উপদল পতাকা ও ইউনিট পতাকা

গ্রুপ বা ইউনিট পতাকা হলাে প্রত্যেকটি স্কাউট ইউনিট বা গ্রুপের পরিচয়বাহী পতাকা। স্কাউট পতাকার অনুরূপ হবে (গাঢ় সবুজ জমিনে আয়তাকার, দৈর্ঘ্য এক মিটার ছত্রিশ সে.মি. ও প্রস্থ নব্বই সে.মি.। পতাকার দৈর্ঘ্য-গ্রন্থের মাঝখানে বাংলাদেশ স্কাউটসের মনােগ্রাম খচিত। মনােগ্রামের বাইরের বৃত্তের ব্যাস হবে পয়তাল্লিশ সে.মি. এবং ভেতরের ব্যাস হবে সাড়ে ত্রিশ সে.মি.। মনােগ্রামের সবুজ ত্রি-পত্র ও লাল ক্রিসেন্টের ভেতরের অংশ সাদা রংয়ের হবে। লাল ক্রিসেন্টের উভয় পার্শ্বের বৃত্তাকার সবুজ রংয়ের ০.২ সে.মি. মাপের চওড়া রেখা থাকবে)। স্কাউট মনােগ্রামের নীচে সােজা লাইনে সাড়ে সাত সে.মি. মাপে গ্রুপের নম্বর সহ সংক্ষিপ্ত নাম ও উপজেলার নাম লেখা থাকবে। যেমন : ৫৪ নং খিলগাঁও সরকারি বিদ্যালয় স্কাউট গ্রুপ, ঢাকা মেট্রোপলিটন বা ১০৪ নং হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ, কিশােরগঞ্জ।

ক) রােভার স্কাউট ইউনিটের পতাকার কাপড়ের রং গাঢ় লাল ও লেখা সােনালী।

খ) স্কাউট ইউনিটের পতাকার কাপড়ের রং গাঢ় সবুজ ও লেখা সােনালী।

গ) কাব স্কাউট ইউনিটের পতাকার কাপড়ের রং হবে গাঢ় হলুদ ও লেখা সবুজ।

ঘ) রেলওয়ে স্কাউট ইউনিটের পতাকার কাপড়ের রং হবে রেলওয়ে ব্লু লেখা সােনালী রংয়ের।

ঙ) নৌ স্কাউট ইউনিটের পতাকার কাপড়ের রং হবে নেভী বু ও লেখা সােনালী রংয়ের।

চ) এয়ার স্কাউট ইউনিটের পতাকার কাপড়ের রং হবে আকাশী নীল ও লেখা সােনালী রংয়ের।


উপদল পতাকা

উপদল পতাকা উপদলের পরিচয় বহন করে। এ পতাকা ত্রিকোনাকৃতি সাদা পটভূমিতে তৈরি হবে। পতাকার মাঝখানে উপদলের নামের প্রাণী অথবা পাখির মুখমন্ডল বা প্রতীক আঁকা থাকবে। উপদল পতাকার পরিমাপ দৈর্ঘ্য ৩০ সে.মি. ও প্রস্থ ২০ সে.মি. হবে। উপদল পতাকার দন্ডের মাপ স্কাউট লাঠির (নিজ উচ্চতার) সমান হবে।


গ্রুপ বা ইউনিট পতাকা – সমাপ্ত