বাঁশির সংকেত


প্রঃ বাঁশীর কোন সংকেত দ্বারা সাবধান/ সোজা হওয়া, পরবর্তী নির্দেশের জন্য প্রস্তুত থাকতে হবে বোঝায়?
উঃ বাঁশীর একটি দীর্ঘ ধ্বনীর মাধ্যমে।

প্রঃ বাঁশীর কোন সংকেত দ্বারা সকলে একত্রিত হওয়া/ কাছে এসো বোঝায়?
উঃ বাঁশীর অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ধ্বনীর মাধ্যমে।

প্রঃ বাঁশীর কোন সংকেত দ্বারা সিনিয়র উপদলনেতাকে ডাকা/ কাছেই এসো বোঝায়?
উঃ বাঁশীর দুটি ক্ষুদ্র ও একটি দীর্ঘ ধ্বনীর মাধ্যমে।

প্রঃ বাঁশীর কোন সংকেত দ্বারা উপদলনেতাকে ডাকা/ কাছেই এসো বোঝায়?
উঃ বাঁশীর তিনটি ক্ষুদ্র ও একটি দীর্ঘ ধ্বনীর মাধ্যমে।

প্রঃ বাঁশীর কোন সংকেত দ্বারা বিপদ সংকেত বোঝায়?
উঃ বাঁশীর একটি ক্ষুদ্র একটি দীর্ঘ এভাবে কয়েক বার ধ্বনী বাজানোর মাধ্যমে।

প্রঃ বাঁশীর কোন সংকেত দ্বারা আমি/আমরা বিপদগ্রস্থ সাহায্যের জন্য এগিয়ে এসো বোঝায়?
উঃ বাঁশীর পর্যায়ক্রমে বারংবার ক্ষুদ্র ও দীর্ঘ ধ্বনি হলে।


বুঝার সুবিধার্তে নিচে বাঁশীর সংকেতের একটি সহজ এবং স্পষ্ট টেবিল দেয়া হলো:

বাঁশীর সংকেতবর্ণনাসংকেতের অর্থ
────────একটি দীর্ঘ ধ্বনীর মাধ্যমেসাবধান/ সোজা হওয়া
————অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ধ্বনীর মাধ্যমেসকল একত্রিত হওয়া/ কাছে এসো
—— ─────দুটি ক্ষুদ্র ও একটি দীর্ঘ ধ্বনীর মাধ্যমেসিনিয়র উপদলনেতাকে ডাকা/ কাছে এসো
——— ─────তিনটি ক্ষুদ্র ও একটি দীর্ঘ ধ্বনীর মাধ্যমেউপদলনেতাকে ডাকা/ কাছে এসো
— ─── — ───একটি ক্ষুদ্র একটি দীর্ঘ এভাবে কয়েক বার ধ্বনি বাজানোর মাধ্যমেবিপদ সংকেত
-—-—-—-—-—বারংবার ক্ষুদ্র ও দীর্ঘ ধ্বনির পর্যায়ক্রমেবিপদগ্রস্থ সাহায্যের জন্য এগিয়ে এসো

এভাবে বাঁশীর সংকেতগুলো সহজেই বুঝা যাবে। তাছাড়া স্কাউট সদস্য বইয়ের “সংকেত” পাঠেও বাঁশির সংকেত নিয়ে আলোচনা করা আছে।


বাঁশির সংকেত – সমাপ্ত