প্রশ্ন : ট্রুপ মিটিং কী?
উত্তর : সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে স্কাউট প্রােগ্রাম বাস্তবায়নের জন্য ৬০ থেকে ৯০ মিনিটের স্কাউট কর্মসূচী।
প্রশ্ন : ট্রুপ মিটিং কে পরিচালনা করেন?
উত্তর : ইউনিট লিডার বা স্কাউট লিডার ট্রুপ মিটিং পরিচালনা করেন।
প্রশ্ন : ট্রুপ মিটিং কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ট্রুপ মিটিং পতাকা দন্ডের সামনে অনুষ্ঠিত হয়।
প্রশ্ন : ট্রুপ মিটিং কিভাবে অনুষ্ঠিত হয়?
উত্তর : পতাকান্ডের সামনে অশ্ব ক্ষুরাকৃতিতে দাঁড়িয়ে ট্রুপ মিটিং অনুষ্ঠিত হয়।
প্রশ্ন : ট্রুপ মিটিং-এ কোন গান গাওয়া হয়?
উত্তর : ট্রুপ মিটিং-এ প্রার্থনা সংগীত গাওয়া হয়।
প্রশ্ন : ট্রুপ মিটিং-এ কে পতাকা উত্তোলন করে?
উত্তর : ট্রুপ মিটিং-এ স্কাউট/ইউনিট লিডার পতাকা উত্তোলন করেন।
প্রশ্ন : ট্রুপ মিটিং-এ কে পরিদর্শন, চাঁদা আদায় এবং রিপাের্ট পেশ করে?
উত্তর : ট্রুপ মিটিং-এ প্যাট্রোল লিডারগণ নিজ প্যাট্রোলের পরিদর্শন, চাঁদা আদায় ও রিপাের্ট পেশ করে।
প্রশ্ন : ট্রুপ মিটিং এর ধারাবাহিক কাজগুলি কী কী ?
উত্তর : ট্রুপ মিটিং- এর ধারাবাহিক কাজগুলি যথা :
| কাজ | দায়িত্ব | সময় |
|---|---|---|
| উপস্থিতি | সকলে | ১ মিনিট |
| পতাকা উত্তোলন | স্কাউট লিডার | ২ মিনিট |
| প্রার্থনা সংগীত | সকলে/স্কাউট | ৩ মিনিট |
| পরিদর্শন, চাঁদা আদায় ও রিপাের্টিং | উপদল নেতাগণ | ৫ মিনিট |
| ঘােষণা | স্কাউট লিডার | ৩ মিনিট |
| পুরাতন পাঠের অনুশীলন | উপদল নেতাগণ | ১০ মিনিট |
| গান/নাচ/ অভিনয়/গল্প | উপদল নেতা | ৫ মিনিট |
| নতুন পাঠ | উপদল নেতাগণ | ২০ মিনিট |
| পতাকার কাছে সমবেত হওয়া | সকলে | ২ মিনিট |
| খেলা | স্কাউট লিডার | ৪ মিনিট |
| ব্যক্তিগত পরিচ্ছন্নতা | সকলে | ২ মিনিট |
| ঘােষণা ও নিরব প্রার্থনা | স্কাউট লিডার | ২ মিনিট |
| পতাকা নামানাে ও ছুটি | স্কাউট লিডার | ১ মিনিট |
| মোট সময় = | ৬০ মিনিট |
প্রশ্ন : একটি ট্রুপ মিটিং-এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ সময় কত?
উত্তর : একটি ট্রুপ মিটিং-এর সর্বনিম্ন সময় ৬০ মিনিট এবং সর্বোচ্চ সময় ৯০ মিনিট।
Leave a Reply