স্কাউট মটো ও স্লোগান

স্কাউট মূলমন্ত্র (Motto)

সকল স্কাউটদের মূলমন্ত্র হলো “সদা প্রস্তুত”। মটো শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত নীতি বাক্য বা মূলমন্ত্র। স্কাউট মূলমন্ত্র হচ্ছে “সদা প্রস্তুত থাকা” যাকে ইংরেজিতে “Be Prepared” বলা হয়। যার অর্থ হচ্ছে মানসিক ও শারীরিকভাবে দায়িত্ব পালনের জন্য সবসময় প্রস্তুত থাকা।

মানসিকভাবে প্রস্তুত থাকার (Be Prepared in mind) অর্থ হচ্ছে নিজেকে এমন নিয়মানুবর্তীতার মধ্যে রাখা যাতে করে কোন আদেশ পালন অথবা কোন দূর্ঘটনা বা জরুরী অবস্থায় দ্রুত সাড়া দেয়া যায়।

শারীরিক বা দৈহিকভাবে প্রস্তুত থাকার (Be Prepared in Body) অর্থ হলো নিজেকে শক্তিশালী সক্ষম ও সক্রিয় হিসেবে তৈরি করা যাতে সঠিক সময়ে সঠিক কাজটি দ্রুততার সাথে করা যায়।

স্কাউট হিসেবে জীবনের সব বাঁধা বিপত্তি পার করার জন্য যেমন আমরা সদা প্রস্তুত থাকব, ঠিক সেরকমভাবে যে কোন কাজ করতেও আমরা থাকব সদা প্রস্তুত।

বি.পি বলেছেন,
“A Scout is never taken by Surprize; he knows exactly what to do when anything unexpected happens”

অর্থাৎ,
“একজন স্কাউট কখনোই চমকিত হয় না, কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটলে কি করতে হবে সে ঠিক ঠিক জানে।”


স্কাউট স্লোগান

স্কাউটদের শ্লোগান হচ্ছে “প্রতিদিন কারো না কারো উপকার করা”। যাকে ইংরেজিতে বলা হয় “Do a good turn daily.”
এটিকে স্কাউটদের একটি বৈশিষ্ট্যও বলা যায়। এই স্লোগান স্কাউট প্রতিজ্ঞার একটি অংশ হওয়ার কারণে এর গুরুত্ব অনেক। প্রতিদিন নানাভাবে স্কাউট শ্লোগানকে বাস্তবায়িত করা যায়। যেমন:

  • কারোর চিঠি লিখে দেয়া বা চিঠি লিখতে সাহায্য করা।
  • কারো চিঠি পোস্ট করে দেয়া।
  • ডাকটিকিট কিনতে সাহায্য করা বা কিনে এনে দেয়া।
  • কাউকে বাজার করতে সাহায্য করা।
  • কারোর কিছু হারিয়ে গেলে খোঁজে বের করে দেয়া।
  • কারো জিনিস পড়ে গেলে তা তুলে দেয়া।
  • অন্ধকে রাস্তা পারাপারে সাহায্য করা।
  • বয়স্ক লোককে এগিয়ে দেয়া ও চলতে সাহায্য করা।
  • পথের থেকে ইট, পাথর, কাঁটা, কলার খোসা তুলে যথাস্থানে ফেলা।
  • রাস্তা-ঘাট বা চলার পথের গর্ভ ভরাট করে দেয়া।
  • শিশুকে পথ পারাপারে সাহায্য করা।
  • পথের মধ্যে হারিয়ে যাওয়া কোনো শিশুকে বাড়ি পৌঁছে দেয়া।
  • মুসল্লিদের ওজু করার পানি এনে দেয়া।
  • মসজিদ অথবা উপাসনালয় ধুয়ে পরিষ্কার করা বা এরূপ কাজে সাহায্য করা।
  • কোনো পথচারিকে পথ দেখিয়ে দেয়া।
  • কাউকে বাসা খুঁজে পেতে সাহায্য করা।
  • ঝগড়া বিবাদ বাধলে তা থামিয়ে দেয়া।
  • মৃতদেহ দাফনের কাজে সাহায্য করা।
  • দূর্ঘটনায় আহত ব্যক্তিকে প্রাথমিক প্রতিবিধান দেয়া।
  • পশু-পাখিকে অত্যাচার থেকে রক্ষা করা।
  • কাউকে গাড়িতে চড়তে সাহায্য করা।
  • বন্যা, ঝড় বিধ্বস্ত বা কোনো দুর্যোগে আক্রান্ত এলাকায় ত্রাণকার্যে যোগদান করা।
  • সমাজের চাহিদা অনুযায়ী ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখা।
  • বিভিন্ন সামাজিক কাজে অংশ নেয়া।

এভাবে ছোট, বড় যে কোন উন্নয়নমূলক কাজ করে মানুষকে সেবা প্রদান করাই স্কাউট স্লোগানের মূল উদ্দেশ্য।


স্কাউট মটো ও স্লোগান – সমাপ্ত