স্কাউট স্তর বা ব্যাজ


প্রশ্ন : সাধারণত স্তর কাকে বলা হয়?

উত্তর : সাধারণত স্তর হলাে এক একটি ধাপ বা ভাগ। অর্থাৎ বিভিন্ন কাজের বিষয়গুলিকে নির্দিষ্ট প্রােগ্রামের মাধ্যমে কয়েকটি ভাগে বা ধাপে ভাগ করা হয়েছে এই ধাপগুলিকে এক একটি স্তর বলা হয়।


প্রশ্ন : স্কাউটদের স্তর কয়টি?

উত্তর : স্কাউটদের স্তর ৪টি।


প্রশ্ন : স্কাউটদের স্তরগুলি কী কী?

উত্তর : স্কাউটদের স্তর গুলি যথাক্রমে :

  • সদস্য স্তর।
  • স্ট্যান্ডার্ড স্তর।
  • প্রােগ্রেস স্তর।
  • সার্ভিস স্তর।

প্রশ্ন : স্কাউটদের ব্যাজ কী?

উত্তর : স্কাউটদের ব্যাজ হলাে প্রতীক বা চিহ্ন। অর্থাৎ স্কাউটদের বিভিন্ন কাজে দক্ষতা এবং পারদর্শিতা অর্জনের স্বীকৃতি স্বরূপ এক একটি প্রতীক বা চিহ্ন প্রদান করা হয় তাকে স্কাউটদের ব্যাজ বলে।


প্রশ্ন : স্কাউটদের ব্যাজ কত প্রকার?

উত্তর : স্কাউটদের ব্যাজ দুই প্রকার।


প্রশ্ন : স্কাউটদের ব্যাজগুলো কী কী?

উত্তর : স্কাউটদের ব্যাজগুলাে হলাে :

  • দক্ষতা ব্যাজ।
  • পারদর্শিতা ব্যাজ।

প্রশ্ন : স্কাউটদের দক্ষতা ব্যাজ কী?

উত্তর : স্কাউটদের ব্যাজগুলির বিভিন্ন কাজকে এক একটি নির্দিষ্ট প্রােগ্রামের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। এই নির্দিষ্ট প্রােগ্রামের কাজগুলি স্তর বা ধাপ। আর এই স্তর বা ধাপের স্বীকৃতি স্বরূপ। একটি চিহ্ন বা প্রতীক প্রদান করা হয় তাকে দক্ষতা ব্যাজ বলে।


প্রশ্ন : স্কাউটদের দক্ষতা ব্যাজ কত প্রকার?

উত্তর : স্কাউটদের দক্ষতা ব্যাজ ৪ প্রকার।


প্রশ্ন : স্কাউটদের দক্ষতা ব্যাজগুলি কী কী?

উত্তর : স্কাউটদের দক্ষতা ব্যাজগুলি যথাক্রমে :

  1. সদস্য ব্যাজ।
  2. স্ট্যান্ডার্ড ব্যাজ।
  3. প্রােগ্রেস ব্যাজ।
  4. সার্ভিস ব্যাজ।

প্রশ্ন : পারদর্শিতা ব্যাজ কী?

উত্তর : স্কাউটদের বিষয় ভিত্তিক বিভিন্ন কাজ করতে হয়। এই বিষয় ভিত্তিক কাজের স্বীকৃতি স্বরূপ এক একটি চিহ্ন বা প্রতীক প্রদান করা হয় তাকে পারদর্শিতা ব্যাজ বলে ।


প্রশ্ন : স্কাউটদের পারদর্শিতা ব্যাজকে কয়টি গ্রুপে ভাগ করা হয়েছে?

উত্তর : স্কাউটদের পারদর্শিতা ব্যাজসমূহকে ১০টি সাধারণ গ্রুপ এবং ৩টি বিশেষ গ্রুপে ভাগ করা হয়েছে।


প্রশ্ন : পারদর্শিতা ব্যাজের সাধারণ গ্রুপগুলির নাম কী?

উত্তর : পারদর্শিতা ব্যাজের সাধারণ গ্রুপের নাম যথাক্রমে :

  1. চেতনা।
  2. ব্যক্তিগত দক্ষতা।
  3. প্রকৃতি পর্যবেক্ষণ।
  4. আনন্দ।
  5. গৃহশিল্প।
  6. গাছের যত্ন।
  7. কারুশিল্প।
  8. প্রাণীর যত্ন।
  9. স্বাস্থ্য ও জনসেবা।
  10. প্রযুক্তি।

প্রশ্ন : পারদর্শিতা ব্যাজের বিশেষ গ্রুপগুলোর নাম কী?

উত্তর : পারদর্শিতা ব্যাজের বিশেষ গ্রুপগুলির নাম যথাক্রমে :

  1. নৌ কুশলী।
  2. বিমান কুশলী।
  3. রেলওয়ে কুশলী।

প্রশ্ন : পারদর্শিতা ব্যাজের সর্বমােট সংখ্যা কত?

উত্তর : পারদর্শিতা ব্যাজ সাধারণ গ্রুপে ৯৪টি এবং বিশেষ গ্রুপে ৩২ টি সহ সর্বমােট ১২৬টি পারদর্শিতা ব্যাজ আছে।


প্রশ্ন : গ্রুপ ভিত্তিক পারদর্শিতা ব্যাজ এর সংখ্যা কত?

উত্তর : গ্রুপ ভিত্তিক পারদর্শিতা ব্যাজ এর সংখ্যা যথাক্রমে নিম্নরুপ :

  • চেতনা গ্রুপে ৪টি,
  • ব্যক্তিগত দক্ষতা গ্রুপে ১৯টি,
  • প্রকৃতি পর্যবেক্ষণ গ্রুপে ৬টি,
  • আনন্দ গ্রুপে ৬টি,
  • গৃহশিল্প গ্রুপে ৭টি,
  • গাছের যত্ন গ্রুপে ১০টি,
  • কারুশিল্প গ্রুপে ১২টি,
  • প্রাণীর যত্ন গ্রুপে ৯টি,
  • স্বাস্থ্য ও জনসেবা গ্রুপে ১১ টি,
  • প্রযুক্তি গ্রুপে ১১টি,
  • নৌ কুশলী গ্রুপে ১৪টি,
  • বিমান কুশলী গ্রুপে ১১টি,
  • রেলওয়ে কুশলী গ্রুপে ৭টি।

প্রশ্ন : সদস্য ব্যাজ স্তরে কতটি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হবে?

উত্তর : সদস্য ব্যাজে পারদর্শিতা ব্যাজ অর্জন করার প্রয়ােজন নেই।


প্রশ্ন : স্ট্যান্ডার্ড ব্যাজ স্তরে কতটি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়?

উত্তর : স্ট্যান্ডার্ড ব্যাজে ৪টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়।


প্রশ্ন : প্রোগ্রেস ব্যাজ স্তরে কতটি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়?

উত্তর : প্রােগ্রেস ব্যাজে ৪টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়।


প্রশ্ন : সার্ভিস ব্যাজ স্তরে কতটি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়?

উত্তর : সার্ভিস ব্যাজে ৪টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়।


প্রশ্ন : প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য কতটি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়?

উত্তর : প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য ৪টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়।


প্রশ্ন : প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য সর্বমােট কতটি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়?

উত্তর : প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য সর্বমােট ১৬টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হবে।


প্রশ্ন : কতদিনে একজন নবাগত সদস্য ব্যাজ অর্জন করতে পারবে?

উত্তর : ৩ মাসে একজন নবাগত সদস্য ব্যাজ অর্জন করতে পারবে।


প্রশ্ন : কতদিনে একজন স্কাউট স্ট্যান্ডার্ড ব্যাজ অর্জন করতে পারবে?

উত্তর : ৬-৯ মাসের মধ্যে একজন স্কাউট স্ট্যান্ডার্ড ব্যাজ অর্জন করতে পারবে।


প্রশ্ন : কতদিনে একজন স্কাউট প্রােগ্রেস ব্যাজ অর্জন করতে পারবে?

উত্তর : ৬-৯ মাসের মধ্যে একজন স্কাউট প্রােগ্রেস ব্যাজ অর্জন করতে পারবে।


প্রশ্ন : কতদিনে একজন স্কাউট সাভির্স ব্যাজ অর্জন করতে পারবে?

উত্তর : ৬-৯ মাসের মধ্যে একজন স্কাউট সার্ভিস ব্যাজ অর্জন করতে পারবে।


প্রশ্ন : কতদিনে একজন স্কাউট প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রোগ্রাম সমাপ্ত করতে পারবে?

উত্তর : ৪-৬ মাসের মধ্যে একজন স্কাউট প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে পারবে।


প্রশ্ন : গ্রুপ ভিত্তিক পারদর্শিতা ব্যাজ অর্জনের নিয়ম কী?

উত্তর : একজন স্কাউট পারদর্শিতা ব্যাজ বাছাইয়ের সময়ে চেতনা গ্রুপ থেকে ১টি এবং অন্যান্য গ্রুপ থেকে ১টি করে আরাে ৩টি, সর্বমােট ৪টি ব্যাজ গ্রহণ করবে।


প্রশ্ন : একজন স্কাউটকে কোন গ্রুপ থেকে সব ব্যাজে আবশ্যিকভাবে পারদর্শিতা ব্যাজ গ্রহণ করতে হবে?

উত্তর : একজন স্কাউটকে প্রত্যেক স্তরে চেতনা গ্রুপ থেকে আবশ্যিকভাবে ১টি করে পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হবে।


প্রশ্ন : একজন স্কাউট কতদিন পর্যন্ত স্কাউট সদস্য হিসেবে ইউনিটে সম্পৃক্ত থাকতে পারবে।

উত্তর : একজন স্কাউট সর্বনিম্ন ২৫ মাস এবং সর্বোচ্চ ৩৩ মাস পর্যন্ত স্কাউট সদস্য হিসেবে ইউনিটে সম্পৃক্ত থাকতে পারবে।


প্রশ্ন : সদস্য ব্যাজ অর্জনের জন্য কমপক্ষে কতটি ট্রুপ মিটিং-এ অংশগ্রহণ করতে হবে?

উত্তর : সদস্য ব্যাজ অর্জনের জন্য কমপক্ষে ৮টি ট্রুপ মিটিং-এ অংশগ্রহণ করতে হবে।


প্রশ্ন : স্ট্যান্ডার্ড ব্যাজ অর্জনের জন্য কতটি ট্রুপ মিটিং-এ অংশগ্রহণ করতে হবে?

উত্তর : স্ট্যান্ডার্ড ব্যাজ অর্জনের জন্য ১২-১৫টি ট্রুপ মিটিং-এ অংশগ্রহণ করতে হবে।


প্রশ্ন : প্রােগ্রেস ব্যাজ অর্জনের জন্য কতটি ট্রুপ মিটিং-এ অংশগ্রহণ করতে হবে?

উত্তর : প্রােগ্রেস ব্যাজ অর্জনের জন্য ১২-১৫টি ট্রুপ মিটিং-এ অংশগ্রহণ করতে হবে।


প্রশ্ন : সাভির্স ব্যাজ অর্জনের জন্য কতটি ট্রুপ মিটিং-এ অংশগ্রহণ করতে হবে?

উত্তর : সার্ভিস ব্যাজ অর্জনের জন্য ১২-১৫টি ট্রুপ মিটিং-এ অংশগ্রহণ করতে হবে।


প্রশ্ন : প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য কমপক্ষে কতটি ট্রুপ মিটিং-এ অংগ্রহণ করতে হবে?

উত্তর : প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য কমপক্ষে ৮টি ট্রুপ মিটিং -এ অংশগ্রহণ করতে হবে।


প্রশ্ন : একজন স্কাউটকে পি. এস. – এর জন্য কতদিনের কতটি ক্যাম্প-এ অংশগ্রহন করতে হবে?

উত্তর : একজন স্কাউটকে পি. এস. -এর জন্য ১টি ডে ক্যাম্প ও ১টি তিন দিনের ক্যাম্প, উপজেলা, জেলা সমাবেশ বা জাম্বুরীতে অংশগ্রহণ করতে হবে।


প্রশ্ন : একজন স্কাউটকে কোন ব্যাজে প্রতিমাসে কত টাকা সঞ্চয় করতে হবে?

উত্তর : একজন স্কাউটকে প্রতিমাসে স্ট্যান্ডার্ড ব্যাজে ১০/- টাকা, প্রােগ্রেস ব্যাজে ১৫/- টাকা এবং সার্ভিস ব্যাজে ২০/- টাকা সঞ্চয় করতে হবে।


প্রশ্ন : একজন স্কাউটকে কোন ব্যাজে কতটি স্কাউট গান জানতে হবে?

উত্তর : একজন স্কাউটকে সদস্য ব্যাজে তিনটি গান স্ট্যান্ডার্ড স্তরে-চারটি গান, প্রােগ্রেস স্তরে তিনটি গান, সার্ভিস ব্যাজে দুইটি গান এবং পিএস অ্যাওয়ার্ডের জন্য দুইটি গান জানতে হবে।


প্রশ্ন : কাদের জন্য স্কাউট শাখায় সদস্য ব্যাজ অর্জনের সময় কম লাগবে?

উত্তর : একজন চাঁদ-তারা অর্জনকারী কাব স্কাউট, স্কাউট শাখায় ভর্তি হলে কম সময়ে সদস্য ব্যাজ অর্জন করবে।


প্রশ্ন : একজন চাঁদ-তারা অর্জনকারী কাব স্কাউট, স্কাউট শাখায় কতদিনে সদস্য ব্যাজ অর্জন করতে পারবে?

উত্তর : একজন চাঁদ-তারা অর্জনকারী কাব, স্কাউট শাখায় ১ মাস সময়ে সদস্য ব্যাজ অর্জন করতে পারবে।


প্রশ্ন : একজন চাঁদ-তারা অর্জনকারী কাব স্কাউট, স্কাউট শাখায় সদস্য ব্যাজ অর্জনের জন্য কয়টি ট্রুপ মিটিং-এ অংশগ্রহণ করবে?

উত্তর : একজন চাঁদ-তারা অর্জনকারী কাবকে স্কাউট শাখায় সদস্য ব্যাজ অর্জনের জন্য কমপক্ষে ৪টি ট্রুপ মিটিং-এ অংশগ্রহণ করতে হবে।