উপদলীয় কার্যাবলী

উপদলের সদস্যদের ও ইউনিট লিডারের নাম জানা : স্কাউটদের সকল কাজ উপদল পদ্ধতিতে পরিচালিত হয়। এই পদ্ধতিতে ছয় থেকে আট জন স্কাউট নিয়ে এক একটি উপদল গঠিত হয়। প্রতিটি উপদলে একজন উপদল নেতা থাকে এবং একজন সহকারী উপদল নেতা থাকে। উপদলের অন্যান্য সদস্যদেরও বিভিন্ন দায়িত্ব থাকে। প্রত্যেক উপদলের আলাদা নাম, চিহ্ন, পরিচয়ের সুবিধার জন্য সবার নাম ও ঠিকানা এবং অন্যান্য পরিচিতি মনে রাখতে হয়। দুই থেকে চারটি উপদল নিয়ে একটি ইউনিট বা দল গঠিত হয় এবং এই দলের একজন বয়স্ক নেতা থাকেন যাকে স্কাউট লিডার বলা হয়।

তােমাদের কর্তব্য হলাে তােমার উপদলের সদস্যদের এবং স্কাউট লিডারের নাম ও ঠিকানা জানা এবং সবার বসবাসস্থানকে চেনা। মনে রাখার সুবিধার জন্য তােমার ডায়েরি বা নােটবুকে উপদলের সবার নাম ঠিকানা লিখে রাখতে পারাে।

উপদলীয় ডাক দিতে পারা, চিহ্ন প্রদর্শন করতে পারা :

তুমি যে উপদলে অবস্থান করছ সেই নিজ নিজ উপদলের ডাক দেওয়া জানতে হবে এবং উপদলের চিহ্ন প্রদর্শন করতে হবে । যেমন :

upodoliyo karjaboli (উপদলীয় কার্যাবলী)

নােট : যদি প্রাণীর নাম দেওয়া হয় তাহলে প্রাণীর ডাক ও চিহ্ন প্রদর্শন করতে হবে।

উপদলীয় ও দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা :

উপদলের সদস্যগন নিজ নিজ উপদল ও দলীয় কার্যক্রমে নিমের পদ্ধতি অনুসরন করে অংশগ্রহণ করতে পারে। যেমন –

  • ট্রপ মিটিং এ অংশগ্রহণ করা।
  • ডেন পরিস্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করা।
  • ক্যাম্প বা তাঁবুবাসে অংশ গ্রহণ করা।
  • বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করা।
  • বার্ষিক ক্রীড়া প্রতিযােগিতার সেবা কার্যক্রমে অংশগ্রহণ করা।
  • বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান বা স্কাউটস ওন এ অংশগ্রহণ করা।
  • হাইকিং বা ভ্রমনে অংশগ্রহণ করা।
  • বনকলা বা প্রকৃতি পর্যবেক্ষনে অংশগ্রহণ করা।
  • পাইওনিয়ারিং এ অংশগ্রহণ করা।
  • মার্চ পাস্ট-এ অংশগ্রহণ করা।
  • সমাজ সেবা ও সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা।

উপদলীয় কার্যাবলী – সমাপ্ত