স্কাউট সালাম

পদ্ধতি: স্কাউটরা তিন আঙ্গুলে সালাম দেয়। ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল ভাঁজ করে হাতের তালুর ওপর নিয়ে তা বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে এবং বাকি তিনটি আঙ্গুল একত্রিত করে (স্কাউট চিহ্নের অনুরূপ করে) সোজা অবস্থায় তর্জনী আঙ্গুলের মাথা ডান চোখের ওপরে কপালের ভ্রুর কোণা স্পর্শ করাবে। হাতের তালু সামনের দিকে এবং ঊর্ধ্ববাহু শরীরের সাথে ৯০° কোণের সমান করে ধরতে হবে। এটি হচ্ছে স্কাউটদের সালাম দেয়ার নিয়ম বা পদ্ধতি। ইংরেজিতে এটিকে বলা যায়, “Long way up and short way down”.

scout salute (স্কাউট সালাম)
স্কাউট সালাম

অনুশীলন: আয়নার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে স্কাউট সালামের অনুশীলন করা যায়। তাছাড়া যে কোনো স্কাউট-এর সাথে দেখা হওয়া মাত্রই সালামের আদান-প্রদানের মাধ্যমে স্কাউট সালাম অনুশীলন করা যায়।


সালামের ব্যবহার:

  • সম্ভাষণের জন্য স্কাউট সালাম ব্যবহার করা হয়।
  • জাতীয় পতাকা ও স্কাউট পতাকাকে সম্মান প্রদর্শনের সময় স্কাউট সালাম দেওয়া হয়।
  • স্কাউট পোশাক পরিহিত থাকা অবস্থায় একজন স্কাউট অন্য একজন স্কাউটের সাথে সাক্ষাতের সময় স্কাউট সালাম দিয়ে থাকে।

স্কাউট সালাম – সমাপ্ত