প্রশ্ন: একটি স্কাউট দড়ির মাপ কত?
উত্তর: ১ সেঃমিঃ ব্যাস বিশিষ্ট ২.৭৫ মিটার লম্বা সুতা/পাট/শন বা নাইলনের দড়িকে স্কাউট দড়ি বলে।
প্রশ্ন: স্কাউটদের কোমরে বেল্টের হুকের সাথে যে দড়ি ঝুলিয়ে রাখা হয় তার সাধারণ দৈর্ঘ্য কত?
উত্তর: স্কাউটদের কোমরে বেল্টের হুকের সাথে যে দড়ি ঝুলিয়ে রাখা হয়, তার সাধারণ দৈর্ঘ্য ২.৭৫ মিটার।
প্রশ্ন: নটিং কাকে বলে?
উত্তর: কাব ও স্কাউটরা দড়ি দিয়ে যে গেরো ব্যবহার করে, তাকে নটিং বলে।
প্রশ্ন: ল্যাশিং কাকে বলে?
উত্তর: বাঁশ বা ডালপালার সাহায্যে গ্যাজেট তৈরির জন্য যে প্যাঁচ ব্যবহার করা হয়, তাকে ল্যাশিং বলে।
প্রশ্ন: দড়ি সাধারণত কত প্রকার এবং কী কী?
উত্তর: দড়ি সাধারণত ৩ প্রকারের হয়। যথা:
১) হসার লেড রোপ
২) শাউড লেড রোপ
৩) ক্যাবল লেড রোপ
প্রশ্ন: হসার লেড রোপ কাকে বলে?
উত্তর: তিন প্যাচ বা গুণওয়ালা দড়িকে হসার লেড রোপ বলে। এটি বামদিক থেকে ডানদিকে পেঁচিয়ে তৈরি করা হয়।
প্রশ্ন: শ্রাউড লেড রোপ কাকে বলে?
উত্তর: পাঁচ গুণ বা প্যাচওয়ালা দড়িকে শ্রাউড লেড রোপ বলে। এটি বামদিক থেকে ডানদিকে পেঁচিয়ে তৈরি করা হয়। তৈরি করার সময় একটি লুপ মাঝখানে রেখে অন্য চারটি ঐ গুণের ওপর বামদিক থেকে প্যাঁচানো থাকে।
প্রশ্ন: ক্যাবল লেড রোপ কাকে বলে?
উত্তর: এটি তিন প্যাচ বা গুণওয়ালা তিনটি হসার লেড রোপ দিয়ে তৈরি দড়িকে ক্যাবল লেড রোপ বলে।
প্রশ্ন: দড়ি গুছিয়ে রাখার নিয়ম কয়টি এবং কী কী?
উত্তর: দড়ি গুছিয়ে রাখার নিয়ম দুইটি। যথা:
১) হাতে
২) মাটিতে
প্রশ্ন: একটি দড়ির কয়টি অংশ এবং কী কী?
উত্তর: একটি দড়ির দুইটি অংশ থাকে। যথা:
১) চলমান অংশ বা প্রান্ত
২) স্থির অংশ বা প্রান্ত
প্রশ্ন: চলমান অংশ বা প্রান্ত কাকে বলে?
উত্তর: যে অংশ বা প্রান্ত দ্বারা কাজ করা হয়, তাকে চলমান অংশ বা প্রান্ত বলে।
প্রশ্ন: স্থির অংশ বা প্রান্ত কাকে বলে?
উত্তর: যে অংশ বা প্রান্ত দ্বারা কাজ করা হয় না, তাকে স্থির অংশ বা প্রান্ত বলে।
প্রশ্ন: বাইট কাকে বলে?
উত্তর: দড়ি চলতে চলতে কোথাও বাঁকা অথবা অর্ধবৃত্ত হয়ে গেলে, অথবা দড়ির এক প্রান্ত অন্য অংশের পাশাপাশি রেখে যদি লুপ তৈরির মতো মনে হয়, তখন তাকে বাইট বলে।
প্রশ্ন: টার্ন কাকে বলে?
উত্তর: কোনো দড়ি দিয়ে একটি খুঁটিতে যদি একটি প্যাঁচ দেয়া হয়, তাকে টার্ন বলে।
প্রশ্ন: রাউন্ড কাকে বলে?
উত্তর: কোনো দড়ি দিয়ে যদি একটি খুঁটিতে একটি পূর্ণ প্যাচ দেয়া হয়, তখন তাকে রাউন্ড বলে।
প্রশ্ন: রাউন্ড টার্ন কাকে বলে?
উত্তর: কোনো একটি খুঁটিতে যদি দড়ির চলমান প্রান্ত দিয়ে একবার রাউন্ড এবং টার্ন দেয়া হয়, তখন তাকে রাউন্ড টার্ন বলে।
প্রশ্ন: লুপ কাকে বলে?
উত্তর: দড়ির এক প্রান্তকে মূল দড়ির ওপর রাখলে যে বৃত্তের মতো অংশ সৃষ্টি হয়, তাকে লুপ বলে।
প্রশ্ন: হুইপিং কাকে বলে?
উত্তর: দড়ির মুখ খুলে গিয়ে তন্তু ছড়িয়ে পরে ব্যবহারের অনুপযোগী যাতে না হয়, সে জন্য দড়ির মুখে সরু সুতা দিয়ে বেঁধে রাখা কে হুইপিং বলে।
প্রশ্ন: হুইপিং কত প্রকার?
উত্তর: হুইপিং তিন প্রকার।
প্রশ্ন: হুইপিংগুলি কী কী?
উত্তর: হুইপিংগুলি যথাক্রমে:
১) কমন হুইপিং
২) ওয়েস্ট ক্যান্ট্রি হুইপিং
৩) সেইল মেকার্স হুইপিং
প্রশ্ন: ফ্রাপিং কাকে বলে?
উত্তর: ল্যাশিং টাইট বা শক্ত করার জন্য গেরোর মাঝখানে প্যাচানো হয়। এই প্যাচানোকে ফ্রাপিং বলে।
প্রশ্ন: Knot (নট) কাকে বলে?
উত্তর: একটি দড়ির সাথে অন্য একটি দড়ি বা অন্য কিছুর সাথে যে পূর্ণাঙ্গ গেরো দেয়া হয়, তাকে Knot (নট) বলে।
প্রশ্ন: Hiche (হিচ) কাকে বলে?
উত্তর: একটি দড়ি দিয়ে অন্য একটি খুঁটি বা অন্য কোনো দ্রব্যের সাহায্যে যে গেরো দেয়া হয়, তাকে Hiche (হিচ) বলে।
প্রশ্ন: গ্যাজেট কাকে বলে?
উত্তর: তাঁবুতে বসবাসের সময় বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য বাঁশ, চটা বা ডালপালা দ্বারা যে আসবাবপত্র তৈরী করা হয়, তাকে গ্যাজেট বলে।
প্রশ্ন: গুড টার্ন নট কী?
উত্তর: গুড টার্ন মানে ভালো কাজ। গুড টার্ন নট মানে যে কোনো কাব/স্কাউটকে একটি ভালো কাজ করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য গেরো যা স্কার্ফে দিতে হয়।
প্রশ্ন: একজন কাব স্কাউট হিসেবে সর্বপ্রথমে কয়টি গেরো জানতে হয়?
উত্তর: একজন কাব স্কাউট হিসেবে সর্বপ্রথমে ছয়টি গেরো জানতে হয়।
প্রশ্ন: প্রাথমিক ছয়টি গেরোর নাম কী?
উত্তর: ছয়টি গেরো। যথা:
১) রিফনট বা ডাক্তারী গেরো
২) ক্লোভ হীচ বা বড়শী গেরো
৩) শীট ব্যান্ড বা পাল গেরো
৪) বোলাইন বা জীবন রক্ষা গেরো
৫) টিম্বার হিচ বা গুঁড়ি টানা গেরো
৬) রাউন্ড টার্ন এন্ড টু হাফ হিচেস বা তাঁবু গেরো
প্রশ্ন: অন্যান্য কয়েকটি গেরোর নাম উল্লেখ কর।
উত্তর: অন্যান্য কয়েকটি গেরোর নাম যথা:
১) শীপ শ্যাঙ্ক
২) ডগ শ্যাঙ্ক
৩) ক্যাটস শ্যাঙ্ক
৪) ফায়ারম্যানস চেয়ার নট
৫) রোলিং হিচ
৬) ম্যানহারনেস নট
৭) ডায়মন্ড নট
৮) স্কাফোল্ড হিচ
৯) ক্যাটস-প
১০) ফিসারম্যানস নট
প্রশ্ন: সাধারণ ব্যবহৃত ল্যাশিং কতটি?
উত্তর: সাধারণ ব্যবহৃত ল্যাশিং তিনটি।
প্রশ্ন: সাধারণ ব্যবহৃত ল্যাশিংগুলি কী কী?
উত্তর: সাধারণ ব্যবহৃত ল্যাশিংগুলি যথাক্রমেঃ
১) ডায়গোনাল ল্যাশিং
২) স্কয়ার ল্যাশিং
৩) শেয়ার ল্যাশিং
প্রশ্ন: অন্যান্য কয়েকটি ল্যাশিং এর নাম উল্লেখ কর।
উত্তর: অন্যান্য কয়েকটি ল্যাশিং এর নাম যথা:
১) পোল এন্ড শেয়ার ল্যাশিং
২) ওয়েস্ট ক্যান্ট্রি ল্যাশিং
৩) স্কাফোল্ড ল্যাশিং
৪) টুর্নিকেট ল্যাশিং
৫) ফিলিপিনো ল্যাশিং
৬) ফিগার অব এইট ল্যাশিং
৭) সেইল মেকার্স ল্যাশিং
৮) জাপানীস ল্যাশিং
প্রশ্ন: একটি ট্রাসেল পার্ট তৈরী করতে কতটি ল্যাশিং লাগে?
উত্তর: একটি ট্রাসেল পার্ট তৈরী করতে ৯টি ল্যাশিং লাগে।
প্রশ্ন: একটি ট্রাসেল পার্টে কী কী ল্যাশিং লাগে?
উত্তর: একটি ট্রাসেল পার্টে ৮টি স্কয়ার ল্যাশিং এবং ১টি ডায়াগোনাল ল্যাশিং লাগে।
প্রশ্ন: ট্রাসেল পার্ট তৈরীতে কতটি দড়ি লাগে?
উত্তর: ট্রাসেল পার্ট তৈরীতে ৯টি দড়ি লাগে।
প্রশ্ন: একটি ট্রাসেল পার্ট তৈরীতে কতটি বাঁশের প্রয়োজন?
উত্তর: একটি ট্রাসেল পার্ট তৈরীতে ৬টি বাঁশের প্রয়োজন।
প্রশ্ন: দড়ির মাথা বা মুখ বাঁধতে বা পেচাতে কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: দড়ি পেচানো বা দড়ির মুখ বাঁধতে হুইপিং ব্যবহার করা হয়।
প্রশ্ন: পতাকা উত্তোলনের জন্য কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: পতাকা উত্তোলনের জন্য পতাকার সাথে দড়িতে পাল গেরো বা শীট ব্যান্ড এবং দন্ডে বড়শী গেরো বা ক্লোভহিচ ব্যবহার করা হয়।
প্রশ্ন: ব্যান্ডেজ বাঁধার জন্য কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: ব্যান্ডেজ বাঁধার জন্য ডাক্তারী গেরো বা রিফনট ব্যবহার করা হয়।
প্রশ্ন: তাঁবুর খুঁটিতে কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: তাঁবুর খুঁটিতে তাঁবু গেরো বা ওয়ান রাউন্ড এন্ড টু হাফ হিচেস গেরো ব্যবহার করা হয়।
প্রশ্ন: তাঁবুর পেগের সাথে তাঁবুর গাইলাইন বা গাইরোপ বাঁধার জন্য কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: তাঁবুর পেগের সাথে তাঁবুর গাইলাইন বা গাইরোপ বাঁধার জন্য তাঁবুর গেরো বা ওয়ান রাউন্ড টার্ণ এন্ড টু হাফ হিচেস ব্যবহার করা হয়।
প্রশ্ন: বড়শী বা খুঁটিতে ল্যাশিং বাঁধার জন্য কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: বড়শী বা খুঁটিতে ল্যাশিং বাঁধার জন্য বড়শী গেরো বা ক্লোভহিচ ব্যবহার করা হয়।
প্রশ্ন: দড়ি খাটো করার জন্য কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: দড়ি খাটো করার জন্য দড়ি খাটো করা গেরো বা শীপ শ্যাঙ্ক ব্যবহার করা হয়।
প্রশ্ন: গুড়ি টানার জন্য কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: গুড়ি টানার জন্য গুড়ি টানা গেরো বা টিম্বার হিচ গেরো ব্যবহার করা হয়।
প্রশ্ন: জীবন রক্ষা করার জন্য কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: জীবন রক্ষা করার জন্য জীবন রক্ষা গেরো বা বোলাইন ব্যবহার করা হয়।
প্রশ্ন: জুতোর ফিতা এবং প্যাকেট বাঁধতে কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: জুতোর ফিতা এবং প্যাকেট বাঁধতে স্কয়ার বো গেরো ব্যবহার করা হয়।
প্রশ্ন: ওভার হেড গেরো দিয়ে কি কাজ করা হয়?
উত্তর: ওভারহেড গেরো দিয়ে স্কার্ফের প্রান্ত বাঁধা হয়।
প্রশ্ন: স্কয়ার ল্যাশিং বাঁধতে কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: স্কয়ার ল্যাশিং বাঁধতে ক্লোভহিচ বা বড়শী গেরো ব্যবহার করা হয়।
প্রশ্ন: ডায়গোনাল ল্যাশিং বাঁধতে কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: ডায়গোনাল ল্যাশিং বাঁধতে গুড়ি টানা গেরো ব্যবহার করা হয়।
প্রশ্ন: দু’টি সমান পুরুত্বের দড়ি জোড়া দিতে কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: দু’টি সমান পুরুত্বের দড়ি জোড়া দিতে ডাক্তারী গেরো ব্যবহার করা হয়।
প্রশ্ন: দু’টি অসমান পুরুত্বের দড়ি জোড়া দিতে কোন গেরো ব্যবহার করা হয়?
উত্তর: দু’টি অসমান পুরুত্বের দড়ি জোড়া দিতে পাল গেরো ব্যবহার করা হয়।
প্রশ্ন: লাইফ লাইন কাকে বলে?
উত্তর: জীবন রক্ষা গেরোর উপরের দড়ির স্থির অংশটিকে লাইফ লাইন বলে।
Leave a Reply