স্কাউট শাখা


প্রশ্ন : স্কাউট কাকে বলে?

উত্তর : স্কাউটস আন্দোলনের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্তরকে স্কাউট বলে ।


প্রশ্ন : কত সালে স্কাউট শাখা চালু হয়?

উত্তর : ১৯০৭ সালে স্কাউট শাখা চালু হয়।


প্রশ্ন : কত সালে স্কাউটদের জন্য প্রথম বই প্রকাশিত হয়?

উত্তর : ১৯০৮ সালে স্কাউটদের জন্য প্রথম বই (স্কাউটিং ফর বয়েজ) প্রকাশিত হয়।


প্রশ্ন : স্কাউটদের জন্য প্রকাশিত প্রথম বইটির নাম কি?

উত্তর : স্কাউটদের জন্য প্রথম প্রকাশিত বইটির নাম “স্কাউটিং ফর বয়েজ”।


প্রশ্ন : স্কাউটদের মূলমন্ত্র বা মটো কি?

উত্তর : স্কাউটদের মূলমন্ত্র বা মটো “সদা প্রস্তুত” (Be Prepared)


প্রশ্ন : স্কাউটদের প্রতিজ্ঞা কয়টি?

উত্তর : স্কাউটদের প্রতিজ্ঞা একটি।


প্রশ্ন : স্কাউটদের প্রতিজ্ঞার কয়টি অংশ?

উত্তর : স্কাউটদের প্রতিজ্ঞার তিনটি অংশ।


প্রশ্ন : স্কাউট প্রতিজ্ঞাটি কেমন?

উত্তর : আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,

  • আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
  • সর্বদা অপরকে সাহায্য করতে
  • স্কাউট আইন মেনে চলতে।

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।

(“আল্লাহ” শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্ম বিশ্বাস মতে সৃষ্টিকর্তার নাম উল্লেখ করা যাবে।)


প্রশ্ন : স্কাউট প্রতিজ্ঞা ইংরেজীতে কী ভাবে বলা হয়?

উত্তর : ইংরেজীতে স্কাউট প্রতিজ্ঞা হলাে –

On my honour, I promise that I will do my best

  • to do my duty to God and my country
  • to help other people at all times
  • to obey the Scout Law.

প্রশ্ন : স্কাউটদের আইন কয়টি?

উত্তর : স্কাউটদের আইন সাতটি


প্রশ্ন : স্কাউটদের আইনগুলাে কী কী?

উত্তর : স্কাউটদের আইনগুলাে যথাক্রমে –

  1. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী।
  2. স্কাউট সকলের বন্ধু।
  3. স্কাউট বিনয়ী ও অনুগত।
  4. স্কাউট জীবের প্রতি সদয়।
  5. স্কাউট সদা প্রফুল্ল।
  6. স্কাউট মিতব্যয়ী।
  7. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল।

প্রশ্ন : আইনগুলাে সংক্ষেপে কিভাবে প্রকাশ করা হয়?

উত্তর : বিশ্বাসী, বন্ধু, বিনয়ী, সদয়, প্রফুল্ল, মিতব্যয়ী, নির্মল রয়।


প্রশ্ন : ইংরেজীতে স্কাউট আইনগুলাে কী কী?

উত্তর : ইংরেজীতে স্কাউট আইনগুলাে হলাে –

  1. A Scout’s honour is to be trusted.
  2. A Scout is a friend to all.
  3. A Scout is courteous and obedient.
  4. A Scout is kind to animals.
  5. A Scout is cheerful at all times.
  6. A Scout is Thrifty.
  7. A Scout is clean in thought, word and deed.

প্রশ্ন : স্কাউটরা কয় আঙ্গুলে সালাম করে?

উত্তর : স্কাউটরা তিন আঙ্গুলে সালাম করে।


প্রশ্ন : স্কাউটরা তিন আঙ্গুলে সালাম করে কেন?

উত্তর : স্কাউটদের একটি প্রতিজ্ঞা এবং এর তিনটি অংশ। এই ৩টি অংশকে স্মরণ বা বিশ্বাস করে বােঝানাের জন্য।


প্রশ্ন : তিন আঙ্গুলে সালামের নীচে দুই আঙ্গুলে ধরা বৃত্ত দ্বারা কি বােঝানাে হয়?

উত্তর : তিন আঙ্গুলে সালামের নীচে দুই আঙ্গুলে ধরা বৃত্তকে বিশ্ব ভ্রাতৃত্ববন্ধন বােঝানাে হয়।


প্রশ্ন : স্কাউট চিহ্ন প্রদর্শনের সময় ডান হাতের কবজি থেকে হাতের অগ্রভাগ পর্যন্ত অঙ্গকে কী বলে?

উত্তর : স্কাউট চিহ্ন প্রদর্শনে ডান হাতের কজি থেকে হাতের অগ্রভাগ পর্যন্ত অঙ্গকে “সােনালী বন্ধন” বা “Golden Tie” বলে।


প্রশ্ন : স্কাউট চিহ প্রদর্শনের সময় বাহু শরীরের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে?

উত্তর : স্কাউট চিহ্ন প্রদর্শনের সময় বাহু শরীরের সাথে ৪৫ ডিগ্রি কোন উৎপন্ন করে।


প্রশ্ন : স্কাউটরা কখন চিহ্ন প্ৰদর্শন করে?

উত্তর : প্রতিজ্ঞা পাঠ এবং অপরিচিত কোন স্কাউটের সাথে দেখা হলে স্কাউটরা চিহ্ন প্রদর্শন করে থাকে।


প্রশ্ন : স্কাউটরা কখন সালাম ব্যবহার করে?

উত্তর : সম্ভাষনের সময়, জাতীয় পতাকা এবং স্কাউট পতাকা উত্তোলনের সময়, স্কাউট আন্দোলনের কোন সদস্যকে কবর দেওয়ার সময় স্কাউট সালাম ব্যবহার করে।


প্রশ্ন : বাংলাদেশের স্কাউটরা কিভাবে হ্যান্ডশেক বা করমর্দন করে?

উত্তর : বাংলাদেশের স্কাউটরা ডান হাতে হ্যান্ডশেক বা করমর্দন করে।


প্রশ্ন : অন্যান্য দেশের স্কাউটরা কিভাবে হ্যান্ডশেক করে?

উত্তর : অন্যান্য দেশের স্কাউটরা বাম হাত দিয়ে একে অন্যের সাথে হ্যান্ডশেক বা করমর্দন করে থাকে।


প্রশ্ন : স্কাউটদের স্লোগান কী?

উত্তর : “প্রতিদিন কারাে না কারাে উপকার করা” স্কাউটদের শ্লোগান। যাকে ইংরেজিতে বলা হয় – “Do a good turn daily”