স্কাউট ইউনিট, গ্রুপ, উপজেলা, জেলা, অঞ্চল


প্রশ্ন : স্কাউট ইউনিট কাকে বলে?

উত্তর : স্কুল বা কোন প্রতিষ্ঠানের একটি কাব/স্কাউট দলকে ইউনিট বলে।


প্রশ্ন : একটি কাব স্কাউট ইউনিটে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কতজন কাব স্কাউট সদস্য থাকে?

উত্তর : একটি কাব স্কাউট ইউনিটে সর্বোচ্চ ২৪ জন এবং সর্বনিম্ন ১২ জন কাব স্কাউট সদস্য থাকে।


প্রশ্ন : কয়টি ষষ্ঠক নিয়ে একটি কাব ইউনিট বা দল গঠিত হয়?

উত্তর : ২ থেকে ৪টি ষষ্ঠক নিয়ে একটি কাব ইউনিট বা স্কাউট গ্রুপে যােগদানের আহ্বান দল গঠিত হয় ।


প্রশ্ন : সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত জন সদস্য নিয়ে একটি স্কাউট ইউনিট বা দল গঠিত হয়?

উত্তর : সর্বোচ্চ ৩২ জন এবং সর্বনিম্ন ১৬ জন নিয়ে স্কাউট সদস্য নিয়ে একটি স্কাউট ইউনিট গঠিত হয়।


প্রশ্ন : কয়টি প্যাট্রোল বা উপদল নিয়ে একটি স্কাউট দল গঠিত হয়?

উত্তর : ২ থেকে ৪টি প্যাট্রোল বা উপদল নিয়ে একটি স্কাউট দল বা ইউনিট গঠিত হয়।


প্রশ্ন : আকেলা কাকে বলা হয়?

উত্তর : কাব স্কাউট শিক্ষককে আকেলা বলা হয়।


প্রশ্ন : ইউনিট লিডার কাকে বলা হয়?

উত্তর : কাব/স্কাউট শিক্ষককে ইউনিট লিডার বলা হয়।


প্রশ্ন : গ্রুপ কাকে বলে?

উত্তর : এক বা একাধিক ইউনিট নিয়ে গঠিত দলকে গ্রুপ বলে।


প্রশ্ন : গ্রুপ কত প্রকার?

উত্তর : গ্রুপ সাধারণত ২ প্রকার। যথা :

  1. নিয়ন্ত্রিত গ্রুপ।
  2. মুক্ত গ্রুপ।

প্রশ্ন : নিয়ন্ত্রিত গ্রুপ কাকে বলে?

উত্তর : অনুমােদিত স্কুল, কলেজ, মাদ্রাসা বা অনুরূপ প্রতিষ্ঠানের দ্বারা কাব, স্কাউট বয়সী ছেলে-মেয়েদেরকে নিয়ে পরিচালিত গ্রুপকে নিয়ন্ত্রিত গ্রুপ বলে।


প্রশ্ন : মুক্ত গ্রুপ কাকে বলে?

উত্তর : বিভিন্ন পাড়া, মহল্লা বা এইরূপ অন্য কোন স্থানে বিভিন্ন ব্যক্তি স্কাউট বয়সী ছেলে-মেয়েদেরকে নিয়ে পরিচালিত গ্রুপকে মুক্ত গ্রুপ বলে ।


প্রশ্ন : গ্রুপ স্কাউট লিডার কাকে বলে?

উত্তর : একটি গ্রুপ বা দল পরিচালনার জন্য একের অধিক স্কাউট লিডার বা শিক্ষক থাকলে তাদের মধ্যে সিনিয়র স্কাউট লিডারকে গ্রুপ স্কাউট লিডার বলে।


প্রশ্ন : গ্রুপ কমিটি কাকে বলে?

উত্তর : গ্রুপ বা দল পরিচালনার জন্য বা নীতি নির্ধারণে প্রতিষ্ঠান প্রধান, স্কাউট লিডার, শিক্ষক বা অভিভাবকদের নিয়ে গঠিত কমিটিকে গ্রুপ কমিটি বলে।


প্রশ্ন : গ্রুপ কমিটির সভাপতি কে?

উত্তর : যে কোন স্কুল বা প্রতিষ্ঠানের প্রধান গ্রুপ কমিটির সভাপতি হবেন।


প্রশ্ন : গ্রুপ কমিটির সম্পাদক কে হবেন?

উত্তর : ইউনিট লিডার বা স্কাউট শিক্ষক গ্রুপ কমিটির সম্পাদক হবেন।


প্রশ্ন : কতজন সদস্য নিয়ে একটি গ্রুপ কমিটি গঠিত হয়?

উত্তর : ৫/৭/৯/১১ জন বিজোড় সংখ্যার সদস্য নিয়ে একটি গ্রুপ কমিটি গঠিত হয়।


প্রশ্ন : উপজেলা স্কাউটস এর সভাপতি কে হবেন?

উত্তর : উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা স্কাউটস এর সভাপতি হবেন (পদাধিকার বলে)।


প্রশ্ন : উপজেলা স্কাউটস এর সম্পাদক কে হবেন?

উত্তর : উপজেলা স্কাউটস কাউন্সিল সদস্যদের দ্বারা নির্বাচিত বা মনােনীত ব্যক্তি উপজেলা স্কাউটস সম্পাদক হবেন।


প্রশ্ন : জেলা স্কাউটস এর সভাপতি কে হবেন?

উত্তর : জেলা প্রশাসক, জেলা স্কাউটস এর সভাপতি হবেন (পদাধিকার বলে)।


প্রশ্ন : জেলা স্কাউটস এর সম্পাদক কে হবেন?

উত্তর : জেলা স্কাউটস কাউন্সিল সদস্যদের দ্বারা নির্বাচিত বা মনােনীত ব্যক্তি জেলা স্কাউট সম্পাদক হবেন।


প্রশ্ন : আঞ্চলিক স্কাউটস এর সভাপতি কে হবেন?

উত্তর : অঞ্চল সংশিষ্ট শিক্ষা বাের্ডের চেয়ারম্যান মহােদয় আঞ্চলিক স্কাউটস এর সভাপতি হবেন (পদাধিকার বলে)।


প্রশ্ন : উপজেলা কাব স্কাউট লিডার এবং স্কাউট লিডার কে হবেন?

উত্তর : উপজেলা কমিশনার দ্বারা মনােনীত ব্যক্তি বা সুপারিশকৃত কমপক্ষে উডব্যাজধারী | ব্যক্তি উপজেলা কাব এবং স্কাউট লিডার হবেন।


প্রশ্ন : জেলা কাব স্কাউট এবং স্কাউট লিডার কে হবেন?

উত্তর : জেলা কমিশনার দ্বারা মনােনীত ব্যক্তি বা সুপারিশকৃত কমপক্ষে উডব্যাজধারী ব্যক্তি জেলা কাব এবং স্কাউট লিডার হবেন।


প্রশ্ন : এল. টি কাদের বলা হয়?

উত্তর : এল. টি শব্দের অর্থ – লিডার ট্রেইনার। যারা বাংলাদেশ স্কাউটস এর দায়িত্বপ্রাপ্ত ট্রেনিং টীমের সম্মানিত সদস্য।


প্রশ্ন : এ. এল. টি কাদের বলা হয়?

উত্তর : এ. এল. টি শব্দের অর্থ – সহকারী লিডার ট্রেইনার। যারা বাংলাদেশ স্কাউটস এর দায়িত্বপ্রাপ্ত ট্রেনিং টীমের সম্মানিত সদস্য।


প্রশ্ন : কাবডেন বা স্কাউট ডেন কাকে বলে ?

উত্তর : একটি কাব বা স্কাউট দলের নিজস্ব কার্যালয়কে কাব বা স্কাউট ডেন বলে।


প্রশ্ন : ষষ্ঠক বা উপদল (প্যাট্রোল) কর্ণার কাকে বলে?

উত্তর : একটি কাব বা স্কাউট দলের নিজস্ব কার্যালয় বা কক্ষের চার কোনার চারটি অংশকে এক একটি ষষ্ঠক বা উপদল কর্ণার বলা হয়।