প্রশ্ন : ইউনিট লিডার কাকে বলা হয়?
উত্তর : স্কাউটিং এর যে কোন শাখার একটি ইউনিটের দায়িত্ব প্রাপ্ত এবং স্কাউট লিডার প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিকে ইউনিট লিডার বলা হয়।
প্রশ্ন : একজন ইউনিট লিডারের কী কী দায়িত্ব ও কর্তব্য?
উত্তর : একজন ইউনিট লিডারের দায়িত্ব ও কর্তব্য প্রধানত :
- সদস্যদের প্রতি দায়িত্ব ও কর্তব্য
- দলের প্রতি দায়িত্ব ও কর্তব্য।
- অন্যের প্রতি দায়িত্ব ও কর্তব্য।
- নিজের প্রতি দায়িত্ব ও কর্তব্য।
- আন্দোলনের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।
প্রশ্ন : একজন ইউনিট লিডারের কী কী যােগ্যতা থাকতে হবে?
উত্তর : একজন ইউনিট লিডারের যােগ্যতা প্রধানত :
- অবশ্যই বয়স্ক হতে হবে (২০ থেকে ৬৫ বৎসর)।
- সাফল্যের সাথে বেসিক কোর্স সমাপ্তকারী।
- স্কাউট আদর্শে বিশ্বাসী।
- ইউনিট লিডারের গুণাবলী সম্পন্ন।
প্রশ্ন : একজন ইউনিট লিডারের কী কী গুণাবলী থাকা উচিত?
উত্তর : একজন ইউনিট লিডারের নিম্নলিখিত গুণবলী থাকা উচিত :
- স্কাউট অভিজ্ঞ
- মঙ্গলাকাঙ্খী।
- সাহসী ও উদ্যমী
- পরিকল্পনাকারী
- সংস্কারমুক্ত
- নেতৃত্বদানকারী বা কর্মতৎপরতা।
- সৌজন্যবোেধ।
- সদিচ্ছা।
প্রশ্ন : ইউনিট লিডারদের জন্য বাংলাদেশ স্কাউটস-এর ট্রেনিং স্কীমকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : ইউনিট লিডারদের জন্য বাংলাদেশ স্কাউটসের ট্রেনিং স্কীমকে ৫ টি স্তরে ভাগ করা হয়েছে।
প্রশ্ন : ইউনিট লিডারদের ট্রেনিং স্কীমগুলাে কি কি?
উত্তর : ইউনিট লিডারদের ট্রেনিং স্কীমগুলাে যথাক্রমে :
- অরিয়েন্টেশন কোর্স – প্রথম স্তর।
- বেসিক কোর্স – দ্বিতীয় স্তর।
- ইন সার্ভিস ট্রেনিং – তৃতীয় স্তর।
- এ্যাডভান্স কোর্স – চতুর্থ স্তর।
- ইন সার্ভিস ট্রেনিং – পঞ্চম স্তর।
প্রশ্ন : ইউনিট লিডারদের ট্রেনিংকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : ইউনিট লিডারদের ট্রেনিংকে ২ ভাগে ভাগ করা হয়েছে।
প্রশ্ন : ইউনিট লিডারদের ট্রেনিংগুলি কি কি?
উত্তর : ইউনিট লিডারদের ট্রেনিংগুলি যথাক্রমে :
- ফরমাল বা প্রাতিষ্ঠানিক ট্রেনিং।
- ইনফরমাল ট্রেনিং বা অপ্রাতিষ্ঠানিক ট্রেনিং।
প্রশ্ন : ফরমাল ট্রেনিং বা প্রাতিষ্ঠানিক ট্রেনিং কাকে বলে?
উত্তর : কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে অবস্থান করে বা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহনকে ফরমাল ট্রেনিং বা প্রাতিষ্ঠানিক ট্রেনিং বলে।
প্রশ্ন : ইনফরমাল ট্রেনিং বা অপ্রাতিষ্ঠানিক ট্রেনিং কাকে বলে?
উত্তর : ফরমাল ট্রেনিংয়ের পর দলে কাজ করা এবং অভিজ্ঞ স্কাউটার বা দক্ষ ব্যক্তির পরামর্শে আন্ত উন্নয়ন ঘটানাের মাধ্যমকে ইনফরমাল ট্রেনিং বা অপ্রাতিষ্ঠানিক ট্রেনিং বলে
প্রশ্ন : একজন ইউনিট লিডার দক্ষতা ও পারদর্শিতা ব্যাজ কোথায় পরিধান করবেন?
উত্তর : দক্ষতা ও পারদর্শিতা ব্যাজ শুধুমাত্র ছেলেমেয়েদের জন্য বিধায় ইউনিট লিডার পরিধান করতে পারবেন না।
প্রশ্ন : দক্ষতা ব্যাজের সাক্ষাতকার কে গ্রহন করতে পারবেন?
উত্তর : বিভিন্ন শাখার বেসিক প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিট লিডার নিজ নিজ শাখার সদস্য এবং পরবর্তী দক্ষতা ব্যাজের সাক্ষাতকার গ্রহন করতে পারবেন।
প্রশ্ন : সদস্য ও পরবর্তী উচ্চতর দক্ষতা ব্যাজের সাক্ষাতকার কে গ্রহন করতে পারবেন?
উত্তর : সদস্য ও পরবর্তী উচ্চতর দক্ষতা ব্যাজের সাক্ষাতকার যে কোন একজন শাখা ভিত্তিক উডব্যাজধারী স্কাউট লিডার গ্রহন করতে পারবেন।
প্রশ্ন : অ্যাডাল্ট লিডার কাদের বলা হয়?
উত্তর : ইউনিট লিডার বা বয়স্ক নেতাদের অ্যাডাল্ট লিডার বলা হয়।
প্রশ্ন : অ্যাডাল্ট লিডারদের জন্য বিপির লেখা বই এর নাম কী?
উত্তর : অ্যাডাল্ট লিডারদের জন্য বিপির লেখা বই এর নাম – এইডস টু স্কাউট মাস্টারশীপ।
প্রশ্ন : অ্যাডাল্ট লিডারদের জন্য বিপি কত সালে বই লেখেন?
উত্তর : ১৯২০ সালে বিপি অ্যাডাল্ট লিডারদের জন্য বই লেখেন।
Leave a Reply