স্কাউটিং কি এবং কেন?


প্রশ্ন : স্কাউটিং কী?

উত্তর : স্কাউটিং হচ্ছে যুব সম্প্রদায়ের জন্য একটি শিক্ষামূলক গতিশীল এবং বয়স্ক নেতাদের সহায়তায় পরিচালিত আন্দোলন যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক আন্দোলন।


প্রশ্ন : স্কাউটিং কেন?

উত্তর : যুব সম্প্রদায়কে শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্নিক শিক্ষা দিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগতভাবে সৎ, সুন্দর, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং।


প্রশ্ন : বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের মূলনীতি কী?

উত্তর : বিশ্বব্যাপী স্কাউট আন্দোলন নিম্নেবর্ণিত ৩টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত –

  1. স্রষ্টার প্রতি কর্তব্য পালন (আধ্যাত্নিক দিক),
  2. নিজের প্রতি কর্তব্য পালন (ব্যক্তিগত দিক),
  3. অপরের প্রতি কর্তব্য পালন (সামাজিক দিক)।

প্রশ্ন : স্কাউটিং এর মূলনীতিকে ইংরেজীতে কী ভাবে বলা হয়?

উত্তর : স্কাউটিং এর ৩টি মূলনীতিকে ইংরেজিতে বলা হয় –

  • Duty to God,
  • Duty to Self and
  • Duty to Other.

প্রশ্ন : স্কাউটিং পদ্ধতি কী?

উত্তর : স্কাউটিং পদ্ধতি একটি ধারাবাহিক স্ব-শিক্ষামূলক প্রক্রিয়া, যার উপাদানগুলি হচ্ছে :

  1. প্রতিজ্ঞা ও আইনের চর্চা এবং তার প্রতিফলন।
  2. হাতে কলমে শিক্ষা।
  3. ছােট ছােট দলের সদস্য হিসেবে কাজ করা (যেমন – ষষ্টক/উপদল পদ্ধতি)।
  4. ক্রমােন্নতিশীল ও উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম (ব্যাজ পদ্ধতি)।
  5. বয়স্ক নেতার সহায়তা।
  6. প্রকৃতি পর্যবেক্ষণ।
  7. প্রতীকি কাঠামাে।

প্রশ্ন : স্কাউট প্রােগ্রামের লক্ষ্য কী?

উত্তর : স্কাউট প্রােগ্রামের লক্ষ্য যথাক্রমে :

  1. শেখার জন্য কাজ।
  2. উপার্জনের জন্য শেখা।
  3. বাঁচার জন্য উপার্জন।
  4. সেবা কাজের জন্য বাঁচা।

প্রশ্ন : স্কাউট প্রােগ্রামের উদ্দেশ্য কী?

উত্তর : স্কাউট প্রােগ্রামের উদ্দেশ্য যথাক্রমে :

  • নাগরিকত্ববােধ উন্নয়ন।
  • বুদ্ধিমত্তার উন্নয়ন।
  • শারীরিক উন্নয়ন।
  • আধ্যাত্নিক উন্নয…
  • সৃজনী শক্তির বিকাশ সাধন।
  • নেতৃত্ববােধের বিকাশ সাধন।
  • সমাজ উন্নয়ন।
  • আত্ননির্ভরশীলতা।

প্রশ্ন : স্কাউটিং কবে থেকে শুরু হয়?

উত্তর : ১৯০৭ সাল থেকে স্কাউটিং শুরু হয়।


প্রশ্ন : কোথা থেকে স্কাউটিং শুরু হয়?

উত্তর : লন্ডনের পােল হারবারে অবস্থিত ব্রাউনসী দ্বীপ থেকে স্কাউটিং শুরু হয়।


প্রশ্ন : স্কাউট আন্দোলন কে শুরু করেন?

উত্তর : রবার্ট স্টীফেনশন স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়ের (Robert Stephenson Smyth lord Baden Powell) নামের একজন ব্যক্তি স্কাউট আন্দোলন শুরু করেন।


প্রশ্ন : বাংলাদেশে স্কাউটিং এর কয়টি শাখা আছে?

উত্তর : বাংলাদেশে স্কাউটিং এর তিনটি শাখা আছে।


প্রশ্ন : স্কাউটিং এর শাখাগুলি কী কী?

উত্তর : স্কাউটিং এর শাখাগুলি যথাক্রমে :

  • কাব স্কাউট।
  • স্কাউট ও
  • রােভার স্কাউট।

প্রশ্ন : কাদের কাব স্কাউট বলা হয়?

উত্তর : স্কাউটিং এর প্রাথমিক স্তর ৬ থেকে ১০+ বৎসর বয়সী শিশুদের কাব স্কাউট বলা হয়।


প্রশ্ন : কাদের স্কাউট বলা হয়?

উত্তর : স্কাউটিং এর মাধ্যমিক স্তর ১১ থেকে ১৬+ বৎসর বয়সী কিশাের-কিশােরীদের স্কাউট বলা হয়।


প্রশ্ন : কাদের রােভার স্কাউট বলা হয় ?

উত্তর : স্কাউটিং এর শেষ স্তর ১৭ থেকে ২৫ বৎসর বয়সী যুবক-যুবতীদের রােভার স্কাউট বলা হয়। এরা সাধারণত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।


প্রশ্ন : স্কাউটিং এ এডাল্ট লিডার কাদের বলা হয়?

উত্তর : স্কাউটিং এ অভিজ্ঞ শিক্ষক, নেতৃত্বদানকারী অভিজ্ঞ ব্যক্তিবর্গকে এ্যাডাল্ট লিডার বলা হয়।


প্রশ্ন : স্কাউটসের মূলমন্ত্র বা মটো কী?

উত্তর : স্কাউটসের মূলমন্ত্র বা মটো “সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা”।


প্রশ্ন : ইংরেজীতে স্কাউটসের মূলমন্ত্র বা মটো কেমন হবে?

উত্তর : ইংরেজীতে স্কাউটসের মূলমন্ত্র বা মটো – Do your best to be prepared for service.


প্রশ্ন : রােভার স্কাউটদের মটো কী?

উত্তর : রােভার স্কাউটদের মটো “সেবা” (Service)


প্রশ্ন : ইংরেজীতে স্কাউট (scout) বানানকে কী ভাবে ব্যাখ্যা করা যায়?

উত্তর : ইংরেজীতে স্কাউট (scout) বানানকে নিম্নলিখিত ভাবে ব্যাখ্যা করা যায় –

  • S = smart = চটপটে।
  • C = Clever = চালাক অথবা Careful = যত্নশীল।
  • O = Obedient = বিশ্বস্ত।
  • U = Universal =সার্বজনীন অথবা Unity = একতাবদ্ধ।
  • T = Truthful = সত্যবাদী।