বাংলাদেশের জাতীয় প্রতীকের অংকন ও ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকার কামরুল হাসান। জাতীয় প্রতীক ব্যবহারের উপযােগী মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রতীক সম্পর্কে সংবিধানের ৪ (৩) অনুচ্ছেদে বর্ণনা আছে। বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, এর শীর্ষে পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং তার উভয় পার্শ্বে দুটি করে মােট চারটি তারকা। ফুল পবিত্রতা ও সৃষ্টিশীলতার প্রতীক। এছাড়া শাপলা ফুল আমাদের দেশে সর্বত্রই পাওয়া যায় এবং আমাদের জাতীয় ফুল। খাদ্য শষ্যের মধ্যে ধান আমাদের প্রধান ফসল এবং সর্বত্র দৃশ্যমান। পাট আমাদের প্রধান অর্থকারী ফসল যা সােনালী আঁশ নামে খ্যাত। আমাদের দেশ নদীমাতৃক দেশ। সর্বত্রই জালের মত নদ-নদী ছড়িয়ে আছে।
আমাদের দেশের প্রণীত সংবিধান চারটি মূলনীতির উপর ভিত্তি করে রচিত যা চারটি তারার মাধ্যমে প্রকাশিত। এই সব কিছুরই উপর ভিত্তি করে আমাদের জাতীয় প্রতীকের উদ্ভব হয়েছে।
জাতীয় প্রতীক অংকন ও ব্যাখ্যা – সমাপ্ত
Leave a Reply