হস্ত সংকেত


প্রঃ কোন হস্ত সংকেত দ্বারা লাইনে দাঁড়ানো বোঝায়?
উঃ সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত দুই পাশে প্রশস্ত অবস্থায় দেখানোর মাধ্যমে।

প্রঃ কোন হস্ত সংকেত দ্বারা ফাইলে দাঁড়ানো বোঝায়?
উঃ সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত সামনের দিকে প্রশস্ত অবস্থায় দেখানোর মাধ্যমে।

প্রঃ কোন হস্ত সংকেত দ্বারা অশ্ব খুরাকৃতিতে দাঁড়ানো বোঝায়?
উঃ সোজা হয়ে দাঁড়িয়ে কোমর পর্যন্ত হাত উঁচু করে ডান হাত বাম হাতের উপর দিয়ে পরস্পর ডানে বায়ে ঘুরানোর মাধ্যমে।

প্রঃ কোন হস্ত সংকেত দ্বারা বৃত্তকারে দাঁড়ানো বোঝায়?
উঃ সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাতের আঙ্গুলগুলি নিচের দিকে মাথার তালু স্পর্শ করানোর মাধ্যমে।

প্রঃ কোন হস্ত সংকেত দ্বারা অর্ধবৃত্তকারে দাঁড়ানো বোঝায়?
উঃ সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতের আঙ্গুলগুলি নিচের দিকে মাথার তালু স্পর্শ করানোর মাধ্যমে।

প্রঃ কোন হস্ত সংকেত দ্বারা শিলাবৃত্তকারে (রক সার্কেল) দাঁড়ানো বোঝায়?
উঃ সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত কোমরে রাখার মাধ্যমে।

প্রঃ কোন হস্ত সংকেত দ্বারা ‘ইউ’ আকৃতিতে দাঁড়ানো বোঝায়?
উঃ সোজা হয়ে দাঁড়িয়ে দুই বাহু সমকোনী আকারে ভাঁজ করে ও দুইপার্শে উঁচু করার মাধ্যমে।

প্রঃ কোন হস্ত সংকেত দ্বারা একত্রিত হওয়া বোঝায়?
উঃ সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাত মাথার উপর তুলে বাম থেকে ডানে বৃত্তকারে ঘোরানোর মাধ্যমে।

প্রঃ কোন হস্ত সংকেত দ্বারা মোজা হয়ে দাঁড়ানো বোঝায়?
উঃ সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতের তালু দ্বারা ডান পায়ের উরুতে থাবা দেওয়ার মাধ্যমে।

প্রঃ কোন হস্ত সংকেত দ্বারা আরামে দাঁড়ানো বোঝায়?
উঃ সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতের তালু পায়ের উরু থেকে ৪৫ ডিগ্রিতে নিক্ষেপ করার মাধ্যমে।

বিঃদ্রঃ হস্ত সংকেত সম্পর্কে সদস্য বইয়ের “সংকেত” পাঠে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে।


হস্ত সংকেত – সমাপ্ত