প্র: কিমস গেম কী ?
উ: একটি ট্রেতে ২৪/৩৬টি বিভিন্ন দ্রব্য ঢাকা থাকবে। এক মিনিট পর্যবেক্ষণ করে পরবর্তীতে একটি কাগজে কমপক্ষে ১৬/২৪টা দ্রব্যের নাম লেখাকে কিমস গেম বলে।
প্র: কিমস গেমের প্রবর্তক কে ?
উ: কিমস গেমের প্রবর্তক কিমবল ওহারা।
প্র: পঞ্চ ইন্দ্রিয়ের খেলা কাকে বলে ?
উ: চক্ষু, কান, নাক, ত্বক, জিহ্বা এই পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করার খেলাকে পঞ্চ ইন্দ্রিয়ের খেলা বলে।
প্র: খাবার স্যালাইন তৈরীতে কী কী লাগে ?
উ: খাবার স্যালাইন তৈরীতে একটি চিমটি লবণ, একমুঠো গুড় এবং আধা লিটার বিশুদ্ধ পানি লাগে।
প্র: গ্রান্ড ইয়েল বা মহা গর্জন কী ?
উ: কাব স্কাউটদের প্যাক মিটিং সহ অন্য যে কোন অনুষ্ঠানে ইউনিট লিডার স্কাউট কর্মকর্তা বা সম্মানিত অতিথিকে যে পদ্ধতিতে অভ্যর্থনা জানানো হয় তাকে গ্রান্ড ইয়েল বলে।
প্র: কাব স্কাউটের আইন নৃত্য কী ?
উ: কাব স্কাউটদের দুইটি আইনকে নৃত্যের তালে তালে প্রদর্শন করাকে আইন নৃত্য বলে।
প্র: পরিকল্পনা কাকে বলে ?
উ: সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সময় ও সম্পদের সঠিক ব্যবহারের উদ্দেশ্যে পর্যায়ক্রমে কার্য সম্পাদনের ধারাবাহিক রূপরেখাকে পরিকল্পনা বলে।
প্র: পরিকল্পনা কত প্রকার কী কী ?
উ: পরিকল্পনা তিন প্রকার যথা:
১) স্বল্প মেয়াদী পরিকল্পনা
২) দীর্ঘমেয়াদী পরিকল্পনা
৩) প্রেক্ষিত পরিকল্পনা।
প্র: দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাকে বলে ?
উ: ১ বৎসর থেকে ৫ বৎসর সময়ব্যাপী পরিকল্পনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে।
প্র: স্বল্পমেয়াদী পরিকল্পনা কাকে বলে ?
উ: ১ ঘন্টা থেকে ১ বৎসর সময়ব্যাপী কাজ সম্পাদনের পরিকল্পনাকে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলে।
প্র: প্রেক্ষিত পরিকল্পনা কাকে বলে ?
উ: ৫ বৎসর থেকে ২৫ বৎসর সময়ব্যাপী পরিকল্পনাকে প্রেক্ষিত পরিকল্পনা বলে।
প্র: চতুবার্ষিক পরিকল্পনা কাকে বলে ?
উ: ৪ বৎসর ব্যাপী কর্ম পরিকল্পনাকে চতুবার্ষিক পরিকল্পনা বলে।
প্র: বাংলাদেশ স্কাউটস এর চতুবার্ষিক প্রোগ্রাম পরিকল্পনা কী?
উ: বাংলাদেশ স্কাউটস এর চতুবার্ষিক পরিকল্পনা হলো-
প্রথম বছর উপজেলা ক্যাম্পুরী/সমাবেশ
দ্বিতীয় বছর জেলা ক্যাম্পুরী/সমাবেশ/রোভার মুট,
তৃতীয় বছর আঞ্চলিক ক্যাম্পুরী/সমাবেশ/রোভার মুট,
৪র্থ বছর জাতীয় ক্যাম্পুরী/জাম্বুরী/রোভার মুট
প্র: স্কাউটস ওন কী ?
উ: ওন শব্দের অর্থ হচ্ছে উপলিব্ধ। স্কাউট প্রতিজ্ঞা ও আইনকে পরিপূর্ণভাবে উপলব্ধি করার জন্য এ অনুষ্ঠান। এটি স্কাউটদের একান্ত নিজস্ব অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় মহাপুরুষগণের জীবনের উল্লেখযোগ্য ঘটনা স্মরণীয় বাণী বা উপাখ্যান আলোচনা করা হয়।
প্র: স্কাউটদের তাঁবু জলসা বা ক্যাম্প ফায়ার কী ?
উ: ক্যাম্প চালাকালীন রাতে রাতি নিভানোর শেষ সংকেত এর পূর্ব পর্যন্ত আগুনের চারপাশে সমবেত হয়ে বিনোদনমূলক শিক্ষণীয় নির্মল আনন্দ লাভের জন্য স্কাউটের অনুষ্ঠানকে ক্যাম্প ফায়ার বলে।
প্র: বনকলা বা উডক্রাফট কাকে বলে ?
উ: প্রকৃতির বিভিন্ন দ্রব্য যেমন লতা, পাতা, ফুল, ফল, কীট-পতঙ্গ ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ এবং তা প্রয়োজনে ব্যবহার কৌশল জানাকে স্কাউটিং বনকলা বা উডক্রাফট বলে।
প্র: স্কাউট স্টাফ কাকে বলে ?
উ: স্কাউটরা বিভিন্ন কাজে ব্যবহারের জন্য নিজেদের কাছে বহনযোগ্য পাঁচ ফুট মাপের একটি লাঠি রাখে। একে স্কাউট স্টাফ বলে।
প্র: বাংলাদেশের ৭ জন বীরশ্রেষ্ঠের নাম কী ?
উ: বাংলাদেশের ৭ জন বীরশ্রেষ্ঠ যথা:
১) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ
২) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
৩) সিপাহী মোস্তফা কামাল
৪) ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ
৫) সিপাহী হামিদুর রহমান
৬) ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন
৭) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
প্র: মাই প্রোগ্রেস/রেকর্ড কী ?
উ: একজন স্কাউট নবাগত হিসেবে স্কাউট দলে যোগদানের পর থেকে তার ব্যক্তিগত তথ্য, ইউনিটে যোগদানের তারিখ, অনুমতি, অনুমোদন গ্রহণ এবং স্কাউট প্রোগ্রাম, প্রশিক্ষণ গ্রহণ, পারদর্শিতা ব্যাজ অর্জনসহ বিভিন্ন দক্ষতা ব্যাজ অর্জনের তথ্য ধারাবাহিকভাবে সংরক্ষণের জন্য বইকে প্রোগ্রেস/রেকর্ড বলে।
প্র: লগ বুক কাকে বলে ?
উ: লগ বই হলো স্কাউট জীবনের সংরক্ষিত ডাইরি বা জীবন চিত্র। একজন স্কাউট সে তার স্কাউট জীবনে প্রবেশের পর থেকে বিভিন্ন স্কাউট অনুষ্ঠান যেমন- দীক্ষা অনুষ্ঠান, ব্যাজ প্রদান অনুষ্ঠান, তাঁবু বাস, সমাবেশ, হাইকিং, সমাজ সেবা, সমাজ উন্নয়ন ইত্যাদি বিষয়ক কার্যকলাপে অংশগ্রহণের তারিখ ও স্থান উল্লেখ পূর্বক ধারাবাহিক বিবরণ লগ বইয়ে লিপিবদ্ধ করা হয়।
প্র: স্ক্রাপ বুক কাকে বলে ?
উ: স্ক্রাপ বুক স্কাউটদের এক ধরনের অ্যালবাম। স্কাউটদের ইউনিট/উপদল/এর বিভিন্ন কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণের সচিত্র তথ্য বা প্রতিবেদন রাখাকে স্ক্রাপ বুক বলে।
প্র: ক্রমোন্নতিশীল রেজিস্ট্রার কাকে বলে ?
উ: স্কাউটদের দলে ভর্তির পর থেকে সর্বোচ্চ ব্যাজ অর্জন পর্যন্ত সকল ব্যাজ প্রাপ্তির পর্যায়ক্রমিক তারিখ রেজিস্ট্রারে ইউনিট লিডারের মাধ্যমে সংরক্ষণ করা হয়। একে ক্রমোন্নতিশীল রেজিস্ট্রার বলে।
প্র: লাইফ স্কীল কাকে বলে ?
উ: অনেকগুলো মনোসামাজিক ও আন্তব্যক্তিক দক্ষতার সমষ্টি যেগুলি যুবাদের তথ্যগত সিদ্ধান্ত গ্রহণ করতে, ইতিবাচক হতে, লক্ষ্য নির্ধারণ করতে এবং সুস্থ ও উৎপাদনশীল জীবন গড়তে সহায়ক দক্ষতার সমষ্টিকে লাইফ স্কীল বলে।
প্র: লাইফ স্কীল এর মৌলিক উপাদানগুলো কী কী ?
উ: সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, সৃজনশীল চিন্তা, বিশ্লেষণাত্মক কার্যকরী যোগাযোগ, অন্তভুক্তির সম্পর্ক, আত্মসচেতনতা, সহানুভূতি, মানসিক চাপের মধ্যে টিকে থাকা, আবেগীয় চাপের মধ্যে টিকে থাকা।
প্র: সার্কভুক্ত দেশসমূহের দেশ, রাজধানী ও মুদ্রার নাম কী ?
উ: সার্কভুক্ত দেশসমূহের রাজধানী ও মুদ্রার নাম যথাক্রমেঃ
দেশ | রাজধানী | মুদ্রা |
---|---|---|
বাংলাদেশ | ঢাকা | টাকা |
ভারত | নয়াদিল্লি | রুপি |
ভূটান | থিম্পু | নগুলট্রাম |
মালদ্বীপ | মালে | রুপিয়া |
নেপাল | কাঠমুন্ডু | রুপি |
শ্রীলঙ্কা | কলম্বো | রুপি |
পাকিস্তান | ইসলামাবাদ | রুপি |
আফগানিস্তান | কাবুল | আফগানী |
প্র: বাংলাদেশে কত প্রকার ধাতব মুদ্রা চালু আছে ও কী কী ?
উ: বাংলাদেশে ৮ প্রকার মুদ্রা চালু আছে যথা: ১ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা, ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা।
প্র: রাস্তা দিয়ে পথ চলার সময় পথচারী কোন দিক দিয়ে চলবে ?
উ: পথচারী রাস্তা দিয়ে পথ চলার সময় নিজের ডান দিক দিয়ে চলবে।
প্র: রাস্তায় যানবাহন কোন দিক দিয়ে চলাচল করবে ?
উ: রাস্তায় যানবাহন বাম দিক দিয়ে চলাচল করবে।
প্র: পথচারী কিভাবে রাস্তা পার হবেন ?
উ: পথচারী জেব্রাক্রসিং বা ওভারব্রীজের উপর দিয়ে রাস্তা পার হবেন। যেখানে এগুলি নেই সেখানে প্রথমে ডানদিকে তাকিয়ে দেখবেন, পরে বামদিকে তাকিয়ে দেখবেন, পুনরায় ডানদিকে তাকিয়ে দেখে কোন গাড়ী না থাকলে দ্রুত রাস্তা পার হবেন।
প্র: রাস্তায় সমস্যা হলে কী করতে হবে ?
উ: রাস্তায় সমস্যা হলে ট্রাফিক পুলিশের সাহায্য নিতে হবে।
প্র: স্কাউট চেতনা কাকে বলে ?
উ: স্কাউট প্রতিজ্ঞা ও আইন জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়নের জন্য স্কাউটরা যথাসাধ্য চেষ্টা করে থাকে। স্কাউট প্রতিজ্ঞা ও আইনের প্রতি আস্থাকে স্কাউট চেতনা বলা হয়।
প্র: বিশ্ব ভ্রাতৃত্ব কাকে বলে ?
উ: স্কাউটিং বিশ্বের জনগণের মধ্যে একটি ঐক্যের সেতুবন্ধন সৃষ্টি করেছে। দীক্ষা গ্রহণের পর একজন স্কাউট সে ঐ ইউনিটের সদস্য হওয়ার সাথে সাথে সারা বিশ্বের একজন স্কাউট হিসেবে বিবেচিত হবে।
প্র: সমাজ সেবা কাকে বলে ?
উ: কোন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে দলগতভাবে কোন গোষ্ঠী বা প্রতিষ্ঠানের সাময়িক কোন কল্যাণকর কাজ করাকে সমাজ সেবা বলে।
প্র: সমাজ উন্নয়ন কাকে বলে ?
উ: কোন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে স্কাউট এবং জনগণ দলগতভাবে কোন এলাকায় পরিকল্পনা অনুযায়ী কোন কল্যাণকর কাজ করে যা ঐ এলাকাবাসী দীর্ঘদিন তার সুফল লাভ করতে পারে তাকে সমাজ উন্নয়ন বলে। যেমন- বৃক্ষরোপণ, নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদি।
Leave a Reply