না জানা প্রশ্নোত্তর


প্র: ম্যাফেকিং কী ?
উ: আফ্রিকার একটি শহরের নাম। সেখানকার জঙ্গলে যুদ্ধ অনুষ্ঠিত হয়।

প্র: ব্রাউনসী দ্বীপ কী ?
উ: ইংল্যান্ডের পোলহারবারে অবস্থিত একটি দ্বীপ, স্কাউটসের প্রথম ক্যাম্পের স্থান।

প্র: এইডস টু স্কাউটিং কী ?
উ: ১৮৯৯ সালে সৈন্যদের জন্য বি.পি’র লেখা বই “এইডস টু স্কাউটিং”।

প্র: রোভারিং টু সাকসেস কী ?
উ: রোভার স্কাউট শাখার জন্য ১৯২২ সালে বি.পি’র লেখা বই “রোভারিং টু সাকসেস”।

প্র: গিলওয়েল পার্ক কী ?
উ: বিশ্বের প্রথম ও প্রধান স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র।

প্র: ম্যাকলার্ন টাটার কী ?
উ: মিঃ বয়েস ম্যাকলার্নকে স্মরণ করার জন্য তার গাউনের টুকরা উডব্যাজ স্কার্ফে ব্যবহার করা হয়। এটাই ম্যাকলার্ন টাটার।

প্র: ক্যান্টাকী কী ?
উ: ক্যাম্পে নিজ হাতে রান্না করা খাবারের জন্য বি.পি-কে ডাকা অভিনন্দন। যার অর্থ- সেই টুপিওয়ালা বিরাট লোকটি।

প্র: ইমপিমা কী ?
উ: ইমপিসা অর্থ নিদ্রাহীন নেকড়ে। বি.পি-কে দেওয়া মাতাবেলিয়ার উপাধি।

প্র: এ্যাংগনিয়ামা কী ?
উ: জুলুদের যুদ্ধের কোরাস গান।

প্র: দীনিজুলু কী ?
উ: জংলিদের সরদার দীনিজুলু।

প্র: উলফ কাব কী ?
উ: উলফ কাব মানে নেকড়ে বাঘের বাচ্চা।

প্র: বয় স্কাউট কী ?
উ: বয় স্কাউট মানে বালক সেনা।

প্র: ইন্দাবা কী ?
উ: স্কাউট লিডার বা ইউনিট লিডারদের সমাবেশ।

প্র: কাব স্কাউটদের ব্যাঙের নাচ কী ?
উ: কাব স্কাউটদের ব্যাঙের নাচ হল একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নৃত্য।

প্র: বিশ্ব স্কাউট সংস্থা কী ?
উ: বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের নীতি নির্ধারণী ও নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান।

প্র: আত্মমর্যদায় বিশ্বাসী মানে কী ?
উ: আত্মমর্যাদার অর্থ আমি সৎ ও সত্যবাদী হবো। “আত্ম” অর্থ নিজের আর “মর্যাদা” অর্থ সম্মান, অর্থাৎ নিজের প্রতি সম্মান রেখে সৎ ও সত্যবাদী হওয়া।

প্র: মানসো (SAANSO) মানে কী ?
উ: সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল স্কাউট অর্গানাইজেশন।

প্র: “যথাসাধ্য চেষ্টা করব” মানে কী ?
উ: যে কোন কাজ আন্তরিকভাবে চেষ্টা করে সফল হওয়া, যাতে অন্যের থেকে ভালো করা যায়।

প্র: “সদা প্রস্তুত” মানে কী ?
উ: সদা প্রস্তুত মানে যে কোন কাজের জন্য বা যে কোন পরিবেশ এবং পরিস্থিতির মোকাবেলার জন্য নিজেকে তৈরী রাখা।

প্র: এ্যাগোনারী কী ?
উ: প্রতিবন্ধী স্কাউটদের জন্য সমাবেশ।

প্র: “সেবা” মানে কী ?
উ: “সেবা” মানে অন্যের উপকার করা, সাহায্য ও সহযোগিতা করা।

প্র: জোটা (JOTA) কী ?
উ: জাম্বুরী অন দ্যা এয়ার (রেডিওর মাধ্যমে অন্যদেশের স্কাউটদের সাথে বন্ধুত্ব স্থাপন)।

প্র: জোটা-জোটি (JOTA-JOTI) কী ?
উ: জাম্বুরী অন দ্যা ইন্টারনেট (ইন্টারনেটের মাধ্যমে অন্যদেশের স্কাউটদের সাথে বন্ধুত্ব স্থাপন)।

প্র: লাইফ স্কীল কী ?
উ: জীবনের জন্য দক্ষতা।

প্র: মুগলী কী ?
উ: নেকড়ে বাঘের গুহায় মানুষ হওয়া মানব শিশুর নাম মুগলী।

প্র: গার্ল গাইডিং কী ?
উ: স্কাউট আন্দোলনের মেয়েদের জন্য শাখা গার্ল গাইড।

প্র: দি ব্লু বার্ড বুক কী ?
উ: গার্ল গাইড আন্দোলন প্রসারের জন্য বি.পি’র লেখা বই।

প্র: অগ্রদূত কী ?
উ: বাংলাদেশ স্কাউটসের মুখপত্র মাসিক পত্রিকা।

প্র: বাংলাদেশ স্কাউটসের ভিশন-২০২১ কী ?
উ: যুব সম্প্রদায়কে চ্যালেঞ্জিং ইয়্যুথ প্রোগ্রামে সম্পৃক্ত করে এবং তাদেরকে মূল্যবোধ শিক্ষার আলোকে শিক্ষাদান করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ স্কাউটসের সদস্য ২১ লক্ষে উন্নীত করতে চায়।


– সমাপ্ত