প্রযুক্তি শেখা

(১) ল্যান্ড ফোন/মােবাইল ফোনের ব্যবহার :

ক) ল্যান্ড ফোন-এর ব্যবহার।
কল প্রদান করার জন্য : ফোন সেটের রিসিভার তুলে অথবা হ্যান্ডসফ্রি বাটন চেপে কাঙ্খিত বা প্রয়ােজনীয় নম্বর চেপে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে ঐ নম্বরে কল চলে যাবে। নম্বরটি ব্যস্ত থাকলে দ্রুত বীপ টোন শােনা হবে। কথা শেষে রিসিভার যথা স্থানে রেখে দিতে হবে।

কল গ্রহন করার জন্য : কল আসলে টেলিফোন সেটে রিং বাজবে তখন রিসিভার তুললে কল রিসিভ হবে, কথা শেষে রিসিভার যথাস্থানে রেখে দিতে হবে।


খ) মােবাইল ফোন-এর ব্যবহার।
কল প্রদান করার জন্য : কাঙ্খিত প্রয়ােজনীয় নম্বর ক্লিক-এর মাধ্যমে স্কীনে নম্বর উঠানাের পর সবুজ বাটন-এ চাপদিলে ঐ নম্বরে কল চলে যাবে। নম্বরটি ব্যস্ত থাকলে স্কীনে Number Busy লেখা প্রদর্শন করবে। কথা শেষে লাল বাটন-এ চাপ দিলে লাইন কেটে যাবে।

কল গ্রহন করার জন্য : যখন কল আসবে তখন মােবাইলে রিংটোন বাজবে, সবুজ বাটনে চাপ দিলে কল রিসিভ হবে এবং কথা বলা যাবে। কথা বলা শেষে লাল বাটনএ চাপ দিলে লাইন কেটে যাবে।

২) টেলিফোনে সঠিক পদ্ধতিতে কথা আদান প্রদান করতে পারা :

দিনের সময় অনুযায়ী কথা বলার সূচনা করতে হবে। সকালবেলায় “শুভ সকাল দুপুর বেলায় “শুভ অপরাহ্ন” সন্ধ্যাবেলায় “শুভ সন্ধ্যা” বলে কথা শুরু করা। ধর্মীর রীতিনীতি অনুযায়ী কুশল বিনিময়ের মাধ্যমে নিজের পরিচয় প্রথমে তুলে ধরতে হবে। কথা শেষে ধন্যবাদ বা ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী বিদায় নিতে হবে। অর্থাৎ কথা বলার শুরুতে ও শেষে সালাম, আদাব, নমস্কার প্রভৃতি দেওয়া ধর্মীয় রীতি ও শিষ্টাচারে বহি:প্রকাশ।


গান জানা

প্রত্যেক স্কাউটকে নির্দিষ্ট কতকগুলি গান জানতে হবে। গানের কথা মুখস্ত করতে হবে ও সঠিক সুরে গাইতে হবে। যেমন- জাতীয় সংগীত, প্রার্থনা সংগীত, দেশের গান, স্কাউটের গান প্রভৃতি। আমরা জাতীয় সংগীত গাই, টুপ মিটিংয়ে প্রার্থনা সংগীত গাই । এছাড়াও বিভিন্ন সময় স্কাউট অনুষ্ঠানে অংশগ্রহণকালীন নিজেকে আরাে সজীব ও আনন্দময় কাজের পরিবেশ তৈরির জন্য একত্রে গান গাই । অনুষ্ঠানে যােগ দিলে নির্দিষ্ট কিছু গান গাইতে হয়। এই গানগুলির কথা ও সুর জানা থাকলে সবাই এক সাথে গাওয়া যায়। সদস্য ব্যাজ অর্জনের জন্য তােমাকে তিনটি গান শিখতে হবে। স্কাউট আদর্শতে তােমাকে জাতীয় সংগীতপ্রার্থনা সংগীত গাইতে পারতে হবে। এ ক্ষেত্রে তুমি জাতীয় সংগীত ও প্রার্থনা সংগীত শেখার মাধ্যমে গান জানা বিষয়টি সম্পন্ন করতে পার। আলাদাভাবে শেখার প্রয়ােজন নেই। তবে তুমি এই গানগুলির কথা ও সুর সঠিভাবে জানতে গানের সিডি সংগ্রহ করতে পার। এই সিডি স্কাউট শপে পাওয়া যাবে; সাথে গানের কথার একটি বইও পাওয়া যাবে।


প্রযুক্তি শেখা – সমাপ্ত