্নিত দিকে কোন খবর লুকানাে আছে। তীর চিহ্ন না দিলে বুঝতে হবে তত কদম পরে যে কোন দিকে খবর লুকানাে আছে।
■ খাবার পানি আছে:
মাটিতে বা গাছে একটি বৃত্ত এঁকে তার মধ্যে কয়েকটি ঢেউ চিত্র আঁকলে তীর চিহ্নিত দিকে খাবার পানি আছে বােঝাবে।
■ তাঁবু:
মাটিতে দেওয়ালে বা গাছে একটি ত্রিভুজ এঁকে তার মধ্যে অপর একটি ত্রিভুজ রাখলে তীর চিহ্নিত দিকে তাঁবু আছে বােঝাবে।
■ এখানে অপেক্ষা কর:
মাটিতে বা গাছে একটি চৌকো ঘরের মধ্যে অপর একটি চৌকো ঘর থাকলে বুঝতে হবে এখানে অপেক্ষা করার জন্য বলা হয়েছে ।
■ বাড়ি চলে গেলাম:
মাটিতে বা গাছে চাকু দিয়ে একটি বৃত্ত তৈরি করে তার ভেতর আরাে ছােট বৃত্ত আঁকা থাকলে বােঝাবে যে, আমি বাড়ি চলে গেছি।
■ খেয়াঘাট আছে:
মাটিতে বা গাছে কয়েকটি ঢেউ এঁকে বা খােদাই করে আড়াআড়ি একটি রেখা টানলে ঐ রেখার দিক খেয়াঘাট নির্দেশ করে। এই চিহ্ন কাঠ-কয়লা, চক দিয়ে বা চাকু দিয়ে গাছের ছাল কেটে দেয়া যেতে পারে। মাটিতেও আচঁড় কেটেও এটি দেয়া যেতে পারে।
■ উপদল চিহ্ন:
প্রত্যেক উপদলের পশু বা পাখির মাথা উপদল চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। উপদলের চিহ্ন শুধু উপদলের সদস্যরাই ব্যবহার করবে।
অনুসরক চিহ্ন – সমাপ্ত
Leave a Reply