স্কাউট পোশাক

স্কাউট পোশাক পরিধান ও ব্যবহারের মাধ্যমে স্কাউটদের পরিচয় পাওয়া যায়। স্কাউট পোশাক পরিধান করলে তুমি নিজেকে দক্ষ স্কাউটের একজন হিসেবে অনুভব করতে পারবে। এই পোশাক পরে কোথাও গেলে অনেক স্কাউট বন্ধু পাবে। বাংলাদেশে নৌ স্কাউট এবং এয়ার স্কাউটের পোশাক অন্যদের তুলনায় ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ স্কাউটস-এর গঠন ও নিয়ম তফসিল-১ অনুসারে সকল স্কাউটকে স্কাউট পোশাক পরিধান করতে হবে।


তাহলে আমরা এখন পোশাকের খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই:

স্কাউট পোশাক – ছেলে

  • টুপি: নেভী ব্লু রঙের পিকযুক্ত টুপি।
  • শার্ট: ছাই (অ্যাশ) রঙের কাঁধে পেটিবিহীন দুই পকেটওয়ালা (মাঝখানে প্লেটসহ ঢাকনাযুক্ত) হাফ হাতা বা ফুল হাতা শার্ট।
  • প্যান্ট: স্ট্রেট কাট গাঢ় নেভী ব্লু রঙের ফুল প্যান্ট। নিচের মুহুরী ৪০ থেকে ৪৫ সে.মি. এর মধ্যে হতে হবে।
  • বেল্ট: বাংলাদেশ স্কাউটস-এর মনোগ্রাম যুক্ত বাকল বিশিষ্ট কালো চামড়া অথবা নেভী ব্লু রঙের কাপড়ের বেল্ট।
  • জুতা: কালো রঙের জুতা।
  • মোজা: প্যান্টের সাথে মানানসই মোজা।
  • স্কার্ফ: নিজ ইউনিটের জন্য উপজেলা স্কাউটস কর্তৃক অনুমোদিত স্কার্ফ ।
  • গ্রুপ পরিচিতি: Oval বা ডিম্বাকৃতির সবুজ পটভূমিতে সাদা রঙের লেখা (প্রিন্ট বা এমব্রয়ডারি করা) গ্রুপ নম্বরসহ গ্রুপ পরিচিতি ব্যাজ শার্টের উভয় হাতার উপরের অংশে অঞ্চল পরিচিতি ব্যাজের নিচে সেলাই করে পরতে হবে।
  • দড়ি: ১ সে.মি ব্যাস বিশিষ্ট ২.৭৫ মিটার লম্বা সুতা, শন বা পাটের দড়ি স্কাউটিং পদ্ধতিতে গোছানো অবস্থায় কোমরে বেল্টের হুকের সাথে ঝুলিয়ে রাখতে হবে।
  • নাম ফলক: হালকা নীল রঙের পটভূমিতে গাড় নীল রঙের রেজিস্ট্রেশন নম্বরসহ লেখা কাপড়ের নিজ নাম ফলক ডান বুক পকেটে ঢাকনার লাইনের উপর পরতে হবে।
  • জাতীয় পতাকার রেপলিকা: নাম ফলকের উপরে জাতীয় পতাকার রেপলিকা পরতে হবে।

স্কাউট পোশাক – মেয়ে

  • টুপি: নেভী ব্লু রঙের পিকযুক্ত টুপি।
  • কামিজ: ছাই (অ্যাশ) রংয়ের লম্বা কামিজ (হাটুর চার আঙ্গুল নিচ পর্যন্ত) ও গাঢ় নেভী ব্লু রঙের ওড়না।
  • পায়জামা: গাঢ় নেভী ব্লু রঙের সালোয়ার/পায়জামা।
  • বেল্ট: বাংলাদেশ স্কাউটস-এর মনোগ্রাম যুক্ত বাকল বিশিষ্ট কালো চামড়া বা নেভি ব্লু রঙের কাপড়ের বেল্ট।
  • জুতা: কালো রংয়ের জুতা।
  • মোজা: পায়জামার সাথে মানানসই মোজা।
  • স্কার্ফ: নিজ ইউনিটের জন্য উপজেলা স্কাউটস কর্তৃক অনুমোদিত স্কার্ফ।
  • গ্রুপ পরিচিতি: Oval বা ডিম্বাকৃত সবুজ পটভূমিতে সাদা রঙের লেখা (প্রিন্ট বা এমব্রয়ডারি করা) গ্রুপ নম্বরসহ গ্রুপ পরিচিতি ব্যাজ কামিজের উভয় হাতার উপরের অংশে অঞ্চল পরিচিতি ব্যাজের নিচে সেলাই করে পরতে হবে।
  • দড়ি: ১ সে.মি. ব্যাসবিশিষ্ট ২.৭৫ মিটার লম্বা সুতা, শন বা পাটের দড়ি স্কাউটিং পদ্ধতিতে গোছানো অবস্থায় কোমরে বেল্টের হুকের সাথে ঝুলিয়ে রাখা যাবে।
  • নাম ফলক: হালকা নীল রংয়ের পটভূমিতে গাঢ় নীল রংয়ের রেজিস্ট্রেশন নম্বরসহ লেখা কাপড়ে নিজ নাম ফলক ডান কাঁধ থেকে সামনে দিকে ১২ সে.মি. নিচে সেলাই করে পরতে হবে।
  • জাতীয় পতাকার রেপলিকা: নাম ফলকের উপরে জাতীয় পতাকার রেপলিকা পরতে হবে।

নৌ স্কাউট পোশাক – ছেলে

  • টুপি: সাদা রঙের নৌ স্কাউট টুপি/ডাক বা জকি ক্যাপ। ক্যাপের রিবনে নৌ স্কাউট মনোগ্রামসহ ‘নৌ স্কাউট’ লেখা থাকবে।
  • শার্ট: গাঢ় নীল রঙের সিংলেট শার্ট ।
  • প্যান্ট: স্ট্রেট কাট গাঢ় নীল রঙের ফুল প্যান্ট নিচে মুহুরি ৪০ থেকে ৪৫ সে.মি. এর মধ্যে হতে হবে।
  • বেল্ট: নৌ স্কাউটস-এর মনোগ্রাম যুক্ত বাকল বিশিষ্ট গাঢ় নীল রঙের নাইলন/কাপড়ের বেল্ট।
  • জুতা: কালো রঙের চামড়ার ফিতাযুক্ত জুতা বা বুট।
  • মোজা: নীল/কালো রঙের মোজা।
  • স্কার্ফ: নৌ জেলা স্কাউটস কর্তৃক অনুমোদিত গ্রুপ স্কার্ফ।
  • গ্রুপ পরিচিত: Oval বা ডিম্বাকৃত সাদা পটভূমিতে কালো রঙের লেখা গ্রুপ নম্বরসহ গ্রুপ পরিচিতি ব্যাজ শার্টের উভয় হাতার উপরের অংশে অঞ্চল পরিচিতি ব্যাজের নিচে সেলাই করে পরতে হবে।
  • নাম ফলক: হালকা নীল রঙের পটভূমিতে গাঢ় নীল রঙের রেজিস্ট্রেশন নম্বরসহ লেখা কাপড়ে নিজ নাম ফলক ডান বুক পকেটের ঢাকনার লাইনের উপরে পরতে হবে।
  • জাতীয় পতাকার রেপলিকা: নাম ফলকের উপরে জাতীয় পতাকার রেপলিকা পরতে হবে।

নৌ স্কাউট পোশাক – মেয়ে

গাঢ় নীল রঙের কামিজ, পায়জামা/প্যান্ট/ওড়না ও টুপি সহ নৌ স্কাউট (ছেলে) পোশাক এ বর্ণিত নিয়মানুযায়ী বেল্ট, জুতা, মোঝা, স্কার্ফ, গ্রুপ পরিচিতি এবং ডান কাঁধের থেকে সামনের দিকে ১২ সে.মি. নিচে নাম ফলক ও তার উপরে জাতীয় পতাকার রেপলিকা পরতে হবে।


নৌ স্কাউট আনুষ্ঠানিক পোশাক:

জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে নৌ স্কাউট অনুষ্ঠানে সাদা রঙের শার্ট, প্যান্ট, টুপি, জুতা, মোজা এবং উপরে উল্লিখিত নিয়মানুযায়ী বেল্ট, স্কার্ফ, গ্রুপ পরিচিতি, নাম ফলক ও জাতীয় পতাকার রেপলিকা পরা যাবে।


এয়ার স্কাউট পোশাক -ছেলে

  • টুপি: গাঢ় নীল রঙের এয়ার স্কাউট টুপি। যার বামে এয়ার স্কাউট মনোগ্রাম থাকবে।
  • শার্ট: আকাশী রঙের (দুই পকেটওয়ালা ঢাকনাযুক্ত) মাঝখানে প্লেট সহ হাফ/ফুল হাতা শার্ট।
  • প্যান্ট: গাঢ় নীল রঙের স্ট্রেট কাট ফুল প্যান্ট। নিচের মুহুরি ৪০ থেকে ৪৫ সে.মি. হবে।
  • বেল্ট: এয়ার স্কাউটস-এর মনোগ্রাম খচিত বাকল বিশিষ্ট কালো চামড়া/গাঢ় নীল রঙের কাপড়ের বেল্ট।
  • মোজা: গাঢ় নীল রঙের মোজা।
  • জুতা: কালো রঙের ফিতা যুক্ত চামড়ার জুতা।
  • স্কার্ফ: জেলা এয়ার স্কাউটস কর্তৃক গ্রুপের জন্য অনুমোদিত স্কার্ফ।
  • গ্রুপ পরিচিতি: Oval বা ডিম্বাকৃত সাদা পটভূমিতে কালো রঙের লেখা গ্রুপ নম্বরসহ গ্রুপ পরিচিতি ব্যাজ শার্টের উভয় হাতার উপরের অংশে অঞ্চল পরিচিতি ব্যাজের নিচে সেলাই করে পরতে হবে।
  • নাম ফলক: হালকা নীল রংয়ের পটভূমিতে গাঢ় নীল রঙের রেজিস্ট্রেশন নম্বরসহ লেখা কাপড়ে নিজ নাম ফলক ডান বুক পকেটের ঢাকনার লাইনের উপরে পরতে হবে।
  • জাতীয় পতাকার রেপলিকা: নাম ফলকের উপরে জাতীয় পতাকার রেপলিকা পরতে হবে।

এয়ার স্কাউট পোশাক – মেয়ে

আকাশী রংয়ের কামিজ, গাঢ় নীল রঙের পায়জামা/প্যান্ট ও ওড়না, কালো জুতা, নীল/কালো রংয়ের মোজা সহ এয়ার স্কাউট (ছেলে) পোশাক এ বর্ণিত নিয়মানুযায়ী টুপি, বেল্ট, স্কার্ফ, গ্রুপ পরিচিতি এবং ডান কাধেঁর থেকে সামনের দিকে ১২ সে.মি. নিচে নাম ফলক ও তার উপরে জাতীয় পতাকার রেপলিকা পরতে হবে।


রেলওয়ে স্কাউট পোশাক :

রেলওয়ে স্কাউট পোশাক হবে স্কাউট ছেলেমেয়েদের অনুরূপ।

পোশাকের অলংকার: পোশাকের অলংকার হচ্ছে অনুমোদিত ব্যাজ এবং মেডেল। এছাড়া অনুমোদিত নয় এমন কোন প্রকার ব্যাজ, মেডেল, স্টিকার, কোট পিন ইত্যাদি স্কাউট ব্যবহার করা যাবে না।


পোশাকের যত্ন

  • সব সময় পোশাকের যত্ন নেবে। যেখানে সেখানে ফেলে রাখবে না।
  • পোশাক ভাঁজ করে সংরক্ষণ করবে।
  • পোশাক পরিচ্ছন্ন রাখবে। ছিঁড়ে গেলে তাড়াতাড়ি সারিয়ে নেবে। বোতাম ঠিকমতো লাগাবে।
  • জুতা ময়লা হবার সাথে সাথেই পরিস্কার করবে এবং প্রয়োজনমতো ব্রাশ করে পরিস্কার রাখবে।
  • শার্ট-প্যান্টের সাথে স্কার্ফও ধুয়ে ইস্ত্রি করে ব্যবহার করবে (ওয়াগলসহ)।

স্কার্ফ

স্কার্ফ: স্কার্ফ হচ্ছে স্কাউট পোশাকের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি সমদ্বিবাহু ত্রিকোণাকৃতি কাপড়ের তৈরি। বাহুর মাপ সাধারণত ৯৬.৫২ সে.মি. বা ৩৮ ইঞ্চি। পরিচয় ভেদে স্কার্ফ নানারকম হতে পারে। অন্য কোনভাবে ব্যাখ্যা না করা হলে বা কোন ধারায় এর ব্যতিক্রম না থাকলে স্কার্ফ কেবলমাত্র স্কাউট ইউনিফর্মের সাথেই পরা যাবে।

বিশ্বের এমনকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের এয়ার ও নৌ স্কাউটরা বিভিন্ন রঙের পোশাক পরিধান করে। সহজ কথায় বলতে গেলে স্কার্ফ সব স্কাউটরাই পরিধান করে থাকে। নির্দিষ্ট পোশাক পরা অনেক সংগঠনের বালক বালিকাদের পাওয়া যায় । তাই শুধু ইউনিফর্ম দেখে বলা যাবে না সে স্কাউট কিনা। কিন্তু স্কার্ফ ও সদস্য ব্যাজ পরা বালক-বালিকাকে অবশ্যই স্কাউট হিসেবে শনাক্ত করা যায়।

স্কাউট স্কার্ফ

স্কার্ফের উপকারিতা:

  • প্রাথমিক প্রতিবিধানে ব্যান্ডেজ করার কাজে স্কার্ফ ব্যবহার করা যায়।
  • রঙের ভিন্নতা থাকায় একজন স্কাউটের ইউনিট পরিচিতি স্কার্ফের মাধ্যমে নির্ণয় করা যায়
  • বিপদে পড়লে সংকেত দেয়ার জন্য নিশান হিসেবে বা কয়েকটি স্কার্ফ বেঁধে দড়ির কাজে ব্যবহার করা যায়। বিকল্প ব্যবস্থা না থাকলে স্কার্ফ দিয়ে অনেক সময় প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে ফেলা যায়।

ব্যবহার বিধি: লম্বা দিক থেকে জড়িয়ে স্কার্ফ তৈরি করে ঘাড়ের সাথে মিশিয়ে পরতে হবে। স্কার্ফ অবশ্যই শার্টের কলারে ওপরে পরতে হবে এবং কলারের বোতাম লাগিয়ে নিতে হবে। কোনক্রমেই কলারের নিচে টাই আকৃতির মতো করে স্কার্ফ ব্যবহার করা যাবে না।


স্কাউট পোশাক – সমাপ্ত