নিজ গ্রুপ স্কাউটসের গঠন ও কার্যাবলী জানা :
দুই ধরনের স্কাউট গ্রুপ রয়েছে। যেমন –
- প্রাতিষ্ঠানিক স্কাউট গ্রুপ ও
- মুক্ত স্কাউট গ্রুপ।
এই দুই ধরনের স্কাউট গ্রুপের গঠনের ক্ষেত্রে সামান্য ভিন্নতা রয়েছে। প্রতিটি গ্রুপের একটি গ্রুপ কমিটি থাকবে যার সভাপতি হবেন প্রাতিষ্ঠানিক স্কাউট গ্রুপের ক্ষেত্রে আবশ্যিকভাবে প্রতিষ্ঠান প্রধান; মুক্ত স্কাউট গ্রুপের ক্ষেত্রে সভাপতি হবেন ঐ স্কাউট গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত যে কোন ব্যক্তি। গ্রুপ কমিটির একজন সম্পাদক থাকবেন, থাকবেন কোষাধ্যক্ষ, সদস্য ও সহ সভাপতি। গ্রুপ স্কাউটারস কাউন্সিল থাকবে, থাকবে ইউনিট লিডার, গ্রুপ স্কাউট লিডার, সহকারী স্কাউট লিডার, প্রতিটি ইউনিটের জন্য একজন করে ইউনিট লিডার; সহকারী ইউনিট লিডার একাধিক থাকতে পারবেন। উল্লেখিত কমিটিগুলি নির্দিষ্ট সময়ে সভায় মিলিত হবেন, বার্ষিক কাউন্সিল করবেন এবং সঠিকভাবে স্কাউট গ্রুপ পরিচালনা করবেন । একটি গ্রুপের কে কোন দায়িত্বে আছেন, তাঁর কাজ কি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে অথাৎ নিজ গ্রুপ স্কাউটসের গঠন ও কার্যাবলী জানতে তােমাকে ইউনিট লিডার, সহকারী ইউনিট লিডার ও গ্রুপ স্কাউট লিডারের সাহায্য নিতে হবে। মনে রাখতে হবে একটি স্কাউট গ্রুপ মূলতঃ একাধিক ইউনিট নিয়ে গঠিত হয়। যেমন সেখানে থাকতে পারে এক বা একাধিক কাব স্কাউট ইউনিট, এক বা একাধিক স্কাউট ইউনিট, এক বা একাধিক রােভার স্কাউট ইউনিট। তেমনিভাবে শুধুমাত্র একাধিক কাব স্কাউট ইউনিট বা একাধিক স্কাউট ইউনিট অথবা একাধিক রােভার স্কাউট ইউনিট নিয়েও একটি গ্রুপ গঠিত হতে পারবে। এখানে ছেলেদের ইউনিট ও মেয়েদের ইউনিট থাকতে পারে। আবার একটি ইউনিট নিয়ে গঠিত হলেও স্কাউট গ্রুপ বলা যাবে।
নিজ গ্রুপের ইতিহাস জেনে গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা :
নিজ গ্রুপ স্কাউটসের গঠন ও কার্যাবলী জানার পাশাপাশি তােমাকে নিজ স্কাউট গ্রুপের ইতিহাস জানতে হবে। কবে কিভাবে তােমাদের স্কাউট গ্রুপ গঠিত হয়েছে। গ্রুপের প্রতিষ্ঠা লগ্নে কে কোন দায়িত্বে ছিলেন, যেমন-সভাপতি, সম্পাদক, ইউনিট লিডার, গ্রুপ স্কাউট লিডার, সহকারী ইউনিট লিডার, সিনিয়র উপদল নেতা, উপদল নেতা, সহকারী উপদল নেতা কারা ছিলেন। কয়টি ইউনিট ছিল, উপদল কয়টি ছিল, উপদলের নাম কি ছিল, স্কাউট সমাবেশ, জাম্বুরী ও অন্য কার্যক্রমে যােগদান, অ্যাওয়ার্ড অর্জনসহ আরাে কোন সাফল্য যদি থাকে প্রভৃতি সম্পর্কে জানতে হবে। এছাড়াও গ্রুপের বর্তমান কাঠামাে সম্পর্কে জানা থাকা প্রয়ােজন। তবে এক্ষেত্রেও তােমাকে তােমার ইউনিট লিডার, সহকারী ইউনিট লিডার ও গ্রুপ স্কাউট লিডারের সাহায্য করতে পারেন।
মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের সংক্ষিপ্ত ইতিহাস :
গাজীপুর জেলার কালিয়াকৈর-এ বাংলাদেশ স্কাউটসের জাতীয় স্কাউট প্রশিক্ষণ, মৌচাকে অবস্থিত দেশের একমাত্র স্কাউট স্কুল “মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়”। বাংলাদেশ স্কাউটস পরিচালিত বিদ্যালয় এটি। এই বিদ্যালয়ের সকলেই হবে স্কাউট সেই লক্ষ্য নিয়ে এটি গঠিত হয় ১৯৬৯ সালে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়ে স্কাউট গ্রুপের কার্যক্রম শুরু হয়। এখানে ৪টি কাব স্কাউট ইউনিট, ছেলেদের ৭টি স্কাউট ইউনিট এবং মেয়েদের ৬টি ইউনিট রয়েছে। ইউনিট লিডার হিসেবে আছেন ১জন কাব স্কাউট লিডার ৭জন পুরুষ ও ৬জন মহিলা ইউনিট লিডার এর মধ্যে উডব্যাজার ১জন, সহকারী লিডার ট্রেনার ২জন। এর একজন ইতােমধ্যে কোর্স ফর দি লিডার ট্রেনার্স সম্পন্ন করেছেন। ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন করেছেন আরাে ৪জন। এই গ্রুপের একটি গতিশীল স্কাউট গ্রুপ কমিটি রয়েছে। মৌচাক উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে এ পর্যন্ত ৭জন ছেলে ও ২জন মেয়েসহ মােট ৯জন স্কাউট প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছে। ইউনিট লিডারগণের মধ্যে অনেকে জাতীয় পর্যায় থেকে অ্যাওয়ার্ড লাভ করেছেন। স্কাউটরা নিয়মিতভাবে জাম্বুরী, কমডেকা, আঞ্চলিক ও জেলা স্কাউট সমাবেশে সাফল্যের সাথে অংশগ্রহণ করছে। এছাড়াও প্রতিটি স্কাউট ও জাতীয় কর্মসূচিতে মৌচাক উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের স্কাউটরা সক্রিয়ভাবে যােগদান করে আসছে। স্কাউটদের পাশাপাশি স্কাউট লিডাররাও উল্লেখিত কার্যক্রমে যােগদান করেন, কর্মকর্তা হিসেবে বিভিন্ন সময়ে এবং প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
সাংগঠনিক জ্ঞান – সমাপ্ত
Leave a Reply