পর্যবেক্ষণ

আমরা প্রকৃতি পর্যবেক্ষনের মাধ্যমে আমাদের চারপাশকে আরাে বেশী করে জানতে পারি।

বিপি বলেছেন,

“The man who is blind to the beauties of nature has missed half the of life.”

– Robert Baden-Powell

অর্থাৎ যে প্রকৃতির সৌন্দর্য দেখতে পায় না সে যেন জীবনের অর্ধেক আনন্দ থেকেই বঞ্চিত হল। প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং নিজেদের প্রয়ােজনীয়তা সম্পর্কে সম্যক ধারনা লাভ করা যাবে। আমাদের প্রকৃতির কিছু উপাদান হচ্ছে:

  • ৬ প্রকার ফলজ গাছ : আম, জাম, কাঁঠাল, লিচু, আপেল, কুল ইত্যাদি।
  • ৬ প্রকার ঔষধী গাছ : নিম, অর্জুন, তুলসী, কালােমী, হরতকি, বহেরা ইত্যাদি।
  • ৩ প্রকারের শস্য : গম, ভূট্টা, ধান ইত্যাদি।
  • ৩ প্রকারের দানা শস্য : সরিষা, মটর সুটি, খেসারী ডাল, মুসুরির ডাল, ছােলা ইত্যাদি।
  • ৮ প্রকারের শাক সবজি : লাল শাক, মুলা শাক, ডাটা শাক, লাউ শাক ,পুই শাক, পালং শাক, পাট শাক, কলমী শাক ইত্যাদি।

প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে আমরা এসব সম্পর্কে বিশদভাবে জানব এবং এসব সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে শিখব।


কিমস গেম

রুডিয়ার্ড কিপলিং এর একটি অনবদ্য চরিত্র কিমবল ওহারা। কিমবল ওহারা ছিল আইরিশ নৌ বাহিনীর এক সার্জেন্টের পুত্র। ছােট বেলা থেকেই কিম অসাধারণ পর্যবেক্ষণ শক্তির অধিকারী ছিল। তার এ ক্ষমতা ও ভারতীয়দের আচার আচরণ ও রীতিনীতি সম্পর্কে কিমের গভীর জ্ঞানের কথা জেনে কর্তৃপক্ষ কিমকে গুপ্তচর হিসেবে নিয়ােগ দেয়। পর্যবেক্ষণ করার জন্য কিমের শিক্ষক লগান ট্রেতে বিভিন্ন জহরত রেখে তা এক মিনিট দেখতে দিয়ে ঢাকনা বন্ধ করে দিত। প্রথম প্রথম অল্প কিছু জহরতের নাম বলতে পারলেও কিছুদিনের অভ্যাসের পর ঠিক ঠিক সবকটি নামের বিবরণ নির্ভুলভাবে দিতে পারল । নিয়মিত অভ্যাস ও অনুশীলন করলে যে কোন বিষয়ে দক্ষতা অর্জন করা সম্ভব, কিমের গল্পটি তারই প্রমাণ। কিমের নাম অনুসারে এই খেলাটির নাম হয় “কিমস গেম” যা চোখের শক্তি ও মনে রাখার ক্ষমতা প্রখর করে তােলার একটি মজার খেলা।

এবার তােমরা ৩৬টি চেনা জিনিস দিয়ে এই খেলা খেলতে পার। তােমরা যদি ৩৬টি জিনিস এক মিনিট পর্যবেক্ষণ দেখে নির্ভুল ভাবে ২৪টি জিনিসের সঠিক নাম লিখতে বা বলতে পার তাহলে তােমরা এই খেলায় বিজয়ী হবে। পর্যবেক্ষণ কাজে কিমস গেমের ২৪টি জিনিসের নাম লেখা পঞ্চ ইন্দ্রিয়ের একটি চোখের কাজ। এছাড়াও কোন শব্দ গুনে তার বিবরণ দেওয়া, না দেখে কোন জিনিস ত্বকের সাহায্যে স্পর্শ করে তার নাম বলা । জিহ্বা দিয়ে কোন জিনিসের স্বাদ নিয়ে তার বর্ণনা দেওয়া এবং নাক দিয়ে ঘ্রাণ নিয়ে ইন্দ্ৰীয়ের ক্ষমতা বাড়াতে পার।


পর্যবেক্ষণ – সমাপ্ত