স্কাউট করমর্দন

আমাদের দেশের স্কাউটরা ডান হাতে করমর্দন করে থাকে। যদিও পূর্বে বাংলাদেশের স্কাউটরা বাম হাতে করমর্দন করত। পরবর্তীকালে দেশের ঐতিহ্যের সাথে সঙ্গতি রেখে ডান হাতে করমর্দন করার প্রথা চালু করা হয়। তাই এই প্রথা অনুযায়ী বাংলাদেশের স্কাউটরা ডান হাতে করমর্দন বা হ্যান্ডশেক করে। এখনও বিশ্বের অনেক দেশে স্কাউটরা বাম হাতে হ্যান্ডশেক করে।

scout handshake (স্কাউট করমর্দন)
স্কাউট করমর্দন

আদিমকালে মানুষ একজন আরেকজনকে সহজে বিশ্বাস করত না। তাই অপরিচিত কোনো একজন অপরজনকে দেখলে হাতে কোন অস্ত্র নেই এবং মনে কোন খারাপ চিন্তা নেই, তা বোঝানোর জন্য পরস্পর খালি হাতে করমর্দন করতো এবং অপরজনের বিশ্বাস অর্জন করত। বিশ্বের প্রায় সব দেশেই এক হাতে করমর্দন করা হয়, তবে কোনো কোনো দেশে দু’হাতে করমর্দন করা হয়ে থাকে।


স্কাউট করমর্দন – সমাপ্ত